বিষয়বস্তুতে চলুন

রবীনা ট্যান্ডন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রবীনা ট্যান্ডন
২০২২ খ্রিস্টাব্দে রবীনা টেন্ডন
জন্ম২৬ অক্টোবর ১৯৭২[১]
মুম্বই, মহারাষ্ট্র, ভারত
পেশাঅভিনেত্রী, প্রযোজক, টিভি উপস্থাপিকা
কর্মজীবন১৯৯১–২০০৬, ২০১১–বর্তমান
দাম্পত্য সঙ্গীঅনিল ট্যান্ডানি (২০০৪-বর্তমান)
সন্তান
আত্মীয়রবী টেন্ডন (পিতা)
রাজিব টেন্ডন (ভাই)
কিরণ রাঠোর (চাচাতো বোন)

রবীনা ট্যান্ডন (জন্ম: ২৬ অক্টোবর ১৯৭২) একজন ভারতীয় অভিনেত্রী, প্রযোজক, এবং প্রাক্তন মডেল। তিনি প্রাথমিকভাবে বলিউড চলচ্চিত্রে কাজ করেছেন, যদিও তিনি কয়েকটি তেলুগু, তামিল, কন্নড়বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেন। ২০২৩ সালে তিনি পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। []

রবীনা ট্যান্ডন তার অভিনয় জীবন শুরু করেন পাত্থর কে ফুল (১৯৯১) দিয়ে, এবং এই অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। ১৯৯০-এর দশকে তিনি বেশ কয়েকটি বাণিজ্যিক ভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেন - যার মধ্যে দিলওয়ালে (১৯৯৪), মোহরা (১৯৯৪), খিলাড়িওঁ কা খিলাড়ি (১৯৯৬) এবং জিদ্দী (১৯৯৭) অন্যতম।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ট্যান্ডন ১৯৭২ সালের ২৬শে অক্টোবর বোম্বে (বর্তমান মুম্বই) শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা রবি ট্যান্ডন ও মাতা বীণা ট্যান্ডন। তিনি জুহুর জম্নাবাঈ নার্সি স্কুল ও মিথিবাঈ কলেজে পড়াশোনা করেন। তিনি এই কলেজে স্নাতক প্রথম ও দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করেন, কিন্তু পরে অভিনয় শুরু করার পর তিনি আর স্নাতক সম্পন্ন করতে পারেননি। জেনেসিস পিআরে ইন্টার্ন থাকাকালীন তিনি তার প্রথম চলচ্চিত্রের প্রস্তাব পান এবং তিনি তা গ্রহণ করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

রবীনা ট্যান্ডনের পাত্থর কে ফুল (১৯৯১) দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। ছবিটি বক্স অফিসে হিট হয়[] এবং এই অভিনয়ের জন্য তিনি লাক্স বর্ষসেরা নতুন মুখ হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। পরের বছর তার অভিনীত মোহরা, দিলওয়ালে, ও লাডলা চলচ্চিত্রগুলো বক্স অফিসে হিট হয়। তৃতীয় চলচ্চিত্রটির জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। মোহরালাডলা যথাক্রমে ১৯৯৪ সালের দ্বিতীয় ও সপ্তম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র।[] এই বছরে তার অভিনীত অন্য চলচ্চিত্রগুলো হল লোমহর্ষক ইমতিহান এবং কাল্ট হাস্যরসাত্মক আন্দাজ আপনা আপনা। ১৯৯৫ সালে শাহরুখ খানের বিপরীতে তার অভিনীত জমানা দিওয়ানা বক্স অফিসে ব্যর্থ হয়।[]

খিলাড়িওঁ কা খিলাড়ি (১৯৯৬) এবং জিদ্দী (১৯৯৭) চলচ্চিত্র দিয়ে তিনি পুনরায় সফলতা অর্জন করেন। দুটি ছবিই স্ব স্ব বছরে ব্যবসাসফল হয়।[][] তিনি ১৯৯৭ সালে গোলাম-ই-মুস্তাফা চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য প্রশংসিত হন এবং ছবিটিও ব্যবসাসফল হয়। ১৯৯৮ সালে ট্যান্ডন অভিনীত আটটি চলচ্চিত্র মুক্তি পায়। অমিতাভ বচ্চনগোবিন্দের সাথে তার অভিনীত বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ছবিটি সেই বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল।[] ট্যান্ডন ১৯৯৮ সালের সর্বোচ্চ আয়কারী কুচ কুচ হোতা হ্যায় চলচ্চিত্রে দ্বিতীয় মুখ্য অভিনেত্রী চরিত্রে কাজের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু তিনি কাজটি ফিরিয়ে দেন।[] এই বছরে তার অন্যান্য চলচ্চিত্রের মধ্যে ঘরওয়ালি বাহারওয়ালি গড়পড়তার নিচে ব্যবসা করে এবং বিনাশক, পরদেশি বাবুআন্টি নাম্বার ওয়ান বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়।[]

