বিষয়বস্তুতে চলুন

আর. এ. গনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আর. এ. গনি
রংপুর-১৯ আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
২ এপ্রিল ১৯৭৯ – ২৪ মার্চ ১৯৮২
পূর্বসূরীলুৎফর রহমান
উত্তরসূরীআসন অবলুপ্ত
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯২৭
বসনিয়াপাড়া, সাদুল্লাপুর, গাইবান্ধা, রংপুর, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
মৃত্যু১৫ জানুয়ারি ২০১৬ (বয়স ৮৯)
স্কয়ার হাসপাতাল, ঢাকা, বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল

আর. এ. গনি (১৯২৭ – ১৫ জানুয়ারি ২০১৬) বাংলাদেশের গাইবান্ধা জেলার একজন প্রকৌশলী ও রাজনীতিবিদ ছিলেন যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি একজন সাংসদ ছিলেন। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ছিলেন।[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

আর. এ. গনি ১৯২৭ সালে গাইবান্ধার সাদুল্লাপুরের বসনিয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।[] তিনি গাইবান্ধা লোকাল বয়েজ স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।[] পরবর্তীতে, তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।[] তিনি ১৯৫২ সালে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ১৯৫২ সালে পুরকৌশলে স্নাতক হন।[]

আর. এ. গনি ১৯৫৩ সালে গনি বাংলা লিমিটেড নামে এক প্রকৌশল পরামর্শক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।[] এরপর, ১৯৬৩ সালে তিনি ক্যালিফোর্নিয়া থেকে স্নাতকোত্তর শিক্ষা সম্পন্ন করেন।[] তারপর, তিনি ওয়াশিংটনের একটি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।[] তিনি ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থানবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।[]

আর. এ. গনি বেগম হোসনে আরা গনির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।[] তাদের তিন পুত্র ও এক কন্যা ছিল।[]

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

আর. এ. গনি ১৯৭৯ সালের রংপুর-১৯ আসনের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[] তিনি জিয়াউর রহমানের শাসনামলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন।[] তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

মৃত্যু

[সম্পাদনা]

আর. এ. গনি ২০১৬ সালের ১৫ জানুয়ারি ঢাকার স্কয়ার হাসপাতালে ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ড. আর এ গনি আর নেই"দেশ টিভি। ১৫ জানুয়ারি ২০১৬। ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "আর এ গণির জানাজা হবে ধানমন্ডি ও নয়াপল্টনে"প্রথম আলো। ১৫ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "ড. আর এ গণির দাফন সম্পন্ন"সমকাল। ১৬ জানুয়ারি ২০১৬। ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২০ 
  4. "বিএনপির নেতা আর এ গনির স্ত্রী আর নেই"প্রথম আলো। ৩ সেপ্টেম্বর ২০১০। ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২০ 
  5. "List of 2nd Parliament Members" (পিডিএফ)জাতীয় সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "চলে গেলেন বিএনপি নেতা ড. আর এ গনি"কালের কণ্ঠ। ১৫ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২০