তৌসিফ
তৌসিফ | |
---|---|
জন্মনাম | তৌসিফ আহমেদ |
জন্ম | সিপাইপাড়া, দিনাজপুর, রাজশাহী, বাংলাদেশ |
উদ্ভব | ঢাকা, বাংলাদেশ |
ধরন | ফিল্ম স্কোর, টেকনো, ফিউশন, ফক, পপ, রক ইত্যাদি |
পেশা | |
বাদ্যযন্ত্র | |
কার্যকাল | ২০০৭–বর্তমান[৩] |
লেবেল |
তৌসিফ আহমেদ (তৌসিফ নামেই অধিক পরিচিত) একজন বাংলাদেশী সুরকার, গীতিকার ও সঙ্গীতশিল্পী।[১][৪] তিনি অসংখ্য মিশ্র অ্যালবামে সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন।[৫]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]তৌসিফের জন্ম রাজশাহী দিনাজপুরের সিপাইপাড়ায়।[২]
শিক্ষাজীবন
[সম্পাদনা]তৌসিফ একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে থেকে মেডিকেল সায়েন্সে শিক্ষাগ্রহণ করেছেন।[১]
সঙ্গীত জীবন
[সম্পাদনা]ছোটবেলা থেকেই বাবার হাতেই তার সংগীতের হাতেখড়ি। পরবর্তী সময়ে গান, গিটারে সুর বাঁধা, কি-বোর্ড এবং সফটওয়্যারের কাজ শিখেছেন তারই এক বড় ভাইয়ের কাছে। তিনি প্রথম কনসার্টে গান করেন ২০০৬ সালে চীন মেত্রী সম্মেলন কেন্দ্রের আয়োজিত একটি কনসার্টে এবং তখন থেকেই তিনি পরিচিতি লাভ করেন। তার প্রথম একক অ্যালবাম অভিপ্রায়।[৬] একক অ্যালবামে এর পাশাপাশী তিনি বেশ কিছু মিক্স অ্যালবামেও কাজ করেছেন।[৬]
তৌসিফের কম্পোজিশনে গান গেয়েছে লিজা, কনা ,কনিকা, অলিক, মুক্তা, ইলিয়াস ও ফারাবী।[৭] তৌসিফের কম্পোজিশনকৃত এসব গানগুলো শ্রোতামহলে বেশ সমাদৃত। কণ্ঠশিল্পী লিজা তৌসিফের কম্পোজিশনে এ মনের আঙ্গিনায়/তোরই তো ঠিকানা গানটি গেয়ে ব্যাপক পরিচিতি লাভ করে। এছাড়া একক অ্যালবামে নিজের গাওয়া বৃষ্টি ঝরে যায়/দুচোখে গোপনে, দুরে কোথাও আছি বসে, এক পলকে ও আমার জান পাখি ময়না বেশ শ্রেতাপ্রিয় গান। এ ছাড়া এই তো ভালোবাসা চলচ্চিত্রের শিরোনাম সঙ্গীত ‘‘এই তো ভালোবাসা’’ এর কম্পোজিশন করেছেন, গানটি পর্দায় অভিনয় করেন ইমন নীরব এবং ছিদ্দিক।[৮]
ডিস্কোগ্রাফি
[সম্পাদনা]তৌসিফ এর অকিকাংশ অ্যালবামের নাম রাখেন 'অ' দিয়ে।[৯] এ পর্যন্ত তৌসিফ এর প্রকাশিত অ্যালবামগুলো হলোঃ[১০]
বছর | শিরোনাম | ধরন | লেবেল | উৎস |
---|---|---|---|---|
২০০৭ | অভিপ্রায় | একক | জি-সিরিজ | [৬][১১] |
২০০৮ | অপেক্ষা | একক | জি-সিরিজ | [৬][১১] |
২০০৯ | অন্বেষণ | একক | জি-সিরিজ | [১১] |
২০১০ | অনুক্ষণ | একক | জি-সিরিজ | [১১] |
২০১০ | দ্য হিট-অ্যালবাম থ্রি | মিক্সড | জি-সিরিজ | [১১] |
২০১১ | অনুকাব্য | একক | জি-সিরিজ | [৯][১১] |
২০১১ | অনুরাগ | একক | সিডি চয়েজ | [১২] |
২০১২ | অনিদ্রা | একক | জি-সিরিজ | [১৩][১৪] |
২০১৩ | আমন্ত্রণ | একক | সিডি চয়েজ | [৩][১৫][১৬] |
২০১৪ | অনুভব | একক | জি-সিরিজ | [১৫] |
২০১৪ | আবেগ | একক | সিডি চয়েজ | [১৭][১৮] |
২০১৪ | তৌসিফ ফিচারিং ভলিউম-১ | মিক্সড | সিডি চয়েজ | [১৮] |
২০১৪ | জীবনের খেয়া ঘাটে | মিক্সড | সিডি চয়েজ | [১৯] |
২০১৫ | আয়োজন | একক | সিডি চয়েজ | [২০][২১][২২] |
২০১৫ | তৌসিফ উয়িথ লাভবার্ড | মিক্সড | সিডি চয়েজ | [২৩][২৪] |
২০১৫ | তোকে শুধু ছুঁই | মিক্সড | সিডি চয়েজ | [২৫][২৬] |
২০১৫ | ভালোবাসার বায়না | একক | সিডি চয়েজ | [২৭][২৮][২৯][৩০][৩১] |
২০১৬ | ভালো নেই | একক | সিডি চয়েজ | [২৯][৩২][৩৩][৩৪] |
২০১৬ | ত্রিভূজ ভালোবাসা | মিক্সড | সিডি চয়েজ | [৩৪][৩৫] |
২০১৬ | ঘুম ভাঙাতে চাই | মিক্সড | সিডি চয়েজ | [৩২][৩৪][৩৫] |
২০১৬ | মন দিয়ে দেখো | মিক্সড | সিডি চয়েজ | [৩৪][৩৫][৩৫] |
২০১৭ | অবশেষে | একক | জি-সিরিজ | [৩৬][৩৭][৩৮] |
২০১৭ | তোরে ছাড়া | সিঙ্গেল | সাউন্ডটেক | [৩৯][৪০] |
২০১৭ | কান্না | সিঙ্গেল | জিসান মাল্টিমিডিয়া | [৪০] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "বিবিসির সাথে গানগল্প - BBC Bangla - মাল্টিমিডিয়া"। www.bbc.co.uk। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০।
- ↑ ক খ "গান শোনার মতো অবস্থা নেই : তৌসিফ"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২০।
- ↑ ক খ "তৌসিফের অষ্টম 'অনুভব'"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২০।
- ↑ "আইটেম গানে তৌসিফ"। www.prothom-alo.com। ২০২০-০৬-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২০।
- ↑ "আসছে তৌসিফ মিক্সড | বিনোদন | Rtnn.net"। web.archive.org। ৮ জুলাই ২০১৪। Archived from the original on ৮ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২০।
- ↑ ক খ গ ঘ "গায়ক থেকে নায়ক তৌসিফ-দৈনিক জনকন্ঠ"। দৈনিক জনকন্ঠ। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২০।
