বিষয়বস্তুতে চলুন

এই সময় (সংবাদপত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এই সময়
ধরনপ্রভাতী দৈনিক সংবাদপত্র
ফরম্যাটব্রডশিট
মালিকবেনেট কোলম্যান অ্যান্ড কোম্পানি লিমিটেড
প্রকাশকবেনেট কোলম্যান অ্যান্ড কোম্পানি লিমিটেড
সম্পাদকহীরক বন্দ্যোপাধ্যায়
প্রতিষ্ঠাকাল১৫ অক্টোবর, ২০১২
রাজনৈতিক মতাদর্শনিরপেক্ষ
ভাষাবাংলা ভাষা
সদর দপ্তরকলকাতা, ভারত
ওয়েবসাইটএই সময় পত্রিকার ইন্টারনেট সংস্করণ

এই সময় হল কলকাতা থেকে প্রকাশিত একটি বাংলা দৈনিক সংবাদপত্র। ২০১২ খ্রিস্টাব্দের ১৫ অক্টোবর যাত্রা শুরু করে 'এই সময়'। এই সংবাদপত্রের প্রথম সম্পাদক ছিলেন সুমন চট্টোপাধ্যায়, বর্তমান সম্পাদক হলেন হীরক বন্দ্যোপাধ্যায়। প্রকাশক বেনেট কোলম্যান অ্যান্ড কোম্পানি লিমিটেড, যে সংস্থা ভারতের প্রতিষ্ঠিত ইংরেজি দৈনিক 'দ্য টাইমস অফ ইন্ডিয়া' প্রকাশ করে। অন্যান্য বাংলা দৈনিক সংবাদপত্রের পাশাপাশি 'এই সময়' কলকাতা তথা পূর্ব ভারতের বাংলা পাঠকমহলে পূর্ণাঙ্গ দৈনিক সংবাদপত্র হিসেবে নিজস্ব জায়গা তৈরি করে নিয়েছে।

বৈশিষ্ট্য

[সম্পাদনা]

'এই সময়' সংবাদপত্রের সঙ্গে শুরু থেকেই 'অন্য সময়' নামে এক স্থায়ী ক্রোড়পত্র নিত্যদিন প্রকাশিত হয়ে চলেছে। এতে থাকে সংবাদ সমীক্ষা, বিশষজ্ঞের মতামত, বিশিষ্টজনের জীবনযাত্রার ধরন, উদ্‌যাপন, ইত্যাদি। দৈনিক পরিবেশিত স্তম্ভগুলোর মধ্যে থাকে 'এই মুহূর্তে' 'এই শহর', 'এই রাজ্য', 'মতামত', 'এই দেশ', 'ব্যবসাবাণিজ্য', 'এই দুনিয়া' এবং 'খেলার সময়' ইত্যাদি।

ই-পত্রিকা

[সম্পাদনা]

মুদ্রিত সংবাদপত্রের পাশাপাশি 'এই সময়' ই-পত্রিকাও চালু আছে। এখানেও পত্রিকার বৈশিষ্ট্য হল, আলাদা আলাদা স্তম্ভের জন্যে এক-একটা আলাদা সাইট উপলব্ধ করা যায়।

তথ্যসূত্র

[সম্পাদনা]