কোনার নদ
কোনার নদ | |
---|---|
প্রাকৃতিক বৈশিষ্ট্য | |
মোহনা | দামোদর নদ |
দৈর্ঘ্য | ১০০ কিলোমিটার (৬২ মা) |
অববাহিকার বৈশিষ্ট্য | |
নদী ব্যবস্থা | দামোদর অববাহিকা |
কোনার নদ ঝাড়খণ্ড রাজ্যেরের হাজারিবাগ জেলা ও বোকার জেলায় প্রবাহিত একটি নদী। এই নদীর তীরে বোকারো ও গোমতি শহর অবস্থিত।
প্রবাহ
[সম্পাদনা]হাজারিবাগ জেলার সুলতানপুর গ্রাম উৎপন্ন হয়ে বোকারো জেলায় দামোদর নদে পতিত হয়েছে। এই নদটির প্রধান উপনদী হল সীযানি নদী। এছাড়া নদটির সঙ্গে বোকারও নদীও মিলিত হয়েছে গোমতির কাছে।শেষে কোনার নদ ঝাড়িধির বাজারের কাছে দামোদর নদ এর সঙ্গে যুক্ত হয়েছে। নদীটিতে শুষ্ক মৌসুমে জল প্রায�� থাকে না। কিন্তু বর্ষার সময় নদীতে জলের পরিমাণ অস্বাভাবিক ভাবে বেড়ে যায়।
কোনার বাঁধ
[সম্পাদনা]এই নদীর উপর নির্মিত হয়েছে কোনার বাঁধ ।বাঁধটি ১৯৫৫ সালে দামোদর ভ্যালি করপোরেশন এর পরিকল্পনায় চারটি বাঁধের মধ্যে এটি দ্বিতীয় বাঁধ হিসাবে নির্মিত হয়।বাঁধটির মোট দৈর্ঘ্য ৪৫৩৫ মিটার ও উচ্চতা ৪৮.৭৭ মিটার।
বোকার ব্যারেজ
[সম্পাদনা]বোকার বিদ্যুৎ কেন্দ্রটিতে জলের যোগান দেওয়ার জন্য বোকারতে একটি ব্যারেজ নির্মিত হয়েছে।[১] এই ব্যরেজটি বোকার শহরের নিকটই নির্মিত হয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Konar Dam"। সংগ্রহের তারিখ ০৪-০৮-২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)