বিষয়বস্তুতে চলুন

ভূমি গবেষণা জাদুঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভূমি গবেষণা জাদুঘর লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত একটি সংরক্ষিত জাদুঘর হিসাবে গড়ে তোলা হয়েছে কিছুদিন আগেও এটি পাটগ্রাম পৌরসভার পৌর ভূমি অফিস হিসেবে ব্যবহার করা হতো।[]

ভূমি গবেষণা জাদুঘর
স্থাপিত২০১৯
অবস্থানপাটগ্রাম সরকারি কলেজ, পাটগ্রাম, লালমনিরহাট জেলা, বাংলাদেশ
ধরনগবেষণা জাদুঘর

ইতিহাস

[সম্পাদনা]

কোচবিহার মহারাজার আমলের প্রায় তিনশ’ বছরের পুরনো একটি ভবনকে সংস্কার করে ভূমি গবেষণা জাদুঘর গড়ে তোলা হয়েছে লালমনিরহাটের পাটগ্রামে। ঐতিহ্যবাহী এই ভবনটি এলাকায় ‘কাচারীঘর’ নামেই পরিচিত।[]

সংস্কার

[সম্পাদনা]

২০১৯ সালেন ১ আগস্ট পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার দেব শর্মা ভবনটি সংস্কার করে ভূমি ব্যবস্থাপনার ক্রমবিকাশের ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন হিসেবে ভূমি গবেষণা জাদুঘর হিসেবে বাস্তবায়ন করেন।

প্রাচীন নির্দশন

[সম্পাদনা]

প্রাচীন নির্দশনের মধ্যে রয়েছে তৎকালীন রাজা-মহরাজাদের ব্যবহৃত ৩টি সিন্দুক, তরবারি, গান্টার চেইন (ভূমি পরিমাপ যন্ত্র)।

বর্তমান অবস্থা

[সম্পাদনা]

ভূমি ব্যবস্থাপনাসংক্রান্ত জ্ঞানার্জনের জন্য এখানে স্থাপন করা হয়েছে ভূমি বিষয়ক একটি লাইব্রেরী। লাইব্রেরীতে রয়েছে এ সংক্রান্ত নানা বইয়ের সমাহার। দর্শনার্থী ও তৃনমুল পর্যায়ের ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের ভূমি বিষয়ক বই পড়ার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। এর পাশে বাগানে রয়েছে বিভিন্ন প্রকার ফুলের গাছ। নৈসর্গিক এই সৌন্দর্য উপভোগ ও প্রাচীন ঐতিহ্য।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "পাটগ্রামে ভূমি গবেষণা জাদুঘর"দৈনিক কালের কন্ঠ। ২৫ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৪ 
  2. "পাটগ্রামের সেই 'কাচারীঘর' এখন ভূমি গবেষণা জাদুঘর, একটি প্রচেষ্টার গল্প"রাতদিন নিউজ। ২৫ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৪