রুনা লায়লার প্লেব্যাক করা চলচ্চিত্রের তালিকা
অবয়ব
রুনা লায়লা | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্মনাম | রুনা লায়লা |
জন্ম | সিলেট, পূর্ববঙ্গ, পাকিস্তান অধিরাজ্য (বর্তমানে বাংলাদেশ) | ১৭ নভেম্বর ১৯৫২
ধরন | গজল, পপ, আধুনিক গান, চলচ্চিত্রের গান |
পেশা | সঙ্গীত শিল্পী |
বাদ্যযন্ত্র | ভোকাল |
কার্যকাল | ১৯৬৯ - বর্তমান |
লেবেল | সারেগামাপা |
রুনা লায়লা (জন্ম: ১৭ নভেম্বর, ১৯৫২[১]) একজন খ্যাতনামা বাংলাদেশী গায়িকা। তিনি বাংলাদেশে চলচ্চিত্র, পপ ও আধুনিক সঙ্গীতের জন্য বিখ্যাত।[২] তবে বাংলাদেশের বাইরে গজল গায়িকা হিসাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার সুনাম আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসাবে কাজ শুরু করেন। বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন। রুনা লায়লা বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দী, সিন্ধি, গুজরাটি, বেলুচি, পশতু, পারসিয়ান, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্পেনিশ, ফ্রেঞ্চ, ইতালীয় ও ইংরেজি ভাষাসহ মোট ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান করেছেন।[৩][৪] পাকিস্তানে তার গান দমাদম মাস্ত কালান্দার অত্যন্ত জনপ্রিয়।[৫]
চলচ্চিত্রের গান
[সম্পাদনা]বাংলা চলচ্চিত্র
[সম্পাদনা]উর্দু চলচ্চিত্র
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | সঙ্গীত পরিচালক | গীতিকার | গান | টীকা |
---|---|---|---|---|---|
১৯৬৫ | জুগনু | ইনায়েত হোসেন, মঞ্জুর আশরাফ | গুড়িয়া সি মুন্নি মেরি | প্রথম প্লেব্যাক করা চলচ্চিত্র | |
১৯৬৬ | হাম দোনো | নাশাদ | "উনকি নাজরো সে মোহাব্বাত কা" | প্রথম প্লেব্যাক করা চলচ্চিত্র | |
১৯৬৭ | রিশতা হ্যায় পেয়ার কা | "মাসুম সা চেহরা হ্যায়" | |||
১৯৬৮ | কমান্ডার | মাস্টার আবদুল্লাহ | মুশির কাজমি | "ফুল মেহকে হ্যায়" | |
১৯৬৯ | আন্দালিব | নিসার বাজমী | মাশরুর আনোয়ার | "তেরে জুটে ওয়াদে পে" | |
সালগিরাহ | নাশাদ | শেভান রিজভী | "লাজ্জাত-এ-সউজে জিগার" | ||
দিয়া অউর তুফান | কামাল আহমাদ | সাঈদ খান রঙ্গিলা | |||
ইয়ামলা জাত | |||||
১৯৭০ | নসীব আপনা আপনা | লাল মহম্মদ ইকবাল | মাশরুর আনোয়ার | "মিলি গুল কো খুসবু" | |
আঞ্জুমান | নিসার বাজমী | মাশরুর আনোয়ার | "হোয়ে হোয়ে দিল ধারকে" "ইঝহার ভি মুস্কিল হ্যায়" |
||
১৯৭১ | দিল অউর দুনিয়া | কামাল আহমাদ | সাঈদ গিলানি | "চাম্পা অউর চাম্বেলি" | |
ইয়ে আমান | এ হামিদ | হাবিব জালিব | |||
১৯৭২ | জেলদার | গোলাম আহমেদ চিশতী | খাজা পারভেজ | "দু দিল এক দুজে" | |
উমরাও জান আদা | নিসার বাজমী | "কাটে না কাটে রাত্তিয়া" | |||
এহশাস | রবিন ঘোষ | "হামে খো কার বহুত পচতাওগে" | |||
মান কি জিত | এম আশরাফ | "দিনওয়া দিনওয়া মে গিনু" "ও মেরা বাবু চেইল চেবিলা" |
|||
১৯৭৩ | আনমোল | নিসার বাজমী | মাশরুর আনোয়ার | "মেরা মান লেহরায়া পেহলি বার" "তাখতি পার তাখতি" |
