বিষয়বস্তুতে চলুন

করেরহাট ইউনিয়ন

স্থানাঙ্ক: ২২°৫৭′১৫″ উত্তর ৯১°৩৩′১৪″ পূর্ব / ২২.৯৫৪১৭° উত্তর ৯১.৫৫৩৮৯° পূর্ব / 22.95417; 91.55389
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
করেরহাট
ইউনিয়ন
১নং করেরহাট ইউনিয়ন পরিষদ
করেরহাট চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
করেরহাট
করেরহাট
করেরহাট বাংলাদেশ-এ অবস্থিত
করেরহাট
করেরহাট
বাংলাদেশে করেরহাট ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৭′১৫″ উত্তর ৯১°৩৩′১৪″ পূর্ব / ২২.৯৫৪১৭° উত্তর ৯১.৫৫৩৮৯° পূর্ব / 22.95417; 91.55389 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলামীরসরাই উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমহিউদ্দিন (ভারপ্রাপ্ত)[][]
আয়তন
 • মোট১৫৮.৪১ বর্গকিমি (৬১.১৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩৫,৪৬৭
 • জনঘনত্ব২২০/বর্গকিমি (৫৮০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৬.৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩২৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

করেরহাট বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

আয়তন

[সম্পাদনা]

করেরহাট ইউনিয়নের আয়তন ৩৯,১৪৪ একর (১৫৮.৪১ বর্গ কিলোমিটার)। আয়তনের দিক থেকে এটি মীরসরাই উপজেলার বৃহত্তম ইউনিয়ন।[]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী করেরহাট ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৫,৪৬৭ জন। এর মধ্যে পুরুষ ১৭,১৭৩ জন এবং মহিলা ১৮,২৯৪ জন। মোট পরিবার ৭,৩৬২টি।[]

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

মীরসরাই উপজেলার পাহাড়ি অঞ্চল হলো করেরহাট ইউনিয়ন। উপজেলার সমগ্র পূর্বাংশ জুড়ে এ ইউনিয়নের ��বস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়ন পরিষদের দূরত্ব প্রায় ২২ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়ন এবং দক্ষিণে সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন; পশ্চিমে ওয়াহেদপুর ইউনিয়ন, খৈয়াছড়া ইউনিয়ন, মীরসরাই ইউনিয়ন, দুর্গাপুর ইউনিয়ন, জোরারগঞ্জ ইউনিয়ন, হিঙ্গুলী ইউনিয়ন, ফেনী নদীফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন; উত্তরে ফেনী নদীফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন এবং উত্তর-পূর্বে ফেনী নদীভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

করেরহাট ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার জোরারগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হলো:[]

  • জয়পুর পূর্ব জোয়ার
  • বরইয়া
  • পশ্চিম জোয়ার
  • ভালুকিয়া
  • ছত্তরুয়া
  • দক্ষিণ অলিনগর
  • গেড়ামারা
  • পূর্ব অলিনগর
  • পশ্চিম অলিনগর
  • গুলছড়ি
  • কাটাগাং
  • কয়লা
  • তিলকার চর
  • উদয় মহাজন চর
  • চর কাটাগাং
  • বলির চর
  • তুলাতলী
  • কাটা পশ্চিম জোয়ার

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী করেরহাট ইউনিয়নের সাক্ষরতার হার ৪৬.৮%।[] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা, ১২টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি কিন্ডারগার্টেন রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
মাধ্যমিক বিদ্যালয়[]
  • অলিনগর লায়লা বেগম আদর্শ উচ্চ বিদ্যালয়
  • করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়
  • জয়পুর পূর্ব জোয়ার আংকুরের নেছা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় (হাবিলদার বাসা)
মাদ্রাসা[]
প্রাথমিক বিদ্যালয়
  • করেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কয়লা শহীদ জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছত্তরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জয়পুর পূর্ব জোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ অলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম অলিনগর আমজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম অলিনগর বি এম কে সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম অলিনগর মজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম জোয়ারা রশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বর্দ্দ গেড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাবিলদার বাসা রাম সিং সরকারি প্রাথমিক বিদ্যালয়
কিন্ডারগার্টেন
  • করেরহাট এন বি শিশু একাডেমি
  • হাবিলদার বাসা ইউনাইটেড একাডেমি

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

করেরহাট ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হলো বারৈয়ারহাট-ছাগলনাইয়া সড়ক, করেরহাট-রামগড় সড়ক এবং মীরসরাই-নারায়ণহাট সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়

[সম���পাদনা]

করেরহাট ইউনিয়নে ২২টি মসজিদ, ৮টি ঈদগাহ ও ১টি মন্দির রয়েছে।

খাল ও নদী

[সম্পাদনা]

করেরহাট ইউনিয়নের উত্তর সীমান্তবর্তী অঞ্চল দিয়ে বয়ে চলেছে ফেনী নদী

হাট-বাজার

[সম্পাদনা]

করেরহাট ইউনিয়নের প্রধান ৩টি হাট/বাজার হলো করেরহাট বাজার, কয়লা বাজার এবং লিচুতলা বাজার।

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

করেরহাট ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[]

  • করেরহাট বনবীট ও রেস্ট হাউজ
  • রিজার্ভ ফরেস্ট অফিস
  • মধুরিমা রিসোর্ট

উল্লেখযোগ্য ব্যক্তি

[সম্পাদনা]

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
  • বর্তমান চেয়ারম্যান: মহিউদ্দিন (ভারপ্রাপ্ত)।[][]
চেয়ারম্যানগণের তালিকা[]
ক্রম নং. চেয়ারম্যানের নাম সময়কাল
০১ কুমুদীনি কান্ত মজুমদার (সভাপতি) স্বাধীনতার পূর্বে
০২ আব্দুল গণি চৌধুরী স্বাধীনতার পূর্বে
০৩ রফিক আহমদ প্রকাশ ছুট্টু মিয়া

স্বাধীনতার পূর্বে

০৪ এটিএম ইসমাঈল প্রকাশ মিণ্টু মিয়া

১৯৭২-১৯৯৭

০৫ আবু ছালেক কোম্পানি ১৯৯৭-২০০৩
০৬ দেলোয়ার হোসেন ২০০৩-২০১৬
০৭ এনায়েত হোসেন নয়ন ২০১৬-২০২৪

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "জনপ্রতিনিধিবৃন্দ"। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪ 
  2. "মিরসরাই উপজেলায় ১৫ ইউনিয়নে নতুন প্রশাসক"নয়াদিগন্ত। ১৯ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪ 
  3. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২০ 
  4. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - করেরহাট ইউনিয়ন - করেরহাট ইউনিয়ন"korerhatup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৭ 
  5. "মাধ্যমিকবিদ্যালয় - করেরহাট ইউনিয়ন - করেরহাট ইউনিয়ন"korerhatup.chittagong.gov.bd। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৭ 
  6. "মাদ্রাসা - করেরহাট ইউনিয়ন - করেরহাট ইউনিয়ন"korerhatup.chittagong.gov.bd। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৭ 
  7. "দর্শনীয়স্থান - করেরহাট ইউনিয়ন - করেরহাট ইউনিয়ন"korerhatup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৭ 
  8. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - করেরহাট ইউনিয়ন - করেরহাট ইউনিয়ন"korerhatup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৭ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]