বড় আহ্নিক মন্দির, পুঠিয়া
অবয়ব
বড় আহ্নিক মন্দির | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | হিন্দুধর্ম |
জেলা | রাজশাহী |
অবস্থান | |
অবস্থান | পুঠিয়া |
দেশ | বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৪°১৯′৫৬″ উত্তর ৮৮°৫১′৪১″ পূর্ব / ২৪.৩৩২৩° উত্তর ৮৮.৮৬১৩° পূর্ব |
বড় আহ্নিক মন্দির পুঠিয়া মন্দির চত্বরের সর্ব দক্ষিণে অবস্থিত মন্দির। এটি রাজশাহীর পুঠিয়া উপজেলায় অবস্থিত। পুঠিয়ার রাজারা এটি নির্মাণ করেন।[১][২]
অবস্থান
[সম্পাদনা]রাজশাহী জেলা সদর হতে ৩২ কিঃ মিঃ উত্তর-পূর্ব দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশেই এর অবস্থান।[১][৩] এর ঠিক উত্তর পাশে ছোট গোবিন্দ মন্দির অবস্থিত।
স্থাপত্যশৈলী
[সম্পাদনা]পূর্বমুখী এই মন্দিরে পাশাপাশি তিনটি কক্ষ আছে। মাঝের কক্ষটি তুলনামুলকভাবে বড় এবং পাশের কক্ষ দুইটি বর্গাকৃতির ও সম আয়তনের। এই কক্ষ দুইটিতে একটি করে সরু প্রবেশ পথ আছে। মন্দিরের পূর্ব দিকে তিনটি খিলান দরজা এবং উপরে দৌচালা আকৃতির ছাদ আছে। আয়তাকার এ মন্দিরের উত্তর, দক্ষিণ ও পশ্চিম পাশের দেয়াল সমতল এবং সেখানে কোন অলংকরণ নেই। তবে সাম্নের দিকের দেয়াল পোড়ামাটির চিত্রফলক দ্বারা সজ্জিত।[২]
চিত্রশালা
[সম্পাদনা]-
বড় আহ্নিক মন্দির যাওয়ার রাস্তাপথ
-
মন্দিরের ভেতরের অংশ
-
মন্দিরের গায়ে মাটির ফলকে অলংকরণ
-
মন্দিরের ছাদ
-
মন্দিরের পেছনের দিক
আরও দেখুন
[সম্পাদনা]- বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থানের তালিকা
- বাংলার মন্দির স্থাপত্য
- রত্ন শিল্পরীতি (বাংলার মন্দির স্থাপত্যরীতি)
- চালা শিল্পরীতি (বাংলার মন্দির স্থাপত্যরীতি)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ আলম, মাহমুদা। "Puthia temple complex: Developing tourism through architecture" [পুঠিয়া মন্দির কমপ্লেক্স: স্থাপত্যের মাধ্যমে পর্যটন বিকাশ করা] (pdf)। ব্র্যাক বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ২৮–২৯। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৫।
- ↑ ক খ "Puthia Rajbari"। বড় আহ্নিক মন্দির। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েব পাতা। ১৮ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৫।
- ↑ বাংলাদেশ। মন্ত্রিপরিষদ বিষয়ক মন্ত্রক। স্থাপনা বিভাগ; মুহাম্মদ ইসহাক (১৯৭৬)। Bangladesh District Gazetteers: Rajshahi 1976। বাংলাদেশ সরকার প্রেস। পৃষ্ঠা 72।
উইকিমিডিয়া কমন্সে বড় আহ্নিক মন্দির, পুঠিয়া সংক্রান্ত মিডিয়া রয়েছে।