আবু মাসুদ আল-আনসারী
আবু মাসুদ আল-আনসারী | |
---|---|
(আরবি): أبو مسعود الأنصاري | |
জন্ম | উকবা ইবনে আমর ৭স শতক |
মৃত্যু | মদিনা |
সমাধি | মদিনা |
অন্যান্য নাম | আবু মাসুদ |
দাম্পত্য সঙ্গী | হুযাইলা বিনতে সাবিত বাশিরা বিনতে কুদামাহ |
সন্তান | মাসুদ বশির উম্মে বশীর উম্মে গাজিয়াহ উম্মে ওয়ালিদ গাজিয়াহ |
আবু মাসুদ আল-আনসারী (আরবী: أبو مسعود الأنصاري) এমন এক সাহাবী যিনি দ্বিতীয় আকাবায় অংশগ্রহণ করেছিলেন। বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি। উহুদের যুদ্ধসহ পরবর্তী সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও তিনি বহু হাদীস বর্ণনা করেছেন। তিনি অধিক জ্ঞানী সাহাবাদের মধ্যে একজন ছিলেন।
নাম ও বংশ
[সম্পাদনা]নাম- উকবা ইবনে আমর। উপনাম: আবু মাসুদ। বংশধারা: উকবা ইবনে আমর ইবনে ছা’লাবাহ ইবনে আসিরাহ ইবনে আসায়রা ইবনে আতিয়াহ ইবনে খুদারা ইবনে আউফ ইবনুল হারিছ ইবনুল খাজরাজ, আল-আনসারী, আল-খাজরাজী।
জন্ম
[সম্পাদনা]তিনি মদিনায় জন্মগ্রহণ করেন।
জীবনী
[সম্পাদনা]তিনি আনসার সাহাবাদের সাথে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি দ্বিতীয় আকাবায় অংশগ্রহণ করা সত্তর সাহাবীদের মধ্যে তিনি সবচেয়ে কনিষ্ট ছিলেন। [১]ইমাম বুখারী ও মুসলিম বিন হাজ্জাজ তাকে বদরী সাহাবী হিসেবে গণ্য করেন। আবু আহমদ আল-হাকীম বলেন-তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি। তবে প্রসিদ্ধ মত হলো বদর যুদ্ধ প্রত্যক্ষ করেননি, তবে তাকে বদরী বলে ডাকা হয়, বদরের পাশেই থাকতেন বলে। [২] উহুদ যুদ্ধসহ সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন [৩]
তিনি একসময় কুফায় চলে আসেন। আলী ইবনে আবী তালিবের সাথীদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। আলী সিফফীনের যুদ্ধের সময় কুফায় তাঁর স্থলাভিষিক্ত হন।[২] অতঃপর আলী তাকে এ থেকে সরিয়ে দিলে তিনি মদীনায় ফিরে আসেন এবং মুয়াবিয়া ইবনে আবী সুফিয়ানের খেলাফতের শেষ অবধি মদীনায় অবস্থান করেন।[১]
মৃত্যু
[সম্পাদনা]তিনি ৬৬৯ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।
খলীফা ইবনে খয়্যাত এবং মাদায়িনী বলেন- তিনি ৪০ হিজরীতে মৃত্যবরণ করেন। ইবনে আসীর বলেন- তিনি ৪১ বা ৪২ হিজরীতে মারা যান।[৪]
নবীর হাদিস বর্ণনা
[সম্পাদনা]তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন। তাবেয়ীদের একটি দল তার থেকে হাদিস বর্ণনা তাদের মধ্যে অন্যতম: তার ছেলে বশির, হযরত আবদুল্লাহ ইবনে ইয়াযীদ আল-খাতামি, আউস ইবনে দমআজ, আবু ওয়ায়েল ইবনে সালামা , এবং আলকামা ইবনে কায়েস আন-নাখায়ী এবং মাসরুক বিন আল-আজদা, আমর বিন মায়মুন এবং রুবায়ী বিন হারাশ, এবং কায়েস ইবনে আবু হাযেম, আবদুল রহমান বিন ইয়াজিদ আল- নাখায়ী এবং আমের আশ-শা’বী । [৫]
পরিবার
[সম্পাদনা]তার মা সালমা আজিব বিন খালিদ বিন আল-আজশ বিন আবদুল্লাহ ইবনে আউফ বিন কুদাআ।
তাঁর স্ত্রীগণ:
- হুযাইলা বিনতে সাবিত ।
- বাশিরা বিনতে কুদামাহ। তার ওরসেই জন্মগ্রহণ করেছেন মাসউদ, উম্মে বশির, উম্মে গাজিয়াহ এবং উম্মে ওয়ালিদ।
তার পুত্ররা:
- বশির
- মাসউদ[১]
তার কন্যারা:
- উম্মে বশীর
- উম্মে গাজিয়াহ
- উম্মে ওয়ালিদ
- গাজিয়াহ
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "الطبقات الكبرى، لابن سعد البغدادي، ترجمة أبي مسعود البدري، موقع صحابة رسولنا"। ১১ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০২০।
- ↑ ক খ "قصة الإسلام، أبو مسعود البدري"। ১৫ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০২০।
- ↑ "الإصابة في تمييز الصحابة، لابن حجر العسقلاني، ترجمة أبي مسعود البدري، موقع صحابة رسولنا"। ১৩ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০২০।
- ↑ "أسد الغابة لابن الأثير، أبو مسعود البدري، ج3 ص245"। ১৩ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০২০।
- ↑ سير أعلام النبلاء، الذهبي، ترجمة أبي مسعود البدري على ويكي مصدر