বিষয়বস্তুতে চলুন

লাল কাজল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লাল কাজল
পরিচালকমতিন রহমান
প্রযোজক
চিত্রনাট্যকারএটিএম শামসুজ্জামান
কাহিনিকারফজল রহমান
শ্রেষ্ঠাংশে
সুরকারসত্য সাহা
চিত্রগ্রাহকরেজা লতিফ
সম্পাদকনুরুন্নবী
পরিবেশকআশা চলচ্চিত্র
মুক্তি১৯৮২
স্থিতিকাল১৪১ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা ভাষা

লাল কাজল ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার নাট্য চলচ্চিত্র। ছায়াছবিটি পরিচালনা করেছেন মতিন রহমান[] এটি মতিন রহমান পরিচালিত প্রথম চলচ্চিত্র। ছায়াছবিটির কাহিনী লিখেছেন ফজল রহমান এবং চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন এটিএম শামসুজ্জামান। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাবানা, ফারুক, প্রবীর মিত্র, উজ্জ্বল, জুলিয়া প্রমুখ।[][] চলচ্চিত্রটি ৭ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ১টি বিভাগে পুরস্কার অর্জন করে। এছাড়া শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বাচসাস পুরস্কার ও প্রযোজক সমিতি পুরস্কার অর্জন করে।

কাহিনী সংক্ষেপ

[সম্পাদনা]

শ্রেষ্ঠাংশে

[সম্পাদনা]

সঙ্গীত

[সম্পাদনা]

লাল কাজল ছায়াছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন সত্য সাহা। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিনখন্দকার ফারুক আহমদ। ছায়াছবিটির সঙ্গীতায়োজন হয় ঢাকার আলাউদ্দিন লিটল অর্কেস্ট্রায় এবং সঙ্গীত রেকর্ড করেন এমএ মজিদ।

গানের তালিকা

[সম্পাদনা]
নং.শিরোনামগীতিকারসুরকারকণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."নজর লাগবে বলে কপালে টিপ দিলাম"গাজী মাজহারুল আনোয়ারসত্য সাহাসাবিনা ইয়াসমিন৩:২৩

পুরস্কার

[সম্পাদনা]
পুরস্কার বিভাগ মনোনীত ফলাফল
জাতীয় চলচ্চিত্র পুরস্কার[] শ্রেষ্ঠ শিশু শিল্পী বিন্দি হুসাইন বিজয়ী
বাচসাস পুরস্কার[] শ্রেষ্ঠ চলচ্চিত্র আজিজুর রহমান (প্রযোজক) বিজয়ী
শ্রেষ্ঠ পরিচালক মতিন রহমান বিজয়ী
শ্রেষ্ঠ অভিনেত্রী শাবানা বিজয়ী
শ্রেষ্ঠ কাহিনীকার ফজল রহমান বিজয়ী
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার এটিএম শামসুজ্জামান বিজয়ী
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা এটিএম শামসুজ্জামান বিজয়ী
প্রযোজক সমিতি পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র আজিজুর রহমান (প্রযোজক) বিজয়ী

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. এফ আই দীপু (১৫ অক্টোবর ২০১৫)। "মতিন রহমান"দৈনিক যুগান্তর। ঢাকা, বাংলাদেশ। ��ংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৬ 
  2. "জীবন্ত কিংবদন্তি"দৈনিক ইত্তেফাক। ঢাকা, বাংলাদেশ। ৮ অক্টোবর ২০১৫। ২৮ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৬ 
  3. মোহাম্মদ আওলাদ হোসেন (১ জুন ২০১৫)। "'বড় বড় কথা বাদ দিয়ে এখনকার নির্মাতাদের ভাল ছবি নির্মাণ করতে হবে'"দৈনিক মানবজমিন। ঢাকা, বাংলাদেশ। ১ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৬ 
  4. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"fdc.gov.bdবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২০ 
  5. জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃষ্ঠা ৪৭৬। আইএসবিএন 984-70194-0045-9 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

ইন্টারনেট মুভি ডেটাবেজে লাল কাজল উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন (ইংরেজি)