রোমা আসরানি
রোমাহ | |
---|---|
জন্ম | রোমা আসরানি ২৫ আগস্ট ১৯৮৪ ত্রিচি, তামিলনাড়ু, ভারত |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ২০০৫-বর্তমান |
রোমা আসরানি একজন ভারতীয় মডেল এবং অভিনেত্রী যাকে মুলত মালয়ালম ভাষার চলচ্চিত্রগুলোতে দেখা যায়।[১] তিনি ২০টিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি রোমাহ নামেও পরিচিত।
রোমা আসরানি ভারতের তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছেন। তার বাবা একজন সিন্দু ও মা তামিল। তিনি ২০০৫ সালে মি. ইরাবাবু চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তামিল চলচ্চিত্রে অভিষেক করেন। তিনি তামিল চলচ্চিত্রের পাশাপাশি কন্নড় ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ২০০৬ সালে মালয়ালম চলচ্চিত্র নোটবুক-এ অভিনয়ের মাধ্যমে তিনি তার প্রথম সফলতা পান। চলচ্চিত্রটি ব্যাপক সফলতা পায় এবং তিনি তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে প্রশংসিত হয়। নোটবুক চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পাশ্ব-অভিনেত্রী (মালয়ালম) বিভাগে তিনি তার প্রথম ফিল্ম ফেয়ার পুরস্কার অর্জন করেন।[২] চকলেট (২০০৭), ট্রাফিক (২০১০), ছাপ্পা কুরিশু (২০১১), এবং গ্র্যান্ডমাস্টার (২০১২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি অধিক পরিচিত।
পেশাজীবন
[সম্পাদনা]তিনি রোশান অ্যান্ড্রু পরিচালিত মালয়ালম ভাষার ২০০৬ সালের নোটবুক চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক করেন, এবং চলচ্চিত্রটির সফলতার পর তিনি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। নোটবুক চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য তিনি এশিয়ানেট ফিল্ম অ্যাওয়ার্ডস, কেরালা ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন, এশিয়ানেট চ্যানেল, অম্রিতা টিভি এবং কালাকেরালাম কর্তৃক বেস্ট নিউকামার নির্বাচিত হন। রোমা অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র জোশি পরিচালিত জুলাই ৪ তার একটি উল্লেখযোগ্য চলচ্চিত্র। পৃথ্বীরাজের সাথে তার চকলেট (২০০৭) চলচ্চিত্র মেগাহিট হয়[স্পষ্টকরণ প্রয়োজন] এবং চলচ্চিত্রটি তাকে মালয়ালম চলচ্চিত্রের পরিচিত মুখ করে তোলে। এছাড়াও তাকে টিম মালয়ালি ব্যান্ডের মিউজিক অ্যালবামের মিন্নেল আজহাক গানে গায়ক বিনিথ শ্রীনিবাস ও অভিনেতা পৃথ্বীরাজের সাথে দেখা যায়। গানটি দক্ষিণ ভারতে তুমুল জনপ্রিয়তা পায়।[৩]
রোমা এছাড়াও তামিল কাথালে এন কাথালে (২০০৬) চলচ্চিত্রে অভিনয় করেছেন। কেন্দ্র গনেশ চরিত্রে আরমানি (২০০৭) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে কন্নড় চলচ্চিত্রে তার অভিষেক হয়। কিছু সময় বিরতির পর ২০১০ সালে তাকে আবার তেলুগু চালাকি চলচ্চিত্রে দেখা যায়। আসরানি ২০১৭ সালে এ.কে. স্বজন পরিচালিত সাথিয়া চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর আবার টানা দুই বছর বিরতির পর তাকে ২০১৯ সালে দৃশ্যধারণ শুরু হওয়া প্রবীণ পুকাড়ন পরিচালিত মালয়ালম চলচ্চিত্র ভেল্লেপ্পাম-এ দেখা যাবে[৪] [৫]।
পুরস্কার
[সম্পাদনা]এশিয়ানেট চলচ্চিত্র পুরস্কার
- ২০০৬ - এশিয়ানেট এ্যাওয়ার্ডস ফর বেস্ট ফিমেল নিউ ফেস অব দ্য ইয়ার - নোটবুক
- ২০০৮ - বেস্ট স্টার পেয়ার এ্যাওয়ার্ড, উত্তরাসয়ম্বরাম
- ২০০৯ - বেস্ট স্টার পেয়ার এ্যাওয়ার্ড, মিন্নামিন্নিকোত্তাম, শেক্সপিয়ার এম.এ. মালয়ালম
ফিল্মফেয়ার এ্যাওয়ার্ডস সাউথ
- ২০০৬ - ফিল্ম ফেয়ার এ্যাওয়ার্ডস ফর বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস - নোটবুক
