বিষয়বস্তুতে চলুন

জাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাল
লেখকআবু ইসহাক
প্রচ্ছদ শিল্পীহাশেম খান
দেশবাংলাদেশ
ধরনডিটেকটিভ
প্রকাশনার তারিখ
১৯৮৮
পৃষ্ঠাসংখ্যা১০৪

জাল বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক আবু ইসহাক-এর একটি গোয়েন্দা উপন্যাস। উপন্যাসটি ১৯৮৮ সালে 'আনন্দপত্র' নামক কাগজের ঈদ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। এটি লেখা শেষ হয় ১৯৫৪ সালে। উপন্যাসটি বাস্তব ঘটনা অবলম্বনে রচিত। ১৯৫০ সালে বাংলাদেশে (তৎকালীন পাকিস্তান) 'জাল নোট'-এর কয়েকটা মামলার তদন্তের ভার পড়েছিলো লেখকের ওপর, সরকারি কর্মকর্তা থাকাকালীন সময়ে। সেই অভিজ্ঞতাকে ভিত্তি করেই 'জাল' উপন্যাসটি রচিত।