বিষয়বস্তুতে চলুন

দোস্তানা (১৯৮০-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দোস্তানা
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকরাজ খোসলা
প্রযোজকযশ জোহর
রচয়িতাসলিম–জাভেদ
শ্রেষ্ঠাংশে
সুরকারলক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল
চিত্রগ্রাহকনারিমান এ. ইরানি
সম্পাদকওয়ামান ভোঁসলে
পরিবেশক
মুক্তি
  • ১৭ অক্টোবর ১৯৮০ (1980-10-17)
স্থিতিকাল১৫৩ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
আয়₹৯ কোটি

দোস্তানা রাজ খোসলা পরিচালিত ১৯৮০ সালের ভারতীয় হিন্দি ভাষার মারপিটধর্মী নাট্য চলচ্চিত্র। সলিম-জাভেদ রচিত চলচ্চিত্রটি প্রযোজনা করেন যশ জোহর। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন অমিতাভ বচ্চন, শত্রুঘ্ন সিনহা, জিনাত আমান এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেন প্রেম চোপড়া, অমরিশ পুরি, হেলেন, ও প্রাণ। গল্পে দেখা যায় দুই বাল্যবন্ধু বিজয় (বচ্চন) একজন পুলিশ ও রবি (সিনহা) একজন আইনজীবী, বিজয় অপরাধীদের গেপ্তার করে এবং রবি আদালতে তাঁদের হয়ে লড়লেও তাঁর বন্ধুত্ব অটল থাকে, কিন্তু তাঁদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে যখন তাঁরা দুজনেই শীতলের (জিনাত) প্রেমে পড়ে। চলচ্চিত্রটির সঙ্গীতায়োজন করেন লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল ও গীত রচনা করেন আনন্দ বকশী

চলচ্চিত্রটি ১৯৮০ সালের ১৭ অক্টোবর ভারতে মুক্তি পায় এবং মুক্তির পর বক্স অফিসে ব্যবসা সফল হয়[] এবং সে বছরের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় চতুর্থ স্থান লাভ করে।[] চলচ্চিত্রটি ২৮তম ফিল্মফেয়ার পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা-সহ ৪টি বিভাগে মনোনয়ন লাভ করে। দোস্তানা চলচ্চিত্রটি তামিল ভাষায় সত্তম (১৯৮৩) নামে পুনর্নির্মিত হয়, যেটিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন কমল হাসানশরৎ বাবু[]

অভিনয়শিল্পীদল

[সম্পাদনা]
  • অমিতাভ বচ্চন - সিআইডি ইনস্পেক্টর বিজয় বর্মা
  • শত্রুঘ্ন সিনহা - অ্যাডভোকেট রবি কাপুর
  • জিনাত আমান - শীতল সাহনি
  • প্রেম চোপড়া - দাগা
  • অমরিশ পুরি - বলবন্ত সিং
  • হেলেন - সিলভিয়া
  • প্রাণ - টনি
  • গজানন জগিরদর - হাইস্কুলের প্রিন্সিপাল
  • সজ্জন - রামনিকলাল তিওয়ারি
  • ত্রিলোক কাপুর - পুলিশ কমিশনার
  • ইফতেখার - আইনজীবী
  • কে. এন. সিং - জজ
  • পৈন্তাল - নারী উত্যক্তকারী
  • জগদীশ রাজ - ড্রাইভার
  • শরৎ সাক্সেনা - আলোকচিত্রশিল্পী
  • মোহন শেরি - দাগা'র লোক
  • কেশব রানা - দাগা'র লোক
  • ম্যাক মোহন - দাগা'র লোক
  • সুধীর - ইনস্পেক্টর শিন্দে
  • গোগা কাপুর - বলদেব সিং
  • ইউনুস পারভেজ - স্বর্ণ চোরাকারবারি
  • বিকাশ আনন্দ - ড. করমচন্দানি
  • রুবি মেয়ার - নান
  • সুধা চোপড়া - টেরিজা
  • মাস্টার রাজেশ বালেচা - জনি
  • রাজ কুমার কাপুর - সাহনি

