রিপ টর্ন
রিপ টর্ন | |
---|---|
Rip Torn | |
জন্ম | এলমোর রুয়াল টর্ন জুনিয়র ৬ ফেব্রুয়ারি ১৯৩১ টেম্পল, টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ৯ জুলাই ২০১৯ | (বয়স ৮৮)
পেশা | অভিনেতা, কৌতুকাভিনেতা |
কর্মজীবন | ১৯৫৫-২০১২; ২০১৬ |
দাম্পত্য সঙ্গী | অ্যান ওয়েজওয়ার্থ (বি. ১৯৫৫; বিচ্ছেদ. ১৯৬১) জেরাল্ডিন পেজ (বি. ১৯৬৩; মৃ. ১৯৮৭) অ্যামি রাইট (বি. ১৯৮৯) |
সন্তান | ৬ |
আত্মীয় | সিসি স্পেসেক (মামাতো বোন) |
রিপ টর্ন নামে পরিচিত এলমোর রুয়াল টর্ন জুনিয়র (ইংরেজি: Elmore Rual Torn Jr.; জন্ম: ৬ ফেব্রুয়ারি ১৯৩১)[১] হলেন একজন মার্কিন অভিনেতা ও কৌতুকাভিনেতা। তিনি ক্রস ক্রিক (১৯৮৪) ছবিতে মার্শ টার্নার চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি দ্য ল্যারি স্যান্ডার্স শো-এ আর্টি চরিত্রে কাজ করে ছয়টি এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং তন্মধ্যে ১৯৯৬ সালে একটি পুরস্কার জিতেন। এছাড়া টর্ন এই কাজের জন্য একটি আমেরিকান কমেডি পুরস্কার ও দুটি ক্যাবলএইস পুরস্কার লাভ করেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]টর্ন ১৯৩১ সালের ৬ই ফেব্রুয়ারি টেক্সাসের টেম্পলে জন্মগ্রহণ করেন। তার পিতা এলমোর রুয়াল "টাইগার" টর্ন সিনিয়র (১৯০৬-১৯৭১) এবং মাতা থেলমা ম্যারি থর্ন (জন্মনাম: স্পেসেক)। এলমোর সিনিয়র একজন কৃষিবিদ ও অর্থনীতিবিদ।[২][৩] থেলমা অভিনেত্রী সিসি স্পেসেকের ফুফু, ফলে স্পেসেক তার মামাতো বোন। টর্ন পরিবারের পূর্বপুরুষগণ ছিলেন জার্মান, অস্ট্রীয় ও চেক/মোরাভীয়।[৪] তার ডাকনাম "রিপ" হল টর্ন পরিবারের ঐতিহ্য।
টর্ন ১৯৪৮ সালে টেক্সাসের টেলর হাই স্কুল থেকে পাস করেন এবং পরে অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যাল থেকে স্নাতক সম্পন্ন করেন।[৫] তিনি টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি কর্পস অব ক্যাডেটের সদস্য ছিলেন।
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]পুরস্কার | বছর | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল |
---|---|---|---|---|
একাডেমি পুরস্কার | ১৯৮৪ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | ক্রস ক্রিক | মনোনীত |
প্রাইমটাইম এমি পুরস্কার | ১৯৮৫ | সীমিত ধারাবাহিক বা বিশেষ অনুষ্ঠানে সেরা পার্শ্ব অভিনেতা | দ্য আটলান্টা চাইল্ড মার্ডারস | মনোনীত |
১৯৯৩ | হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেতা | দ্য ল্যারি স্যান্ডার্স শো | মনোনীত | |
১৯৯৪ | মনোনীত | |||
১৯৯৫ | মনোনীত | |||
১৯৯৬ | বিজয়ী | |||
১৯৯৬ | হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অতিথি অভিনেতা | শিকাগো হোপ | মনোনীত | |
১৯৯৭ | হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেতা | দ্য ল্যারি স্যান্ডার্স শো | মনোনীত | |
১৯৯৮ | মনোনীত | |||
২০০৮ | হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অতিথি অভিনেতা | থার্টি রক | মনোনীত | |
স্যাটেলাইট পুরস্কার | ১৯৯৭ | হাস্যরসাত্মক বা সঙ্গীতধর্মী ধারাবাহিকে সেরা অভিনেতা | দ্য ল্যারি স্যান্ডার্স শো | মনোনীত |
১৯৯৮ | হাস্যরসাত্মক বা সঙ্গীতধর্মী চলচ্চিত্র সেরা পার্শ্ব অভিনেতা | মেন ইন ব্ল্যাক | মনোনীত |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Rip Torn Biography (1931-)"। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Elmore R. Torn Dies; Agriculturist, 64"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। ৫ এপ্রিল ১৯৭১। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Pass theBlack-eyed Peas, Please"। টেক্সাস কো-পাওয়ার ম্যাগাজিন (ইংরেজি ভাষায়)। ১১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ ব্যাটল, রবার্ট। "Ancestry of Rip Torn"। wargs.com। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Rip Torn"। টেক্সাস মান্থলি (ইংরেজি ভাষায়)। ১ জুন ১৯৯৯। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজে রিপ টর্ন (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে রিপ টর্ন (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে রিপ টর্ন (ইংরেজি)
- ১৯৩১-এ জন্ম
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ২০শ শতাব্দীর মার্কিন কৌতুকাভিনেতা
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ২১শ শতাব্দীর মার্কিন কৌতুকাভিনেতা
- অস্ট্রীয় বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- চেক বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- জার্মান বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- টেক্সাসের অভিনেতা
- টেক্সাসের চলচ্চিত্র পরিচালক
- মার্কিন কৌতুকাভিনেতা
- মার্কিন কণ্ঠাভিনেতা
- মার্কিন চলচ্চিত্র অভিনেতা
- মার্কিন টেলিভিশন অভিনেতা
- মার্কিন মঞ্চ অভিনেতা
- প্রাইমটাইম এমি পুরস্কার বিজয়ী
- মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তা
- অ্যাক্টর্স স্টুডিওর অভিনয়শিল্পী
- হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার বিজয়ী
- ২০১৯-এ মৃত্যু
- আলঝেইমার রোগ থেকে মৃত্যু
- নিউ ইয়র্ক শহরের অভিনেতা
- টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী