বিষয়বস্তুতে চলুন

রতনপুর ইউনিয়ন, নবীনগর

স্থানাঙ্ক: ২৩°৪৭′৭.৩১০″ উত্তর ৯০°৫৪′৩৫.৩৭৭″ পূর্ব / ২৩.৭৮৫৩৬৩৮৯° উত্তর ৯০.৯০৯৮২৬৯৪° পূর্ব / 23.78536389; 90.90982694
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রতনপুর
ইউনিয়ন
২১নং রতনপুর ইউনিয়ন পরিষদ
রতনপুর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
রতনপুর
রতনপুর
রতনপুর বাংলাদেশ-এ অবস্থিত
রতনপুর
রতনপুর
বাংলাদেশে রতনপুর ইউনিয়ন, নবীনগরের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪৭′৭.৩১০″ উত্তর ৯০°৫৪′৩৫.৩৭৭″ পূর্ব / ২৩.৭৮৫৩৬৩৮৯° উত্তর ৯০.৯০৯৮২৬৯৪° পূর্ব / 23.78536389; 90.90982694 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাব্রাহ্মণবাড়িয়া জেলা
উপজেলানবীনগর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানগোলাম মুস্তফা ভিপি মারুফ
আয়তন
 • মোট২৫.৪৬ বর্গকিমি (৯.৮৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৬,৭০৩
 • জনঘনত্ব১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৪.৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৪১৪ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

রতনপুর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর উপজেলার একটি ইউনিয়ন

আয়তন

[সম্পাদনা]

রতনপুর ইউনিয়নের আয়তন ৬,২৯২ একর (২৫.৪৬ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

[���ম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রতনপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ২৬,৭০৩ জন। এর মধ্যে পুরুষ ১১,১৫৯ জন এবং মহিলা ১৪,৫৪৪ জন। মোট পরিবার ৫,৩৭৪টি।[] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,০৪৯ জন।[]

ইতিহাস

[সম্পাদনা]

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

নবীনগর উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে রতনপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে সাতমোড়া ইউনিয়ন, উত্তরে রসুল্লাবাদ ইউনিয়নশ্যামগ্রাম ইউনিয়ন, পশ্চিমে বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি ইউনিয়নফরদাবাদ ইউনিয়ন এবং দক্ষিণে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

রতনপুর ইউনিয়ন নবীনগর উপজেলার আওতাধীন ২১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নবীনগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৭নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৫ এর অংশ। এটি ১৩টি মৌজায় বিভক্ত। এই ইউনিয়ন গ্রাম ১৪ টি গ্রাম সমূহঃ ১. শাহপুর ২. রতনপুর ৩. চতরংখলা ৪.বলদিবাড়ি ৫. বাউচাইল ৬.দামলা ৭. গোলপুকুরিয়া ৮. বাজে বিশারা ৯.দুবাচাইল ১০. ভিটি বিষাড়া ১১. মাঝিয়ারা ১২. প্যারাকান্দি ১৩. খাগাতুয়া ১৪. যসাতুয়া



শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য প্রতিষ্ঠান

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রতনপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৪৪.৪%।[] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান ও ১৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ১টি ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্র এবং ৪ টি কমিউনিটি ক্লিনিক।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]

১. শাহ্পুর জয়দুনেছা উচ্চ বিদ্যালয় ; শাহ্পুর।

২. রতনপুর আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয় ; রতনপুর।

স্বাস্থ্য প্রতিষ্ঠানঃ

> রতনপুর ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্র ; রতনপুর।

১. শাহপুর কমিউনিটি ক্লিনিক; শাহপুর।

২. যসাতুয়া কমিউনিটি ক্লিনিক ; যসাতুয়া।

৩. দুবাচাইল কমিউনিটি ক্লিনিক ; দুবাচাইল।

৪. ভিটি বিষাড়া কমিউনিটি ক্লিনিক ; ভিটি বিষাড়া।

৫. বাউচাইল কমিউনিটি ক্লিনিক ; বাউচাইল (নতুন নির্মাণাধীন)

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

খাল ও নদী

[সম্পাদনা]

স্থানীয় যমুনা (নবাব ফারুকি কর্তৃক খননকৃত খালকে স্থানীয়রা যমুনা নদী বলে) তিতাস খাল, এছাড়াও সেচ ও সড়ক পথ তৈরির জন্য অনেক খাল রয়েছে। হ্রদের সাথে সংযুক্ত হয়েছে ইউনিয়নের একাধিক গ্রামের খাল। এ হ্রদটি ব্রাহ্মণবাড়িয়া জেলা ও কুমিল্লা জেলাকে বিভক্ত করেছে।

হাট-বাজার

[সম্পাদনা]

রতনপুর ইউনিয়নে সাতটি হাট-বাজার রয়েছে। যথা: মাঝিয়ারা বাজার, খাগাতুয়া বাজার, যসাতুয়া বাজার, রতনপুর বাজার, শাহপুর বাজার,ভিটি বিষাড়া বাংলা বাজার ও ভিটি বিষাড়া নতুন বাজার। এছাড়াও সাপ্তাহিক হাট রয়েছে।

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

উল্লেখযোগ্য ব্যক্তি

[সম্পাদনা]

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
  • বর্তমান চেয়ারম্যান:গোলাম মোস্তফা ভিপি মারুফ

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯ 
  2. "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]