বিষয়বস্তুতে চলুন

কনকাকাফ গোল্ড কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কনকাকাফ গোল্ড কাপ
প্রতিষ্ঠিত১৯৯১; ৩৩ বছর আগে (1991)[][]
অঞ্চলউত্তর আমেরিকা, মধ্য আমেরিকাক্যারিবীয় (কনকাকাফ)
দলের সংখ্যা১৬
বর্তমান চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র (৭ম শিরোপা)
সবচেয়ে সফল দল মেক্সিকো (৮টি শিরোপা)
ওয়েবসাইটগোল্ড কাপ
২০২৩ কনকাকাফ গোল্ড কাপ

কনকাকাফ গোল্ড কাপ (স্পেনীয়: Copa de Oro de la Concacaf, ফরাসি: Coupe D'or CONCACAF) কনকাকাফ অঞ্চলের পুরুষদের প্রধান জাতীয় ফুটবল দলের প্রতিযোগিতাউত্তর আমেরিকা, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল খেলায় শীর্ষস্থান অধিকারী দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ১৯৯১ সাল থেকে কনকাকাফ গোল্ড কাপের প্রবর্তন করা হয়। প্রতি দুই বছর অন্তর কনকাকাফ গোল্ড কাপ অনুষ্ঠিত হয়। ফিফা কনফেডারেশন্স কাপে অংশগ্রহণের লক্ষ্যে কনকাকাফ ও ফিফার শিরোপাধারী দল পরবর্তী বছরের প্রতিযোগিতায় স্বয়ংক্রিয়ভাব যোগ্যতা অর্জন করার বিধান রাখা হয়েছে।

ইতিহাস

[সম্পাদনা]

১৯৮৯ সালে কনকাকাফ চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার বিলুপ্তি ঘটলে কনকাকাফ ফেডারেশন পুনরায় ১৯৯০ সালে আঞ্চলিক চ্যাম্পিয়নশীপ নির্ধারণে নতুন ফুটবল প্রতিযোগিতার রূপরেখা প্রণয়ন করে। কনকাকাফ গোল্ড কাপ নামে নতুন এ ফুটবল প্রতিযোগিতা ১৯৯১ সালে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়। আট দলের এ প্রতিযোগিতায় স্বাগতিক দল চ্যাম্পিয়ন হয়। মেক্সিকো পরবর্তী বছরগুলোয় আধিপত্য বিস্তার করে। ১৯৯৩, ১৯৯৬ এবং ১৯৯৮ সালে একাধিক্রমে তিনবার দলটি চ্যাম্পিয়ন হয়।

১৯৯৬ সালের প্রতিযোগিতায় প্রথমবারের মতো অতিথি দল হিসেবে তৎকালীন ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়নধারী ব্রাজিল দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ২০০০ সালে দল সংখ্যা বৃদ্ধি করে ১২ দলে নিয়ে আসা হয়। কানাডা এতে শিরোপা লাভ করে যা তাদের আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে একশত বছরেরও অধিক সময়ের মধ্যে প্রথম বৃহৎ সাফল্য হিসেবে বিবেচিত।

২০০৭ সালের গোল্ড কাপ প্রতিযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ - ২৪ জুন, ২০০৭ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়। শিকাগোতে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় পূর্বতন বছরের চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র ২-১ ব্যবধানে মেক্সিকোকে পরাভূত করে। কানাডা এবং গুয়াদেলুপ দলকে যৌথভাবে তৃতীয় স্থানের অধিকারী হিসেবে মর্যাদা দেয়া হয়।[] রোজ বোলে অনুষ্ঠিত ২০১১ গোল্ড কাপের চূড়ান্ত খেলায় ৪-২ ব্যবধানে মার্কিন দলকে পরাভূত করে মেক্সিকো। প্রতিযোগিতায় মার্কিন দলকে বেশ চড়াই-উৎরাই পার হতে হয়। পানামার বিরুদ্ধে নাটকীয়ভাবে জয়ী হয়ে তারা ফাইনালে পৌঁছেছিল।