|
নাদান | লাল মহম্মদ ইকবাল | সেবা আখতার, তসলিম ফজলী ও দুখী প্রেমনগরী | |||
১৯৭৫ | দিলরুবা | এম আশরাফ | "ছানাক গায়ি পায়েল" |
হিন্দী চলচ্চিত্র
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | সঙ্গীত পরিচালক | গীতিকার | গান | টীকা |
---|---|---|---|---|---|
১৯৭৬ | এক সে বারকার এক | কল্যাণজি ভিরজি শাহ, আনন্দজি ভিরজি শাহ | ভারমা মালিক | ||
১৯৭৭ | ঘারাওন্দা | গুলজার, নাকশ লালপুরি | "মুঝে পেয়ার তুমসে নেহি হ্যায়" "তুমহি হো না হো" "দু দিওয়ানে শেহের মে" |
||
১৯৭৯ | জান-এ-বাহার | বাপ্পি লাহিড়ী | "মার গায়ি রসগল্লা খিলাই কে" | ||
১৯৮৪ | ইয়াদগার | বাপ্পি লাহিড়ী | অঞ্জন | "আও ইয়ে দিলওয়ালো আও" | |
১৯৮৫ | ঘর দুয়ার | "ও মেরা বাবু চেইল চেবিলা" | |||
১৯৯০ | অগ্নিপথ | লক্ষীকান্ত-পেয়ারেলাল | "আলী বাবা মিল গ্যায়া চল্লিশ চোরো সে" | ||
১৯৯১ | স্বপ্ন কা মন্দির | লক্ষীকান্ত-পেয়ারেলাল | "ম্যা কালি আনার কি" |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ মিঠু হালদার (১৭ নভেম্বর ২০১৫)। "শুভ জন্মদিন রুনা লায়লা..."। প্রিয় নিউজ। ২২ ড���সেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬।
- ↑ স্নেহাশীষ ঘোষ (৬ জানুয়ারি ২০১৬)। "কেউ কারও জায়গা পূরণ করতে পারে না: রুনা লায়লা"। প্রিয় নিউজ। ১৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬।
- ↑ "পুরনো গানগুলো সংরক্ষণ করছেন রুনা লায়লা"। প্রিয় নিউজ। ১১ জানুয়ারি ২০১৪। ১৫ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬।
- ↑ "নিজের গাওয়া সব গান সংরক্ষণ করছেন রুনা লায়লা"। প্রিয় নিউজ। ১৪ জানুয়ারি ২০১৪। ২০ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬।
- ↑ "Runa Laila Casts a Magic Spell"। ২৮ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬।
- ↑ "এক গানে দুই কিংবদন্তি"। প্রিয় নিউজ। ২২ জুলাই ২০১৪। ২৫ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬।
- ↑ "অনুদান কমিটিতে 'হরিজন'"। প্রিয় নিউজ। ১৮ এপ্রিল ২০১৩। ১০ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬।
- ↑ "মহুয়া সুন্দরীর আইটেম গানে রুনা লায়লা"। প্রিয় নিউজ। ২ নভেম্বর ২০১৫। ৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬।
- ↑ স্নেহাশীষ ঘোষ (৭ জানুয়ারি ২০১৬)। "জাজ মাল্টিমিডিয়ার চলচ্চিত্রে গান গাইলেন রুনা লায়লা"। প্রিয় নিউজ। ১২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬।
- ↑ "আবারো সৈয়দ হকের কথায় ছবির গানে রুনা লায়লা"। গজারিয়া নিউজ। ২২ ফেব্রুয়ারি ২০১৬। ১৯ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬।
- ↑ স্নেহাশীষ ঘোষ (৫ জানুয়ারি ২০১৬)। "যেভাবে রেকর্ডিং হল রুনা লায়লা ও ইমরানের নতুন গান"। প্রিয় নিউজ। ১৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬।