রমজান মিয়া জামে মসজিদ
অবয়ব
রমজান মিয়া জামে মসজিদ | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
শাখা/ঐতিহ্য | সুন্নি |
নেতৃত্ব | খাজা মইনুদ্দিন চৌধুরী |
পবিত্রীকৃত বছর | ১৭৭০ |
অবস্থা | সক্রিয় |
অবস্থান | |
অবস্থান | কবিরহাট, নোয়াখালী জেলা, বাংলাদেশ |
স্থাপত্য | |
স্থপতি | রমজান মিয়া |
ধরন | মসজিদ |
স্থাপত্য শৈলী | ইসলামী স্থাপত্য |
প্রতিষ্ঠার তারিখ | ১৭৭০ |
ভূমি খনন | ১৭৭০ |
সম্পূর্ণ হয় | ১৭৭০ |
বিনির্দেশ | |
ধারণক্ষমতা | ৬০০ |
উপাদানসমূহ | ইট |
রমজান মিয়া জামে মসজিদ, স্থানীয়দের কাছে চৌধুরী মসজিদ নামেও পরিচিত, চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় অবস্থিত একটি মসজিদ। ধারণা করা হয় এ মসজিদটি আনুমানিক ৩০০ বছরের পুরোনো।
অবস্থান
[সম্পাদনা]এ মসজিদটি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ৭নং বাটইয়া ইউনিয়নে অবস্থিত।[১]
ইতিহাস
[সম্পাদনা]রমজান মিয়া জামে মসজিদ মোঘল আমলের মুসলিম স্থাপত্য শিল্পের এক বিরাট নিদর্শন। ধারণা করা হয় এটি আনুমানিক ৩০০ বছরের পুরোনো। মসজিদটিতে তিনটি গম্বুজ রয়েছে যেগুলা বিভিন্ন কারুকাজে মণ্ডিত। কিন্তু কারুকাজগুলো যত্নের অভাবে এখন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।[২] এই তিন গম্বুজের মসজিদের প্রতিষ্ঠাতাদের নাম ছিলো শায়খ নূরুল্লাহ চৌধুরী ও শায়খ মুজীর আলী চৌধুরী। বর্তমান সভাপতি খাজা মঈনুদ্দীন চৌধুরী তাদের বংশধর।[৩]
চিত্রশালা
[সম্পাদনা]-
জামে মসজিদের উপরের অংশ
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মসজিদের অবস্থান"। ৭ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৭।
- ↑ "কবিরহাটে ৩০০ বছরের পুরোনো মসজিদ"। ১৮ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৭।
- ↑ গোলাম মুহিউদ্দিন নসু (৫ ডিসে ২০১৬)। "রমজান মিয়া জামে মসজিদ"। দক্ষিণ নোয়াখালী: দৈনিক সমকাল। ৮ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২০।