মাধবদী পৌরসভা
মাধবদী পৌরসভা | |
---|---|
স্থানীয় সরকার | |
ইতিহাস | |
শুরু | ১৯৯৪ |
নেতৃত্ব | |
মেয়র | মো: মোবাশ্বের আলম, প্রশাসক |
নির্বাচন | |
এফপিটিপি | |
সভাস্থল | |
মাধবদী পৌরসভা কার্যালয় |
মাধবদী পৌরসভা বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলার অন্তর্গত একটি পৌরসভা।[১][২][৩]
ইতিহাস
[সম্পাদনা]মাধবদী পৌরসভা ১৯৯৪ সালে স্থাপিত হয়। নরসিংদী জেলার সদর উপজেলায় ব্রহ্মপুত্র নদ কে কেন্দ্র করে গড়ে ওঠা ম্যানচেস্টার হিসেবে খ্যাত বাবুরহাট এলাকায় মাধবদী শহরের এর অবস্থান। দ্বাদশ শতাব্দী থেকে মাধবদীতে বস্ত্র তৈরি শুরু হয়। এই কাপড় বিক্রি হতো প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও এ। পরবর্তীতে মুঘল আমলে মাধবদী-এ বাবুরহাট গড়ে উঠলে এখানে কাপড় বিক্রি শুরু হয়। এ সময় মাধবদী ও তার পার্শ্ববর্তী এলাকায় তাঁতের মোটা সুতার শাড়ি লুঙ্গি গামছা তৈরি হতো। আশির দশকে এ এলাকায় বিদ্যুৎ চালিত পাওয়ার লুম শিল্প গড়ে ওঠে। বর্তমানে এখানে অত্যাধুনিক পাওয়ারলুম ছাড়াও স্পিনিং মিল গড়ে ওঠার পেছনে পূর্বের সময়কার অবদান কে স্বীকার করতে হয়। এখন মাধবদী বাবুরহাটের কাপড় দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের অনেক দেশে রপ্তানি হচ্ছে। মাধবদীতে ছোট-বড়-মাঝারি মিলিয়ে কয়েক হাজার শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এ বাজারে একসময় মসলিন কাপড় কেনা বেচা হত মাধবদীতে।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]মাধবদী পৌরসভা মধ্যে আছে গাংপার কাশিপুর বিরামপুর আলগী বোর্ড স্কুল ছোট মাধবদী গরুরহাটা আনন্দী কোতায়ালীচর নোয়াপাড়া দড়িপাড়া সিদ্দিকনগর।
আয়তন ও জনসংখ্যা
[সম্পাদনা]আয়তন ৬.০৪ বর্গ কিঃ মিঃ। মোট জনসংখ্যা ৪৯,৫৮৩। মাধবদী একটি টেক্সটাইল শিল্প এবং বাণিজ্যিক এলাকা যেখানে স্বয়ংক্রিয় এবং হস্ত-চালিত তাঁত বয়ন এবং উৎপাদন কারখানা (প্রায় ৩০০০-৪৫০০) রয়েছে। এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ৪৫,০০০ লোক কর্মরত।
শিক্ষা
[সম্পাদনা]মাধবদী এস.পি. ইনস্টিটিউশান নরসিংদী জেলার বিখ্যাত বিদ্যালয়গুলোর মধ্যে একটি। যা মাধবদীর জমিদার শৈলেন্দ্র কুমার গুপ্ত রায় ও গোপাল চন্দ্র গুপ্ত রায় ১৯৪৬ সালে প্রতিষ্ঠা করেন। এ বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৩
৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করে। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ, ১৯৬৮ সালে নারী শিক্ষার প্রসারে প্রতিষ্ঠা লাভ করে মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ এবং ১৯৯৫ সালে প্রতিষ্ঠা পাওয়া একমাত্র প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান মর্নিংসান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ।
শিক্ষার হার : ৭০%
শিক্ষা প্রতিষ্ঠানঃ
সরকারী প্রাথমিক বিদ্যালয় | ২৬টি |
সরকারী উচ্চ বিদ্যালয় | ২টি |
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ | ১টি |
সরকারী কলেজ | ৪টি, বিশ্ববিদ্যালয় ১টি |
মাদ্রাসা | কাওমি মাদ্রাসা ২টি এবং আলীয়া মাদ্রাসা ১২টি |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "একনজরে মাধবদী পৌরসভা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৬ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২০।
- ↑ "মাধবদী পৌরসভা"। BDMayor। ৪ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২০।
- ↑ "নরসিংদী জেলার পৌরসভাসমূহ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২০।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |