বিষয়বস্তুতে চলুন

অভিজ্ঞতা-নিরপেক্ষ ও অভিজ্ঞতা-সাপেক্ষ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অভিজ্ঞতা-নিরপেক্ষ এবং অভিজ্ঞতা-সাপেক্ষ দুইটি পারিভাষিক শব্দগুচ্ছ যাদের দ্বারা দর্শনশাস্ত্রে অভিজ্ঞতাভিত্তিক সাক্ষ্যপ্রমাণের উপর নির্ভর করে জ্ঞান, সত্যতা প্রতিপাদন বা যুক্তির প্রকারভেদ করা হয়। এগুলিকে অভিজ্ঞতাপূর্বঅভিজ্ঞতাপর কিংবা পূর্বতসিদ্ধপরতসিদ্ধ হিসেবেও ডাকা হতে পারে। লাতিন ভাষায় এগুলি আ প্রিওরি (A priori "পূর্ব থেকে") ও আ পোস্তেরিওরি (a posteriori "পরের থেকে") নামে পরিচিত।

অভিজ্ঞতা-নিরপেক্ষ জ্ঞান বর্তমান অভিজ্ঞতা (যেমন নতুন কোনও গবেষণার অংশ) থেকে স্বাধীন। গণিতশাস্ত্র,[] পুনরুক্তি ও বিশুদ্ধ যুক্তি থেকে উপনীত অবরোহী যুক্তিবিন্যাস এরকম কিছু উদাহরণ।[] অন্যদিকে অভিজ্ঞতা-সাপেক্ষ জ্ঞান অভিজ্ঞতাভিত্তিক সাক্ষ্যপ্রমাণের উপর নির্ভর করে। বিজ্ঞানের বেশিরভাগ ক্ষেত্র এবং ব্যক্তিগত জ্ঞানের কিছু দিক এর কিছু উদাহরণ।

উদাহরণ

[সম্পাদনা]

অভিজ্ঞতা-নিরপেক্ষ

[সম্পাদনা]

এই প্রতিজ্ঞাটি বিবেচনা করুন: "যদি রাজা কমপক্ষে চার দিন শাসন করে থাকেন, তাহলে তিনি তিন দিনের বেশি শাসন করেছেন।" এই ব্যাপারটি একজন ব্যক্তি অভিজ্ঞতা-নিরপেক্ষভাবে জানে, কারণ এটি এমন একটি বিবৃতি প্রদান করেছে, যাতে একজন ব্যক্তি অন্য সব কিছু বাদে কেবল যুক্তির সাহায্য নিয়েই উপনীত হতে পারে।

অভিজ্ঞতা-সাপেক্ষ

[সম্পাদনা]

এই প্রতিজ্ঞাটি বিবেচনা করুন: "রাজা ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত শাসন করেন"। এই ব্যাপারটি (যদি সত্য হয়ে থাকে) একজন ব্যক্তিকে অবশ্যই অভিজ্ঞতা-সাপেক্ষে জানতে হবে, কেননা এতে এমন একটি অভিজ্ঞতানির্ভর বাস্তব সত্য অভিব্যক্ত হয়েছে, যেটিকে শুধুমাত্র যুক্তির সাথে জানা সম্ভব নয়।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Some associationist philosophers have contended that mathematics comes from experience and is not a form of any a priori knowledge (Macleod 2016)
  2. Galen Strawson has stated that an a priori argument is one in which "you can see that it is true just lying on your couch. You don't have to get up off your couch and go outside and examine the way things are in the physical world. You don't have to do any science." (Sommers 2003)

উৎসপঞ্জি

[সম্পাদনা]

আরও পড়ুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]