যোগ্যতা নির্ধারণ

[সম্পাদনা]

উত্তর আমেরিকার অঞ্চল

  • স্বয়ংক্রীয়ভাবে যোগ্যতা অর্জন : ৩ দল

মধ্য আমেরিকার অঞ্চল

ক্যারিবিয় অঞ্চল

ফলাফল

[সম্পাদনা]

কনকাকাফ চ্যাম্পিয়নশিপ

[সম্পাদনা]
কনকাকাফ চ্যাম্পিয়নশিপ (১৯৬৩–১৯৮৯)
নং বছর আয়োজক ফাইনাল গ্রুপ র‍্যাঙ্ক দলসংখ্যা
চ্যাম্পিয়ন রানার আপ তৃতীয় স্থান চতুর্থ স্থান
১৯৬৩  এল সালভাদোর কোস্টা রিকা-এর পতাকা
কোস্টা রিকা
এল সালভাদোর-এর পতাকা
এল সালভাদোর
নেদারল্যান্ডস এন্টিলস-এর পতাকা
নেদারল্যান্ডস এন্টিলস
হন্ডুরাস-এর পতাকা
হন্ডুরাস
১৯৬৫  গুয়াতেমালা মেক্সিকো-এর পতাকা
মেক্সিকো
গুয়াতেমালা-এর পতাকা
গুয়াতেমালা
কোস্টা রিকা-এর পতাকা
কোস্টা রিকা
এল সালভাদোর-এর পতাকা
এল সালভাদোর
১৯৬৭  হন্ডুরাস গুয়াতেমালা-এর পতাকা
গুয়াতেমালা
মেক্সিকো-এর পতাকা
মেক্সিকো
হন্ডুরাস-এর পতাকা
হন্ডুরাস
ত্রিনিদাদ ও টোবাগো-এর পতাকা
ত্রিনিদাদ ও টোবাগো
১৯৬৯  কোস্টা রিকা কোস্টা রিকা-এর পতাকা
কোস্টা রিকা
গুয়াতেমালা-এর পতাকা
গুয়াতেমালা
নেদারল্যান্ডস এন্টিলস-এর পতাকা
নেদারল্যান্ডস এন্টিলস
মেক্সিকো-এর পতাকা
মেক্সিকো
১৯৭১  ত্রিনিদাদ ও টোবাগো মেক্সিকো-এর পতাকা
মেক্সিকো
হাইতি-এর পতাকা
হাইতি
কোস্টা রিকা-এর পতাকা
কোস্টা রিকা
কিউবা-এর পতাকা
কিউবা
১৯৭৩  হাইতি হাইতি-এর পতাকা
হাইতি
ত্রিনিদাদ ও টোবাগো-এর পতাকা
ত্রিনিদাদ ও টোবাগো
মেক্সিকো-এর পতাকা
মেক্সিকো
হন্ডুরাস-এর পতাকা
হন্ডুরাস
১৯৭৭  মেক্সিকো মেক্সিকো-এর পতাকা
মেক্সিকো
হাইতি-এর পতাকা
হাইতি
এল সালভাদোর-এর পতাকা
এল সালভাদোর
কানাডা-এর পতাকা
কানাডা
১৯৮১  হন্ডুরাস হন্ডুরাস-এর পতাকা
হন্ডুরাস
এল সালভাদোর-এর পতাকা
এল সালভাদোর
মেক্সিকো-এর পতাকা
মেক্সিকো
কানাডা-এর পতাকা
কানাডা
১৯৮৫ বিভিন্ন কানাডা-এর পতাকা
কানাডা
হন্ডুরাস-এর পতাকা
হন্ডুরাস
কোস্টা রিকা-এর পতাকা
কোস্টা রিকা
এল সালভাদোর-এর পতাকা
এল সালভাদোর
১০ ১৯৮৯ বিভিন্ন কোস্টা রিকা-এর পতাকা
কোস্টা রিকা
মার্কিন যুক্তরাষ্ট্র-এর পতাকা
মার্কিন যুক্তরাষ্ট্র
ত্রিনিদাদ ও টোবাগো-এর পতাকা
ত্রিনিদাদ ও টোবাগো
গুয়াতেমালা-এর পতাকা
গুয়াতেমালা