১৯৯৯ সালে ট্যান্ডন উপেন্দ্রর বিপরীতে কন্নড় ভাষার মনস্তাত্ত্বিক লোমহর্ষক চলচ্চিত্র উপেন্দ্র-এ অভিনয় করেন।[১০] একই বছর তিনি গোবিন্দর বিপরীতে বক্স অফিসে সুপারহিট আনাড়ি নাম্বার ওয়ান-এ অভিনয় করেন এবং শূল চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য প্রশংসিত হন।

২০০০-এর দশকে ট্যান্ডন আরও পেশাদার হয়ে ওঠেন এবং আর্ট ফিল্ম পরিচালক ও বাস্তবতাবাদী চলচ্চিত্রে কাজ শুরু করেন। তিনি এই সময়ে বুলন্দি (২০০০) ও অক্ষ (২০০১) চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন। রাকেশ ওমপ্রকাশ মেহরার অক্ষ চলচ্চিত্রে অভিনয় করে তিনি ফিল্মফেয়ার বিশেষ পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেন।[১১]

২০০১ সালে তিনি কল্পনা লাজমি পরিচালিত নাট্যধর্মী দমন ছবিতে একজন নির্যাতনকারী স্বামী আঘাতে জর্জরিত স্ত্রী চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[১২] সমালোচক ও দর্শক এই চলচ্চিত্রে তার কাজে বিস্মিত হন এবং তার এই কাজের প্রশংসা করেন। সমালোচক তরণ আদর্শ বলেন, "রবীনা ট্যান্ডন একজন আঘাতে জর্জরিত স্ত্রীর ভূমিকার বিশ্বাসযোগ্য চিত্রায়ন দেখিয়েছেন এবং সম্মানের সাথে তা করে গেছেন। তিনি তার অঙ্গভঙ্গির মধ্য দিয়ে যে করুণ রস প্রদর্শন করেছেন তা আপনাকে বুঝাতে সক্ষম হবে যে তিনি একজন যথাসর্বস্ব অভিনয়শিল্পী।"[১৩]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]
২০১৮ সালে দশেরায় দুই কন্যার সাথে রবীনা।

ট্যান্ডন একক মাতা হিসেবে ১৯৯৫ সালে পূজা ও ছায়া নামে যথাক্রমে ১১ ও ৮ বছর বয়সী দুটি মেয়েকে দত্তক নেন। তারা দুজন রবীনার সাথে ২০০২ সালে ফারুক শেখের সঞ্চালনায় জি টিভির জিনা ইসি কা নাম হ্যায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন।[১৪]

স্টাম্পড (২০০৩) চলচ্চিত্রের নির্মাণকালে তিনি চলচ্চিত্র পরিবেশক অলিন তান্ডানির সাথে প্রেমের সম্পর্কে জড়ান। ২০০৩ সালের নভেম্বরে তাদের বাগদানের ঘোষণা দেওয়া হয় এবং ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্তানের উদয়পুরের জগ মন্দির প্রসাদে পাঞ্জাবি রীতি অনুযায়ী তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।[১৫] ২০০৫ সালের ১৬ মার্চ ট্যান্ডের প্রথম কন্যা রাশার জন্ম হয়। দুই বছর পরে ২০০৮ সালের ১২ জুলাই তাদের পুত্র রণবীর বর্ধনের জন্ম হয়।[১৪]