অম্রিতা ফিল্ম এ্যাওয়ার্ডস
- ২০০৬ - অম্রিতা ফিল্ম এ্যাওয়ার্ড ফর বেস্ট নিউ ট্যালেন্ট[তথ্যসূত্র প্রয়োজন]
- ২০০৯ - অম্রিতা ফিল্ম এ্যাওয়ার্ড ফর বেস্ট ক্যারেক্টার অ্যাক্ট্রেস - মিন্নামিন্নিকুত্তাম[৬]
কৈরালি টিভি - ওয়ার্ল্ড মালয়ালি কাউন্সিল ফিল্ম এ্যাওয়ার্ডস
- ২০০৯ - ইয়ুথ হিরোয়িন এ্যাওয়ার্ড[তথ্যসূত্র প্রয়োজন]
অন্যান্য পুরস্কার
- ২০০৬ - এ্যাটলাস ফিল্ম ক্রিটিকস এ্যাওয়ার্ডস ফর বেস্ট নিউকামার[তথ্যসূত্র প্রয়োজন]
- ২০০৬ - কালাকেরালাম এ্যাওয়ার্ড ফর বেস্ট নিউকামার[তথ্যসূত্র প্রয়োজন]
- ২০০৬ - তামিলনাড়ু ফিল্ম ফ্যানস অ্যাসোসিয়েশন এ্যাওয়ার্ড ফর বেস্ট এ্যাক্ট্রেস ইন মালয়ালম[তথ্যসূত্র প্রয়োজন]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]বছর | শিরোনাম | ভাষা | চরিত্র | মন্তব্য |
---|---|---|---|---|
২০০৫ | মি. ইরাবাবু | তেলুগু | পুজা | |
২০০৬ | কাদালে এন কাদালে | তামিল | কৃতিকা | |
২০০৬ | নোটবুক | মালয়ালম | সারা এলিজাবেথ | |
২০০৭ | জুলাই ৪ | মালয়ালম | শ্রীপ্রিয়া | |
২০০৭ | চকলেট | মালয়ালম | অ্যান ম্যাথিউস | |
২০০৮ | শেক্সপিয়ার এম.এ. মালয়ালম | মালয়ালম | আল্লি | |
২০০৮ | আরমানি | কন্নড় | গীতা | |
২০০৮ | মিন্নামিন্নিকুত্তাম | মালয়ালম | রোজ মেরি | |
২০০৮ | ললিপপ | মালয়ালম | জেনিফার | |
২০০৯ | কালার্স | মালয়ালম | পিংকি | |
২০০৯ | উথারাসয়ম্বরাম | মালয়ালম | উথারা | |
২০১০ | চালাকি | তেলুগু | শুব্বালাকশমি | |
২০১১ | ট্রাফিক | মালয়ালম | মরিয়ম | |
২০১১ | কাথায়িলে নায়িকা[৭] | মালয়ালম | অর্চনা | |
২০১১ | মোহাব্বাত | মালয়ালম | নিজে | অতিথি চরিত্র |
২০১১ | ১৯৯৩ বম্বে, মার্চ ১২ | মালায়লান | আবিদা | |
২০১১ | ছাপ্পা কুরিশু | মালয়ালম | অ্যান | |
২০১১ | ডাবলস | মালয়ালম | - | খন্ডাংশে অভিনয় |
২০১১ | দ্য ফিল্মস্টার | মালয়ালম | নিজে | আর্কাইভ দৃশ্য খন্ডাংশ |
২০১২ | ক্যাসানোভা | মালয়ালম | অ্যান মেরি | |
২০১২ | গ্যান্ডমাস্টার | মালয়ালম | বিনা | |
২০১২ | ফেস টু ফেস | মালয়ালম | ড. উমা | |
২০১৫ | নমস্তে বালি | মালয়ালম | আন্নামা | |
২০১৭ | সাথিয়া | মালয়ালম | রোজি | |
২০২০ | ভেল্লেপ্পাম | মালয়ালম | সারা | আসন্ন |
মিউজিক ভিডিও
[সম্পাদনা]শিরোনাম | গান | পরিচালক | সঙ্গীত | মন্তব্য |
---|---|---|---|---|
মালয়আলি | মিন্নালাজাখে | ভিনিথ শ্রীনিবাসন | জেকস বিজয় | |
বর্ন ইন কেরালা | আরেন্নিলে | অরুণ শেখর গিরেশ নায়ার সান্দিয়া শেখর |
জেকস বিজয় |
টেলিভিশন
[সম্পাদনা]- ২০১৩. সুন্দরী নিয়াম সুন্দরান নানুম (এশিয়ানেট) বিচারক হিসাবে
- ২০১৫-২০১৬ . কমেডি স্টার্স সিজন ২ (এশিয়ানেট) বিচারক হিসাবে
- ২০১৭ .লাল সালাম (অমৃতা টিভি) নৃত্যশিল্পী হিসাবে
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৯ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৯ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Vineet Sreenivasan makes directorial debut"। The Hindu। ২২ মে ২০০৭। ২৪ মে ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০০৯।
- ↑ "Roma to mark her comeback with 'Vellappam'"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ৪ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Roma makes comeback to Mollywood"। মাতৃভূমি। ৪ ডিসেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৯ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২০।