কনকাকাফ গোল্ড কাপ

[সম্পাদনা]
কনকাকাফ গোল্ড কাপ (১৯৯১–বর্তমান)
নং বছর আয়োজক ফাইনাল তৃতীয় স্থান নির্ধারক দল
বিজয়ী ফলাফল রানার-আপ তৃতীয় স্থান ফলাফল চতুর্থ স্থান
১৯৯১  মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র-এর পতাকা
মার্কিন যুক্তরাষ্ট্র
০-০ (অ.স.প.)
৪-৩ (পে.)
হন্ডুরাস-এর পতাকা
হন্ডুরাস
মেক্সিকো-এর পতাকা
মেক্সিকো
২-০ কোস্টা রিকা-এর পতাকা
কোস্টা রিকা
১৯৯৩  মার্কিন যুক্তরাষ্ট্র
 মেক্সিকো
মেক্সিকো-এর পতাকা
মেক্সিকো
৪-০ মার্কিন যুক্তরাষ্ট্র-এর পতাকা
মার্কিন যুক্তরাষ্ট্র
কোস্টা রিকা-এর পতাকা
কোস্টা রিকা
১-১ (অ.স.প.) জ্যামাইকা-এর পতাকা
জ্যামাইকা
১৯৯৬  মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো-এর পতাকা
মেক্সিকো
২-০ ব্রাজিল-এর পতাকা
ব্রাজিল
মার্কিন যুক্তরাষ্ট্র-এর পতাকা
মার্কিন যুক্তরাষ্ট্র
৩-০ গুয়াতেমালা-এর পতাকা
গুয়াতেমালা
১৯৯৮  মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো-এর পতাকা
মেক্সিকো
১-০ মার্কিন যুক্তরাষ্ট্র-এর পতাকা
মার্কিন যুক্তরাষ্ট্র
ব্রাজিল-এর পতাকা
ব্রাজিল
১-০ জ্যামাইকা-এর পতাকা
জ্যামাইকা
১০
২০০০  মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা-এর পতাকা
কানাডা
২-০ কলম্বিয়া-এর পতাকা
কলম্বিয়া
খেলা হয়নি ১২
 পেরু
 ত্রিনিদাদ ও টোবাগো
২০০২  যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র-এর পতাকা
মার্কিন যুক্তরাষ্ট্র
২–০
কোস্টা রিকা-এর পতাকা
কোস্টা রিকা
কানাডা-এর পতাকা
কানাডা
২–১
 দক্ষিণ কোরিয়া
১২
২০০৩  মেক্সিকো
 যুক্তরাষ্ট্র
মেক্সিকো-এর পতাকা
মেক্সিকো
১–০ (সা.ডে.)
ব্রাজিল-এর পতাকা
ব্রাজিল
মার্কিন যুক্তরাষ্ট্র-এর পতাকা
মার্কিন যুক্তরাষ্ট্র
৩–২
কোস্টা রিকা-এর পতাকা
কোস্টা রিকা
১২
২০০৫  মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র-এর পতাকা
মার্কিন যুক্তরাষ্ট্র
০-০ (অ.স.প.)
৩-১ (পে.)
পানামা-এর পতাকা
পানামা
খেলা হয়নি ১২
 কলম্বিয়া
 হন্ডুরাস
২০০৭  মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র-এর পতাকা
মার্কিন যুক্তরাষ্ট্র
২–১
মেক্সিকো-এর পতাকা
মেক্সিকো
 কানাডা
 গুয়াদলুপ
১২
১০ ২০০৯  মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো-এর পতাকা
মেক্সিকো
৫–০
মার্কিন যুক্তরাষ্ট্র-এর পতাকা
মার্কিন যুক্তরাষ্ট্র
 কোস্টা রিকা
 হন্ডুরাস
১২
১১ ২০১১  মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো-এর পতাকা
মেক্সিকো
৪–২
মার্কিন যুক্তরাষ্ট্র-এর পতাকা
মার্কিন যুক্তরাষ্ট্র
 হন্ডুরাস
 পানামা
১২
১২ ২০১৩  মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র-এর পতাকা
মার্কিন যুক্তরাষ্ট্র
১-০ পানামা-এর পতাকা
পানামা
 হন্ডুরাস
 মেক্সিকো
১২
১৩ ২০১৫  কানাডা
 যুক্তরাষ্ট্র
মেক্সিকো-এর পতাকা
মেক্সিকো
৩-১ জ্যামাইকা-এর পতাকা
জ্যামাইকা
পানামা-এর পতাকা
পানামা
১-১
(অ.স.প.)