পুরস্কার এবং মনোনয়ন

[সম্পাদনা]
পুরস্কার এবং মনোনয়ন তালিকা
বছর চলচ্চিত্র পুরস্কার বিষয়শ্রেণী ফলাফল
১৯৯২ পাত্থর কে ফুল ফিল্মফেয়ার পুরস্কার লাক্স নতুন মুখ বিজয়ী
১৯৯৪ লাডলা ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী মনোনীত
২০০২ দমন: আ ভিকটিম অব ম্যারিটাল ভায়োলেন্স জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী বিজয়ী
২০০২ অক্ষ ফিল্মফেয়ার পুরস্কার বিশেষ পুরস্কার বিজয়ী
২০০২ অক্ষ Screen Awards শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিজয়ী
২০০২ অক্ষ বলিউড মুভি পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিজয়ী
২০০২ অক্ষ বলিউড মুভি পুরস্কার শ্রেষ্ঠ নারী সমালোচক পুরস্কার বিজয়ী
২০০২ অক্ষ বাঙলা সিনেমা সাঙবাদিক এসোসিয়েশন এওয়ার্ড শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিজয়ী'[১৬]
২০০২ অক্ষ অবধ সম্মান উত্তর প্রদেশ সরকার বিজয়ী
২০০২ সত্য স্ক্রিন পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী মনোনীত
2022 Filmfare OTT Awards Best Actress (Drama Series) Aranyak বিজয়ী
Indian Film Festival of Melbourne Best Actress in a Series মনোনীত
Indian Television Academy Awards Scroll of Honour বিজয়ী
Lokmat Stylish Awards Most Stylish Timeless Icon বিজয়ী
2023 Padma Shri Contribution in the field of arts বিজয়ী
Bollywood Hungama Style Icons Most Stylish Eternal Diva বিজয়ী

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]

চলচ্চিত্র

[সম্পাদনা]
বছর শিরোনাম চরিত্র টীকা
১৯৯২ পাত্থর কে ফুল কিরন ফিল্মফেয়ার লাক্স নিউ ফেস এওয়ারড
১৯৯২ পরম্পরা বিজয়া
১৯৯৩ জিনা মরনা তেরে সংগ
১৯৯৩ এক হি রাস্তা প্রিয়া চৌধুরি
১৯৯৩ রথ সারথি তেলুগু চলচ্চিত্র
১৯৯৩ দিব্য শক্তি প্রিয়া
১৯৯৩ ক্ষত্রিয় নিলিমা
১৯৯৩ পহেলা নেশা অভন্তিকা
১৯৯৩ বাঙ্গাড়ু বুলুদু প্রিয়া তেলুগু চলচ্চিত্র
১৯৯৪ জামানে সে ক্যায় ডরনা
১৯৯৪ লাডলা কাজল নোমিনেশন — ফিল্মফেয়ার এওয়ারড ফর বেস্ট সাপোরটিং এক্ট্রেস
১৯৯৪ ইনসানিয়াত সালমা
১৯৯৪ দিলওয়ালে সপ্না
১৯৯৪ অতীশ নিশা
১৯৯৪ আন্দাজ আপনা আপনা কারিশমা / রবিনা
১৯৯৪ মোহরা রোমা
১৯৯৪ ইমতিহান প্রীতি
১৯৯৪ ম্যায় খিলাড়ি তু আনাড়ি রবীনা বিশেষ চরিত্র
১৯৯৪ সাধু Selvi Tamil film
১৯৯৫ জমানা দিওয়ানা প্রিয়া মালহোত্রা
১৯৯৫ সাজন কি বাহু মে স্বপ্ন নারাঙ
১৯৯৬ রক্ষক Special appearance in song "Shahar Ki Ladki"
১৯৯৬ এক আনাড়ি দো খিলাড়ি প্রিয়া রাও
১৯৯৬ বিজেতা বিজয়া
১৯৯৬ খিলাড়িওঁ কা খিলাড়ি প্রিয়া
১৯৯৭ গুলাম এ মুস্তাফা কবিতা
১৯৯৭ দশ Nasheman (Terrorist) অসমাপ্ত সিনেমা
১৯৯৭ জিদ্দি জয়া
১৯৯৭ দাবা সাইমা
১৯৯৮ ঘরওয়ালি বাহারওয়ালি কাজল
১৯৯৮ বিনাশক কাজল অগ্নিহোত্রী
1998 কীমত – দে আর ব্যাক সর্মিলী
১৯৯৮ সালাখেঁ নেজা জি রাও
১৯৯৮ Aunty No. 1 সন্ধ্যা
১৯৯৮ Dulhe Raja কিরণ সাঙহানিয়া
১৯৯৮ Barood নেহা
১৯৯৮ Bade Miyan Chote Miyan সাইমা
১৯৯৮ Pardesi Babu করুণা
১৯৯৯ Shool মঞ্জরী সিঙ
১৯৯৯ Gair মধু
১৯৯৯ Rajaji পায়েল
১৯৯৯ Jai Hind গুলনাহার
১৯৯৯ Anari No.1 স্বপ্না
১৯৯৯ Upendra কীর্তি Kannada film
২০০০ Tune Mera Del Le Liyaa
২০০০ Anjaane Though she appeared in this movie first, Patthar Ke Phool is considered as debut.
২০০০ Bulandi মিনা
২০০০ Jung নাইনা
২০০০ Kahin Pyaar Na Ho Jaaye নিশা
২০০০ খউফ বিশেষ চরিত্র
২০০০ Ghaath বিশেষ চরিত্র
২০০১ Daman: A Victim of Marital Violence দুর্গা National Film Award for Best Actress
২০০১ Aks নিতা Filmfare Special Performance Award
২০০১ Akasa Veedhilo ইন্দু Telugu film
২০০১ আলাভান্দান তেজাসিনি তামিল চলচ্চিত্র
ডাব হয়েছে তেলুগু এবং হিন্দি অভয় নামে
২০০১ Officer মিনাল প্যাটেল/ নমিতা শর্মা
২০০২ Agni Varsha ভিশাখা
২০০২ Akhiyon Se Goli Maare কিরণ
২০০২ Waah! Tera Kya Kehna সালমা খান
২০০২ Soch প্রীতি সরদেশাই
২০০৩ Ek Hindustani
২০০৩ Satta অনুরাধা সিঙগল
২০০৩ Pran Jaye Par Shaan Na Jaye লক্ষী রাথোড
২০০৩ Stumped রিমা শেঠ
২০০৩ Qayamat: City Under Threat মমতা
২০০৩ এলওসি কারগিল রাম্পালস ওয়াইফ
২০০৪ জাগো শ্বেতা
২০০৪ ইয়ে লমহে জুদাই কে জয়া
২০০৪ Police Force: An Inside Story রোমা
২০০৪ Aan: Men at Work রোশনি ভর্মা
২০০৪ Dobara রিয়া
২০০৪ Ek Se Badhkar Ek কাঞ্চন ডিলন
২০০৫ Pehchaan: The Face of Truth এডভোকেট মৃদুলা এন খান্না
২০০৬ Sandwich নিশা এস সিঙ
২০১১ Laboratory সোহিনী Bengali film
২০১১ আপ কে লিয়ে হাম
২০১১ বুঢঢা... হোগা তেরা বাপ[১৭][১৮] কামিনি
২০১২ সভনা ৭ নাইটস সভনা
২০১৪ পান্ডাভুলু ঠামেডা সত্য তেলুগু চলচ্চিত্র
২০১৫ বম্বে ভেলভেট কামিও