- ↑ "তৌসিফের সুরে একসঙ্গে গাইলেন ইলিয়াস ও ফারাবী | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০।
- ↑ "মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে বেঁচে ফিরেছেন তৌসিফ"। www.bd24live.com। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২০।
- ↑ ক খ "তৌসিফের 'অনুকাব্য'"। Kalerkantho। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২০।
- ↑ "তৌসিফের 'আয়োজন'"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২০।
- ↑ ক খ গ ঘ ঙ চ "তৌসিফের 'অনিদ্রা'"। www.prothom-alo.com। ১০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২০।
- ↑ "ঈদের যতো অডিও অ্যালবাম"। banglanews24.com। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০।
- ↑ "ঈদের অডিও অ্যালবাম"। banglanews24.com। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০।
- ↑ "Sound of Music"। দ্য ডেইলি স্টার। ৪ সেপ্টেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০।
- ↑ ক খ "অনুভব নিয়ে ফিরছেন তৌসিফ"। banglanews24.com। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২০।
- ↑ "১০ লাখ টাকায় তৌসিফের 'আমন্ত্রণ'"। www.prothom-alo.com। ২০২০-০৬-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২০।
- ↑ "ভালোবাসা দিবসে সিডি চয়েস-এর ১৬ অ্যালবাম"। Risingbd.com। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২০।
- ↑ ক খ "এবার ঈদে যাঁদের গান শুনবেন"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০।
- ↑ "গীতিকবিতায় গাইলেন তৌসিফ রিমা | আনন্দ বিনোদন | The Daily Ittefaq"। archive1.ittefaq.com.bd। ২৯ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০।
- ↑ "দৈনিক জনকন্ঠ || ভিডিও নির্ভর হচ্ছে অডিও ইন্ডাস্ট্রি!"। দৈনিক জনকন্ঠ। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২০।
- ↑ "স্ত্রীকে নিয়ে ফিরছেন তৌসিফ!"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২০।
- ↑ "তৌসিফের অষ্টম অ্যালবাম"। ২৬ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০।
- ↑ "গানের ভুবনে ভালোবাসা"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০।
- ↑ "ভ্যালেন্টাইনে 'সিডি চয়েস'র আয়োজন"। Newsnext Bangladesh। ১৪ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০।
- ↑ "দৈনিক জনকন্ঠ || মিক্সড এ্যালবাম 'তোকে শুধু ছুঁই'"। দৈনিক জনকন্ঠ। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০।
- ↑ "তোকে শুধু ছুঁই - Jugantor"। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০।
- ↑ "সিডি চয়েজের ব্যানারে ১১টি এলবামের মোড়ক উন্মোচন - প্রিয়.কম ..."। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০।
- ↑ "তাদের অন্যরকম আড্ডা | daily nayadiganta"। দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "ঈদে আসছে তৌসিফের দশম একক অ্যালবাম"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০।
- ↑ "CD Choice brings 11 new albums to audio market"। CD Choice brings 11 new albums to audio market | theindependentbd.com। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০।
- ↑ "বাজারে এসেছে সিডি চয়েজের ১১ অ্যালবাম"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০।
- ↑ ক খ "তাঁদের গান ও অ্যালবামে মাতবে এবারের ভালোবাসা দিবস"। ১৪ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০।
- ↑ "অভিনয়ে তৌসিফ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০।
- ↑ ক খ গ ঘ "সিডি চয়েসের ভালোবাসার অ্যালবাম"। ১৬ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০।
- ↑ ক খ গ ঘ "ভালোবাসা দিবসে অডিও বাজার"। banglanews24.com। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০।
- ↑ "অবশেষে তৌসিফ ফিরলেন | কালের কণ্ঠ"। Kalerkantho। ২০ জুন ২০১৭। ১০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২০।
- ↑ ডেস্ক, বিনোদন। "তৌসিফের নতুন গান"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২০।
- ↑ "তৌসিফের নতুন গান"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০।
- ↑ "ঈদে তৌসিফ এর নতুন সিঙ্গেল 'তোরে ছাড়া' | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০।
- ↑ ক খ "সুর-সঙ্গীতের উৎসব"। samakal.com। ১৪ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০।