আলাপ:জীবনানন্দ দাশ
আলোচনা যোগ করুনজীবনী অপর্যালোচিত | |||||||
|
উইকিপ্রকল্প সাহিত্য | ||||||||||||||
|
ছবি
[সম্পাদনা]জীবনানন্দ মারা গেছেন১৯৫৪ সালে। তাঁর ছবিটি কখন তোলা, তা উল্লেখ করা হয়নি। কাজেই যথেষ্ট সম্ভাবনা আছে যে, এটি ১৯৪৬ সালের পরে তোলা। সেক্ষেত্রে এটি ম���টেও পাবলিক ডোমেইন এর ছবি নয়। আর এই ছবির বর্ণনা উইকিমিডিয়া কমন্সে দেয়া হয়েছে আমেরিকার লাইসেন্সে (৭০ বছর), আসলে আমেরিকার কপিরাইট আইন এক্ষেত্রে প্রযোজ্য নয়, কেননা এটি বাংলাদেশ অথবা ভারতে তোলা ছবি, দুটি দেশেরই আইনে ছবি তোলার ৬০ বছর পর তা পাবলিক ডোমেইনে আসে। এই ব্যপার গুলো পরিষ্কার হওয়া দরকার অবিলম্বে, না হলে ছবিটি বাদ দেওয়াই শ্রেয় হবে। ধন্যবাদ। --Ragib 20:12, ১২ এপ্রিল ২০০৬ (ইউটিসি)
এবারের গণিত উৎসবে বরিশালে দাদার বাড়িতে, যেখানে থাকতেন, গিয়েছিলাম। সিডরে বাড়িটার ক্ষতি হয়েছে। তাই ওখানকার বাসিন্দারা সেটা ভেঙ্গে নতুন বাড়ি বানাচ্ছে। ধানসিড়িঁর ছবি মোবাইলে তুলেছি। মনে হয় না কোন পদের হবে। ডাউনলোড করে দেখবো তা দেওয়া যায় কী না? Munirhasan ১৫:৫৩, ২৩ ফেব্রুয়ারি ২০০৮ (ইউটিসি)
- যেমনই হোক দিয়ে দেন। কিছু একটা তো থাকল। -- মুহাম্মদ ১৬:০৮, ২৩ ফেব্রুয়ারি ২০০৮ (ইউটিসি)
তথ্যসূত্র প্রয়োজন
[সম্পাদনা]তিনি প্রায়ই ট্রাম দুর্ঘটনায় মৃত্যুর কথা ভাবতেন। গত এক শত বৎসরে ট্রাম দুর্ঘটনায় কোলকাতায় মৃত্যুর সংখ্যা মাত্র একটি। তিনি আর কেউ নন, কবি জীবনানন্দ দাশ।
এ তথ্যের ক্ষেত্রে নিবন্ধদাতা নিজের লেখা বইয়ের তথ্যসূত্র দিয়েছেন, যা গ্রহণযোগ্য নয়। এর তথ্যের মূল/আসল/মৌলিক সূত্র প্রয়োজন। যেহেতু নিবন্ধদাতা নিজের রচিত বইয়ে তথ্যটি ব্যবহার করেছেন তাই এর মূল/আসল/মৌলিক তথ্যসূত্রটি জানা থাকা উচিত। নতুবা তথ্যটি সরিয়ে ফেলা উচিত।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:২৮, ১৬ অক্টোবর ২০০৯ (ইউটিসি)
জীবনানন্দের স্বাক্ষর
[সম্পাদনা]তথ্যছকে জীবনানন্দের যে স্বাক্ষর সংযোজন করা হয়েছে তা প্রশ্নযোগ্য। জানা দরকার কোন্ সূত্রে তা সংগৃহীত হয়েছে। জীবনানন্দ দাশ সেই আমলে এতো মোটা কলম ব্যবহার করেছিলেন ভেবে অবাক হতে হয়। — Faizul Latif Chowdhury (আলাপ) ০৯:২৭, ১ নভেম্বর ২০১৯ (ইউটিসি)