ভূমি গবেষণা জাদুঘর
ভূমি গবেষণা জাদুঘর লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত একটি সংরক্ষিত জাদুঘর হিসাবে গড়ে তোলা হয়েছে কিছুদিন আগেও এটি পাটগ্রাম পৌরসভার পৌর ভূমি অফিস হিসেবে ব্যবহার করা হতো।[১]
স্থাপিত | ২০১৯ |
---|---|
অবস্থান | পাটগ্রাম সরকারি কলেজ, পাটগ্রাম, লালমনিরহাট জেলা, বাংলাদেশ |
ধরন | গবেষণা জাদুঘর |
ইতিহাস
[সম্পাদনা]কোচবিহার মহারাজার আমলের প্রায় তিনশ’ বছরের পুরনো একটি ভবনকে সংস্কার করে ভূমি গবেষণা জাদুঘর গড়ে তোলা হয়েছে লালমনিরহাটের পাটগ্রামে। ঐতিহ্যবাহী এই ভবনটি এলাকায় ‘কাচারীঘর’ নামেই পরিচিত।[২]
সংস্কার
[সম্পাদনা]২০১৯ সালেন ১ আগস্ট পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার দেব শর্মা ভবনটি সংস্কার করে ভূমি ব্যবস্থাপনার ক্রমবিকাশের ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন হিসেবে ভূমি গবেষণা জাদুঘর হিসেবে বাস্তবায়ন করেন।
প্রাচীন নির্দশন
[সম্পাদনা]প্রাচীন নির্দশনের মধ্যে রয়েছে তৎকালীন রাজা-মহরাজাদের ব্যবহৃত ৩টি সিন্দুক, তরবারি, গান্টার চেইন (ভূমি পরিমাপ যন্ত্র)।
বর্তমান অবস্থা
[সম্পাদনা]ভূমি ব্যবস্থাপনাসংক্রান্ত জ্ঞানার্জনের জন্য এখানে স্থাপন করা হয়েছে ভূমি বিষয়ক একটি লাইব্রেরী। লাইব্রেরীতে রয়েছে এ সংক্রান্ত নানা বইয়ের সমাহার। দর্শনার্থী ও তৃনমুল পর্যায়ের ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের ভূমি বিষয়ক বই পড়ার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। এর পাশে বাগানে রয়েছে বিভিন্ন প্রকার ফুলের গাছ। নৈসর্গিক এই সৌন্দর্য উপভোগ ও প্রাচীন ঐতিহ্য।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "পাটগ্রামে ভূমি গবেষণা জাদুঘর"। দৈনিক কালের কন্ঠ। ২৫ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৪।
- ↑ "পাটগ্রামের সেই 'কাচারীঘর' এখন ভূমি গবেষণা জাদুঘর, একটি প্রচেষ্টার গল্প"। রাতদিন নিউজ। ২৫ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৪।