বিষয়বস্তুতে চলুন

খতরোঁ কে খিলাড়ি ১১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফিয়ার ফ্যাক্টর:
খতরোঁ কে খিলাড়ি
মৌসুম ১১
স্থানীয় নামডর বনাম ডেয়ার
শ্রেষ্ঠাংশেনিচে দেখুন
উপস্থাপকরোহিত শেট্টি
প্রতিযোগীর সংখ্যা১৩
বিজয়ীঅর্জুন বিজলানি
রানার-আপদিব্যাঙ্কা ত্রিপাঠি
স্থানদক্ষিণ আফ্রিকা
পর্বের সংখ্যা২২
মুক্তি
মূল নেটওয়ার্ককালার্স টিভি
মূল মুক্তি১৭ জুলাই ২০২১ (2021-07-17) –
২৬ সেপ্টেম্বর ২০২১ (2021-09-26)
কালানুক্রমিক
← পূর্ববর্তী
১০ম মৌসুম
পরবর্তী →
১২তম মৌসুম

ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ১১ (এছাড়াও ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ডর বনাম ডেয়ার নামেও পরিচিত) এন্ডেমল শাইন ইন্ডিয়া দ্বারা প্রযোজিত ভারতীয় শারীরিক কসরতভিত্তিক আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান খতরোঁ কে খিলাড়ির একাদশ মৌসুম ছিল।[] দক্ষিণ আফ্রিকায় ধারণ করা এই মৌসুমটি ২০২১ সালের সালের ১৭ই জুলাই তারিখে শুরু হয়ে সালের ২৬শে সেপ্টেম্বর তারিখে ফাইনালের মাধ্যমে সম্পন্ন হয়েছে। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমটিও ভারতীয় টেলিভিশন চ্যানেল কালার্স টিভিতে সম্প্রচারিত হয়েছে। ভারতীয় চলচ্চিত্র পরিচালক রোহিত শেট্টি পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও উপস্থাপনা করেছেন।

১৩ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মৌসুমটি ভারতীয় অভিনেতা অর্জুন বিজলানি জয়লাভ করেছেন, অন্যদিকে দিব্যাঙ্কা ত্রিপাঠি এবং বিশাল আদিত্য সিং যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন।[]

বিন্যাস

[সম্পাদনা]

এই অনুষ্ঠানের মূলভাবটি হচ্ছে চরম চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রতিযোগীদের শারীরিক এবং মানসিক শক্তি পরীক্ষা করা। সাধারণত অভিনয়শিল্পী, মডেল অথবা খেলোয়াড়দের মতো বিনোদনশিল্পের সাথে জড়িত ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।

প্রতিটি মৌসুম ভারতের বাইরে একটি দেশে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রতিযোগীদের উচ্চ-অ্যাড্রেনালিন কসরত করানো হয়, যা মৌসুমের অগ্রগতির সাথে সাথে ক্রমান্বয়ে আরও কঠিন হয়ে উঠে। প্রতিটি কসরত শারীরিক শক্তি, ভয়-ভিত্তিক চ্যালেঞ্জ এবং সহনশীলতার মতো তিনটি ভিন্ন বিভাগে ভাগ করা হয়। শারীরিক শক্তির মধ্যে উচ্চতা থেকে লাফিয়ে পড়া, শক্তিশালী স্রোতে সাঁতার কাটা অথবা ঝুলন্ত সেতু অতিক্রম করার মতো কসরত অন্তর্ভুক্ত থাকে। ভয়-ভিত্তিক কসরতগুলো ভয়ের মুখোমুখি হওয়ার দিকে মনোনিবেশ করে যেমন সাপ, পোকামাকড়, উচ্চতা অথবা বদ্ধ স্থান। সহনশীলতার কসরতগুলো প্রতিযোগীদের ঠান্ডা জলে ডুবে থাকা অথবা অস্বস্তিকর পরিবেশের সাথে মোকাবিলা করার মতো চরম পরিস্থিতি সহ্য করার ক্ষমতা পরীক্ষা করে।

এই অনুষ্ঠানে সাধারণত প্রতিটি কসরতের পরে একজন প্রতিযোগীকে নিষ্কাশন করে থাকে। যখন কোন প্রতিযোগী কসরতগুলো সম্পূর্ণ করতে ব্যর্থ হয় অথবা কসরতে খারাপ করে, সে প্রতিযোগী বাদ পড়ার আশঙ্কায় থাকে; অতঃপর সে প্রতিযোগী আরও চ্যালেঞ্জিং কসরতের মুখোমুখি হয়। চূড়ান্ত প্রতিযোগীগণ অনুষ্ঠানের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে, যেখানে তারা সর্বশেষ কসরতের মুখোমুখি হয়, যার মাধ্যমে বিজয়ী প্রতিযোগী খতরোঁ কে খিলাড়ির শিরোপা জয়লাভ করে।

প্রতিযোগী

[সম্পাদনা]
স্থান প্রতিযোগী পেশা অবস্থা
অর্জুন বিজলানি অভিনেতা বিজয়ী
দিব্যাঙ্কা ত্রিপাঠি অভিনেত্রী ১ম রানার-আপ
বিশাল আদিত্য সিং অভিনেতা ২য় রানার-আপ
বরুণ সুদ অভিনেতা অপনীত
শ্বেতা তিওয়ারী অভিনেত্রী অপনীত
রাহুল বৈদ্য গায়ক অপনীত
সানা মকবুল অভিনেত্রী অপনীত
অভিনব শুকলা অভিনেতা অপনীত
অনুষ্কা সেন অভিনেত্রী অপনীত
১০ নিকি তাম্বোলি মডেল অপনীত
১১ মেহেক চাহাল অভিনেত্রী অপনীত
১২ আস্থা গিল গায়িকা অপনীত
১৩ সৌরভ রাজ জৈন অভিনেতা অপনীত

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]