(৩-২ পে.)
মার্কিন যুক্তরাষ্ট্র-এর পতাকা
মার্কিন যুক্তরাষ্ট্র
১২
১৪ ২০১৭  মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র-এর পতাকা
মার্কিন যুক্তরাষ্ট্র
২-১ জ্যামাইকা-এর পতাকা
জ্যামাইকা
খেলা হয়নি ১২
 কোস্টা রিকা
 মেক্সিকো
১৫ ২০১৯  কোস্টা রিকা
 জ্যামাইকা
 মার্কিন যুক্তরাষ্ট্র
মেক্সিকো-এর পতাকা
মেক্সিকো
১-০ মার্কিন যুক্তরাষ্ট্র-এর পতাকা
মার্কিন যুক্তরাষ্ট্র
 হাইতি
 জ্যামাইকা
১৬
১৬ ২০২১  মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র-এর পতাকা
মার্কিন যুক্তরাষ্ট্র
১-০ (অ.স.প.) মেক্সিকো-এর পতাকা
মেক্সিকো
 কানাডা
 কাতার
১৬

আমন্ত্রিত দল

[সম্পাদনা]

১৯৯৬তে প্রথম আমন্ত্রিত দল হিসেবে ব্রাজিলকে আমন্ত্রিত করা হয়। যদিও ব্রাজিলের অনূর্ধ্ব-২৩ দল অংশ নিয়েছিল এবং তারা ৭টি কনকাকাফ অধিভুক্ত দলকে ছাপিয়ে ফাইনালে মেক্সিকোর কাছে হেরে গিয়ে রৌপ্যপদক লাভ করে।[]

পারফরম্যান্স

[সম্পাদনা]
দল কনফেডারেশন ১৯৯৬ ১৯৯৮ ২০০০ ২০০২ ২০০৩ ২০০৫ ২০২১ ২০২৩ অংশগ্রহণ
 ব্রাজিল কনমেবল ২য় ৩য়  –  – ২য়  –  –  –
 কলম্বিয়া কনমেবল  –  – ২য়  – কোফা সেমি  –  –
 পেরু কনমেবল  –  – সেমি  –  –  –  –  –
 দক্ষিণ কোরিয়া এএফসি  –  – গ্রুপ ৪র্থ  –  –  –  –
 ইকুয়েডর কনমেবল  –  –  – গ্রুপ  –  –  –  –
 দক্ষিণ আফ্রিকা ক্যাফ  –  –  –  –  – কোফা  –  –
 কাতার এএফসি  –  –  –  –  –  – সেমি  –

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "About Gold Cup"। CONCACAF। ১৭ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২১ 
  2. "2007 CONCACAF Gold Cup – Technical Report" (পিডিএফ)। CONCACAF। ১২ নভেম্বর ২০০৭। পৃষ্ঠা 4। ২৯ নভেম্বর ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৬ 
  3. "International Match Calendar - Fixed dates for national team matches 2008-2014" (পিডিএফ)FIFA। ২০০৮-০৫-২৭। ২০০৮-০৯-১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-১৪ 
  4. "CONCACAF Championship, Gold Cup 1996"। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২১ 

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]