বিষয়বস্তুতে চলুন

মুহাম্মদ আবদুল্লাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুহাম্মদ আবদুল্লাহ
জন্ম(১৯৩২-০৪-০১)১ এপ্রিল ১৯৩২
মৃত্যু২১ অক্টোবর ২০০৮(2008-10-21) (বয়স ৭৬)
জাতীয়তাবাংলাদেশি

মুহাম্মদ আবদুল্লাহ (১ এপ্রিল ১৯৩২ – ২১ অক্টোবর ২০১৯) একজন বাংলাদেশি শিক্ষক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। এছাড়া, তিনি গবেষণাকর্মেও নিয়োজিত ছিলেন।

প্রারম্ভিক জীবন ও শিক্ষা

[সম্পাদনা]

মুহাম্মদ আবদুল্লাহ ১৯৩২ সালের ১ এপ্রিল লক্ষ্মীপুরের বাঙ্গাখাঁ গ্রামে জন্মগ্রহণ করেন।[] তিনি নোয়াখালী কারামাতিয়া কামিল মাদ্রাসা থেকে ১৯৪৩ সালে আলিম ১৯৪৫ সালে ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হন। তাকে ১৯৪৭ কলকাতার আলিয়া মাদ্রাসা থেকে "মুমতাযুল মুহাদ্দিসিন" সম্মাননা প্রদান করা হয়েছিল।[] তিনি ১৯৪৯ সালে হাজী মুহাম্মদ মহসীন কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উর্দুতে স্নাতক হন।[] এরপর, ১৯৫৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই উর্দুতে স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭২ ও ১৯৭৩ সালে যথাক্রমে ইসলামিক স্টাডিজ ও আরবিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[] ১৯৮১ সালে তিনি এমফিল ডিগ্রি লাভ করেন। ১৯৮৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

মুহাম্মদ আবদুল্লাহ ১৯৫২ সালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় শিক্ষক হিসাবে যোগদান করেন। ১৯৭২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু ও আরবি বিভাগে সহকারী অধ্যাপক পদে যোগদান করেন। [] ১৯৭৮ সালে তিনি সহযোগী অধ্যাপক ও ১৯৮৫ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৯২ সালে তিনি চাকরি থেকে অবসরে যান।[] অবসর গ্রহণ করার পর উর্দু ও ফারসি বিভাগে সুপারনিউমারারি প্রফেসর হিসেবে ১০ বছর অধ্যাপনা করেন।[]

মুহাম্মদ আবদুল্লাহ আরবি, ফারসি, বাংলা, উর্দুইংরেজি ভাষায় দক্ষ ছিলেন। তিনি ৩৩টি গ্রন্থ রচনা করেছেন।[] তার লেখা নিবন্ধ বাংলা বিশ্বকোষ, ইসলামি বিশ্বকোষ ও দেশবিদেশের সাময়িকীতে প্রকাশিত হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ১১টি গবেষণা প্রকল্প সম্পন্ন করেছেন।[]

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

উর্দু ভাষা ও সাহিত্যে মুহাম্মদ আবদুল্লাহর অবদানের জন্য লাহোরের সাইয়ারা সাময়িকী তাকে ১৯৬৬ "নিশানে উর্দু" খেতাব প্রদান করেছিল।[] ১৯৯২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইব্রাহীম খাঁ স্বর্ণপদক লাভ করেন।[]

মৃত্যু

[সম্পাদনা]

মুহাম্মদ আবদুল্লাহ ২০০৮ সালের ২১ অক্টোবর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "আবদুল্লাহ, মুহাম্মদ"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৯ 
  2. "স্ম র ণ : গবেষক ডক্টর মুহাম্মদ আবদুল্লাহ"নয়াদিগন্ত। ২১ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]