টেলিভিশন

[সম্পাদনা]
বছর শিরোনাম চরিত্র চ্যানেল
২০০৮ চাক দে বাচ্চে জজ নাইনএক্স
২০১১ কমেডি কা মহা মুকাবলা জজ স্টার প্লাস
২০১২ ইট'স মাই লাইফ হোস্ট এনডিটিভি

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Pratidin, Bangladesh (২০২৩-০১-২৬)। "পদ্মশ্রী পুরস্কার পেলেন রাভিনা ট্যান্ডন"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২৬ 
  2. "Raveena Tandon:I am like a dog, faithful and loyal"রেডিফ। ২৫ জুন ২০০৪। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯ 
  3. "1991 box office report"। ৬ ডিসেম্বর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯ 
  4. "1994 box office report"। ২৯ জুন ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯ 
  5. "1995 box office report"। ২৫ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯ 
  6. "KKK: A Hit"। ২৭ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯ 
  7. "Ziddi: A Hit"1997 box office chart। ২৪ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯ 
  8. "1998 box office chart"। ২ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯ 
  9. "KKHH"। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯ 
  10. "Upendra 1999 film"। ওয়ান ইন্ডিয়া। ২৫ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯ 
  11. "Raveena wins Special Performance award"দ্য টাইমস অব ইন্ডিয়া। ৯ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯ 
  12. "Raveena wins National Film Award"বিবিসি নিউজ। ২৮ মার্চ ২০০১। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯ 
  13. আদর্শ, তরণ। "Raveena steals the show"বলিউড হাঙ্গামা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯ 
  14. পার্কার, শাহীন (২৪ মে ২০১১)। "Raveena Tandon: The Wedding planner"মিড ডে। ২ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯ 
  15. "Raveena's wedding will now be a movie"রেডিফ। ২৫ ফেব্রুয়ারি ২০০৪। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯ 
  16. "69th & 70th Annual Hero Honda BFJA Awards 2007"। Bfjaawards.com। ২৭ ডিসেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০০৮ 
  17. "Charmme to romance Amitabh Bachchan"Times of India (ইংরেজি ভাষায়)। ৫ মার্চ ২০১১। ৪ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১১ 
  18. "Bbuddah... unit are raving about Raveena"Mid Day (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]