নির্মাণ

[সম্পাদনা]

দোস্তানা প্রযোজক যশ জোহর প্রযোজিত প্রথম চলচ্চিত্র। তিনি শুরুতে চেয়েছিলেন চলচ্চিত্রটি পরিচালনা করবেন বিজয় আনন্দ, কিন্তু তাঁর ক্রমাগত বিলম্বের কারণে জোহর রাজ খোসলাকে চলচ্চিত্রটি নির্মাণের প্রস্তাব দেন। খোসলা চলচ্চিত্রটিতে একটি বড় পরিবর্তন আনেন। শুরুতে রবি চরিত্রের জন্য বিনোদ খান্নাকে ভাবা হয়েছিল, কিন্তু খোসলা তাঁর স্থলে শত্রুঘ্ন সিনহাকে স্থলাভিষিক্ত করেন। তিনি মনে করেন যদি বিনোদ খান্না রবি চরিত্রে অভিনয় করেন তবে জিনাত আমানের চরিত্রটি তার ইনস্পেক্টর প্রেমিককে বাঁচাতে আইনজীবীর সাথে সম্পর্কে জড়ানোর নৈতিক দ্বিধা সম্পূর্ণরূপে উপস্থাপন করা সম্ভব হত না। খোসলা বলেন পুরুষ হয়েও বিনোদ খান্নার দিক থেকে চোখ এড়ানো সম্ভব নয়, সেখানে জিনাতের চরিত্রটি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিবে তা বিশ্বাসযোগ্য হবে না।[]

সঙ্গীত

[সম্পাদনা]

দোস্ত��না চলচ্চিত্রটির সঙ্গীতায়োজন করেন লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল ও গীত রচনা করেন আনন্দ বকশীফার্স্টপোস্ট-এর গৌতম চিন্তামণি "দিল্লাগি নে দি হাওয়া" গানটিকে সলিম-জাভেদের লেখা চলচ্চিত্রের সবচেয়ে প্রণয়ধর্মী প্রেমের গান এবং "মেরে দোস্ত কিস্‌সা ইয়ে ক্যায়া হো গয়া" গানটিকে শোলে (১৯৭৫) চলচ্চিত্রের "ইয়ে দোস্তি" গানের পর দ্বিতীয় সেরা বন্ধুত্বের গান বলে গণ্য করেন।[]

সকল গানের গীতিকার আনন্দ বকশী; সকল গানের সুরকার লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল

গানের তালিকা
নং.শিরোনামকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."মেরে দোস্ত কিস্‌সা ইয়ে ক্যায়া হো গয়া"মোহাম্মদ রফি 
২."সালামত রহে দোস্তানা হামারা (১ম খণ্ড)"কিশোর কুমার, মোহাম্মদ রফি 
৩."সালামত রহে দোস্তানা হামারা (১ম খণ্ড)"কিশোর কুমার, মোহাম্মদ রফি 
৪."বহুত খুবসুরত এক লড়কি"কিশোর কুমার 
৫."দিল্লাগি নে দি হাওয়া"কিশোর কুমার, আশা ভোসলে 
৬."কিতনা আসান হি কহনা ভুল যাও"লতা মঙ্গেশকর 

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
২৮তম ফিল্মফেয়ার পুরস্কার[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "The Biggest Diwali BLOCKBUSTERS Of All Time"বক্স অফিস ইন্ডিয়া। ৭ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৩ 
  2. "Top Earners 1980"বক্স অফিস ইন্ডিয়া। ২০০৯-০২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৩ 
  3. গাই, র‍্যান্ডর (১৫ মে ২০০৯)। "A void on the film firmament"দ্য হিন্দু। ৩০ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৩ 
  4. চিন্তামণি, গৌতম (১৭ অক্টোবর ২০১৬)। "Amitabh Bachchan, Shatrughan Sinha's Dostana turns 38: Why the film didn't get iconic status"ফার্স্টপোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৩ 
  5. "The Filmfare Awards Nominations – 1980"দ্য টাইমস গ্রুপ। ২৯ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]