অনন্যা খরে
অনন্যা খরে | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্ম | ১৯৭৫ (বয়স ৪৮–৪৯) |
ধরন | টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী |
পেশা | অভিনেত্রী |
কার্যকাল | ১৯৮৭–বর্তমান |
অনন্যা খরে হলেন একজন ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী,[১][২] যিনি দেবদাস এবং চাঁদনী বারের মতো বলিউড ছায়াছবিতে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত। চাঁদনী বারে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।
প্রারম্ভিক ও কর্মজীবন
[সম্পাদনা]তিনি বড়ো পর্দার সাফল্যের আগে প্রায় দুই দশক ধরে বিভিন্ন টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছিলেন, ১৯৮৭ সালে নির্মিত নির্মলা সহ। তিনি চাঁদনী বারে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসাবে ভারতীয় জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন এবং পরবর্তীকালে দেবদাস চলচ্চিত্রে একটি চরিত্রে অভিনয়ের জন্য মনোনীত হন। মঞ্চ, টেলিভিশন এবং বড়ো পর্দায় তাঁর অভিনয়ের জন্য তাঁকে বেশ কয়েকটি পুরস্কার ও সম্মাননায় ভূষিত করা হয়েছে।
অতি সম্প্রতি তিনি টেলিভিশন অভিনয়ে ফিরে এসে বেশিরভাগ জনপ্রিয় সোপ অপেরাতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন।[৩]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]অনন্যা খরে তাঁর স্বামী ডেভিডের সাথে মিলিত হওয়ার পরে ২০০৫ সালে অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন। দশ বছর পর এই দম্পতি মুম্বইয়ে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালে তিনি একটি স্কুলে ইংরেজি শিক্ষিকা হিসাবে কাজ করেছিলেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Ananya Khare: Movies, Photos, Videos, News, Biography & Birthday | eTimes"। timesofindia.indiatimes.com। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৮।
- ↑ "Ananya Khare - Biography, Height & Life Story"। Super Stars Bio (ইংরেজি ভাষায়)। ২০২০-০৩-১৭। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৮।
- ↑ "After 'Devdas' most roles offered were negative: Ananya Khare"। The Indian Express। ৯ জুন ২০১৫।
- ↑ "'Not many know that I was a teacher in LA for the last 10 years'"। Times of India। ১৮ মার্চ ২০১৪।