বালিয়াকান্দি ইউনিয়ন
অবয়ব
বালিয়াকান্দি | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে বালিয়াকান্দি ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৩৭′৫৪″ উত্তর ৮৯°৩২′৪২″ পূর্ব / ২৩.৬৩১৬৭° উত্তর ৮৯.৫৪৫০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | রাজবাড়ী জেলা |
উপজেলা | বালিয়াকান্দি উপজেলা |
জনসংখ্যা | |
• মোট | ৩০,০০০ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বালিয়াকান্দি ইউনিয়ন বাংলাদেশের রাজবাড়ী জেলায় বালিয়াকান্দি উপজেলার একটি ইউনিয়ন। এটি বালিয়াকান্দি উপজেলার সদর হিসেবে পরিচিত। বালিয়াকান্দি সদর ইউনিয়ন হওয়ার কারণে রাস্তা ঘাট উন্নত ও স্কুল, কলেজ এবং অনার্স লেভেলের একটি কলেজ রয়েছে। ।
ভৌগোলিক উপাত্ত
[সম্পাদনা]বালিয়াকান্দি ইউনিয়নের পূর্বে জামালপুর ইউনিয়ন, দক্ষিণে জঙ্গল ইউনিয়ন, উত্তরে নবাবপুর ইউনিয়ন ও পশ্চিমে নাড়ুয়া ইউনিয়ন। এটি সকল ইউনিয়নের মধ্যভাগে অবস্থিত।
গ্রাম
[সম্পাদনা]এই ইউনিয়নে নিন্মলিখিত গ্রাম রয়েছে:[১]
- বালিয়াকান্দি
- শালমারা
- বড়কানাবিলা
- চামটা
- ভীমনগর
- তালতলা
- ইরশালবাড়ী
- পাইককান্দি
- নিশ্চিন্তপুর
- দেওকোল
- খোদ্দমেগচামী
- জাবরকোল
- দূর্গাবর্দ্দী
- বকচর
- ছোটকানাবিলা
- বাউনী
- বালিয়াকান্দি
- পশ্চিম মৌকূড়ী
- পূর্বমৌকূড়ী
জনসংখ্যা
[সম্পাদনা]এই বালিয়াকান্দি ইউনিয়নে মোট ত্রিশ হাজার লোক বাস করে । এখানে হিন্দু মুসলিম ধর্মের লোক বাস করে।
শিক্ষা
[সম্পাদনা]বালিয়াকান্দি ইউনিয়নে একটি অনার্স ও ডিগ্রি কলেজ রয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা"। baliakandiup.rajbari.gov.bd। ২৯ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২০।