বিষয়বস্তুতে চলুন

রিপ টর্ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিপ টর্ন
Rip Torn
জন্ম
এলমোর রুয়াল টর্ন জুনিয়র

(১৯৩১-০২-০৬)৬ ফেব্রুয়ারি ১৯৩১
মৃত্যু৯ জুলাই ২০১৯(2019-07-09) (বয়স ৮৮)
পেশাঅভিনেতা, কৌতুকাভিনেতা
কর্মজীবন১৯৫৫-২০১২; ২০১৬
দাম্পত্য সঙ্গীঅ্যান ওয়েজওয়ার্থ
(বি. ১৯৫৫; বিচ্ছেদ. ১৯৬১)

জেরাল্ডিন পেজ
(বি. ১৯৬৩; মৃ. ১৯৮৭)

অ্যামি রাইট (বি. ১৯৮৯)
সন্তান
আত্মীয়সিসি স্পেসেক (মামাতো বোন)

রিপ টর্ন নামে পরিচিত এলমোর রুয়াল টর্ন জুনিয়র (ইংরেজি: Elmore Rual Torn Jr.; জন্ম: ৬ ফেব্রুয়ারি ১৯৩১)[] হলেন একজন মার্কিন অভিনেতা ও কৌতুকাভিনেতা। তিনি ক্রস ক্রিক (১৯৮৪) ছবিতে মার্শ টার্নার চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি দ্য ল্যারি স্যান্ডার্স শো-এ আর্টি চরিত্রে কাজ করে ছয়টি এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং তন্মধ্যে ১৯৯৬ সালে একটি পুরস্কার জিতেন। এছাড়া টর্ন এই কাজের জন্য একটি আমেরিকান কমেডি পুরস্কার ও দুটি ক্যাবলএইস পুরস্কার লাভ করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

টর্ন ১৯৩১ সালের ৬ই ফেব্রুয়ারি টেক্সাসের টেম্পলে জন্মগ্রহণ করেন। তার পিতা এলমোর রুয়াল "টাইগার" টর্ন সিনিয়র (১৯০৬-১৯৭১) এবং মাতা থেলমা ম্যারি থর্ন (জন্মনাম: স্পেসেক)। এলমোর সিনিয়র একজন কৃষিবিদ ও অর্থনীতিবিদ।[][] থেলমা অভিনেত্রী সিসি স্পেসেকের ফুফু, ফলে স্পেসেক তার মামাতো বোন। টর্ন পরিবারের পূর্বপুরুষগণ ছিলেন জার্মান, অস্ট্রীয় ও চেক/মোরাভীয়।[] তার ডাকনাম "রিপ" হল টর্ন পরিবারের ঐতিহ্য।

টর্ন ১৯৪৮ সালে টেক্সাসের টেলর হাই স্কুল থেকে পাস করেন এবং পরে অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যাল থেকে স্নাতক সম্পন্ন করেন।[] তিনি টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি কর্পস অব ক্যাডেটের সদস্য ছিলেন।

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
পুরস্কার বছর বিভাগ মনোনীত কর্ম ফলাফল
একাডেমি পুরস্কার ১৯৮৪ শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ক্রস ক্রিক মনোনীত
প্রাইমটাইম এমি পুরস্কার ১৯৮৫ সীমিত ধারাবাহিক বা বিশেষ অনুষ্ঠানে সেরা পার্শ্ব অভিনেতা দ্য আটলান্টা চাইল্ড মার্ডারস মনোনীত
১৯৯৩ হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেতা দ্য ল্যারি স্যান্ডার্স শো মনোনীত
১৯৯৪ মনোনীত
১৯৯৫ মনোনীত
১৯৯৬ বিজয়ী
১৯৯৬ হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অতিথি অভিনেতা শিকাগো হোপ মনোনীত
১৯৯৭ হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেতা দ্য ল্যারি স্যান্ডার্স শো মনোনীত
১৯৯৮ মনোনীত
২০০৮ হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অতিথি অভিনেতা থার্টি রক মনোনীত
স্যাটেলাইট পুরস্কার ১৯৯৭ হাস্যরসাত্মক বা সঙ্গীতধর্মী ধারাবাহিকে সেরা অভিনেতা দ্য ল্যারি স্যান্ডার্স শো মনোনীত
১৯৯৮ হাস্যরসাত্মক বা সঙ্গীতধর্মী চলচ্চিত্র সেরা পার্শ্ব অভিনেতা মেন ইন ব্ল্যাক মনোনীত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Rip Torn Biography (1931-)"ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. "Elmore R. Torn Dies; Agriculturist, 64"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। ৫ এপ্রিল ১৯৭১। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৯ 
  3. "Pass theBlack-eyed Peas, Please"টেক্সাস কো-পাওয়ার ম্যাগাজিন (ইংরেজি ভাষায়)। ১১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৯ 
  4. ব্যাটল, রবার্ট। "Ancestry of Rip Torn"wargs.com। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৯ 
  5. "Rip Torn"টেক্সাস মান্থলি (ইংরেজি ভাষায়)। ১ জুন ১৯৯৯। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]