আধুনগর ইউনিয়ন
আধুনগর | |
---|---|
ইউনিয়ন | |
৯নং আধুনগর ইউনিয়ন পরি��দ | |
বাংলাদেশে আধুনগর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°৫৮′৫১″ উত্তর ৯২°৪′৪৭″ পূর্ব / ২১.৯৮০৮৩° উত্তর ৯২.০৭৯৭২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | লোহাগাড়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন |
আয়তন | |
• মোট | ১৮.৫১ বর্গকিমি (৭.১৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২০,৭৮৮ |
• জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৩.৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৯৬ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আধুনগর বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত লোহাগাড়া উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]আধুনগর ইউনিয়নের আয়তন ৪,৫৭৪ একর (১৮.৫১ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আধুনগর ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,৭৮৮ জন। এর মধ্যে পুরুষ ৯,৬৯৬ জন এবং মহিলা ১১,০৯২ জন। মোট পরিবার ৩,৮৮২টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]লোহাগাড়া উপজেলার পশ্চিমাংশে আধুনগর ইউনিয়নের অবস্থান। লোহাগাড়া উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে চুনতি ইউনিয়ন; পূর্বে পুটিবিলা ইউনিয়ন ও লোহাগাড়া ইউনিয়ন; উত্তরে আমিরাবাদ ইউনিয়ন, সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন ও লোহাগাড়া উপজেলাধীন বড়হাতিয়া ইউনিয়ন এবং পশ্চিমে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]ইসলামাবাদ তথা তৎকালীন চট্টগ্রামের মোগল সেনাপতি ও পরবর্তীতে সুবাদার আদু খাঁ'র নামানুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় আদুনগর। যা পরবর্তীতে আধুনগর নামে পরিচিতি পায়।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]আধুনগর ইউনিয়ন লোহাগাড়া উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লোহাগাড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ এর অংশ। এটি ৩টি মৌজায় বিভক্ত।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামসমূহের নাম |
---|---|
১নং ওয়ার্ড | আধুনগর, হরিণা |
২নং ওয়ার্ড | সাতগড় |
৩নং ওয়ার্ড | মছদিয়া |
৪নং ওয়ার্ড | পেঠানপাড়া, নূর মোহাম্মদ পাড়া |
৫নং ওয়ার্ড | ১. আধুনগর সিকদার পাড়া
২. গর্জনিয়া পাড়া ৩. বিল্লিয়া পাড়া ৪. ক্যামেলিয়া পাড়া ৫. সৈয়দ পাড়া ৬. পাল পাড়া |
৬নং ওয়ার্ড | জান মোহাম্মদ শিকদার পাড়া, হাজী পাড়া |
৭নং ওয়ার্ড | নোয়াপাড়া |
৮নং ওয়ার্ড | উত্তর পাড়া |
৯নং ওয়ার্ড | ১. মনছুর আলী সিকদার পাড়া
২. চেয়ারম্যান পাড়া ৩. মাঝির পাড়া ৪. জলদাস পাড়া ৫. ফাঠার পাড়া ৬. নছুমৌলভী পাড়া ৭. মোস্তাক হাজীর পাড়া ৮. নতুন পাড়া (পাটিয়াল পাড়া) |
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আধুনগর ইউনিয়নের সাক্ষরতার হার ৫৩.৭%।[১] এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ১টি কওমী মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৯টি প্রাথমিক বিদ্যালয় ও ৪টি এবতেদায়ী মাদ্রাসা রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাদ্রাসা[২]
- আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসা
- আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসা
- আধুনগর হাফেজিয়া শরীফিয়া লতিফিয়া মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়[৩]
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- হাজী মোস্তাক আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- আধুনগর ডামির পুকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর আধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ আধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মছদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রশিদেরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাজী শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- এবতেদায়ী মাদ্রাসা[৪]
- দক্ষিণ হরিণা দারুল ফালাহ শাহ রশিদিয়া এবতেদায়ী মাদ্রাসা
- রশিদের ঘোনা শাহ হাফেজিয়া রহমানিয়া এবতেদায়ী মাদ্রাসা
- সাতগড় শাহ আতাউল্লাহ এবতেদায়ী মাদ্রাসা
- হযরত আবু হুরায়রা (রা.) এবতেদায়ী মাদ্রাসা
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]আধুনগর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
অর্থনীতি
[সম্পাদনা]১৯৯১ সাল পর্যন্ত এই এলাকার সিংহভাগ মানুষই কৃষির উপর নির্ভরশীল ছিল। বর্তমানে এই এলাকা ব্যবসায়ী ও সৌদি আরব প্রবাসী অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত। এ এলাকা মাছ চাষের জন্য উপযুক্ত হওয়ায় এখানে অনেক মৎস্য খামার গড়ে উঠেছে।
- কৃষি
উর্বর মাটি উঁচু জমি ও পাহাড়ের কাছাকাছি হওয়ায় এখানে সব ধরনের ফসল আবাদ হয়। প্রধান ফসল ধান ছাড়াও ইক্ষু, তরমুজ, ফেলন ডাল ও মরিচ চাষের জন্য বিখ্যাত। শীত মৌসুমে এখানে সব ধরনের শীতকালীন সবজির আবাদ হয়।
ধর্মীয় উপাসনালয়
[সম্পাদনা]আধুনগর ইউনিয়নে ১৯টি মসজিদ, ৩টি মন্দির ও ৩টি বিহার রয়েছে।[৫][৬]
খাল ও নদী
[সম্পাদনা]আধুনগর ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলেছে ডলু নদী। এছাড়াও প্রবাহিত হচ্ছে আধুনগর হাতিয়ার খাল, রাতার খাল, আধুনগর বাহির মুখ খাল এবং আধুনগর কুলপাগলী খাল।।[৭]
হাট-বাজার
[সম্পাদনা]আধুনগর ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল আধুনগর খাঁন হাট বাজার এবং আধুনগর হাতিয়ার কুল বাজার।[৮]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]আধুনগর ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৯]
- উজির ডেবা
- কাজীর ডেবা
- রাফিয়া মুড়া (রইক্ষা মুড়া)
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]- শাহ কুতুব উদ্দিন - বাংলাদেশী ইসলামি পণ্ডিত, আরবি ভাষাবিদ
- শায়খ মুখতার আলম শিকদার [১০]- পবিত্র কাবা শরীফের গিলাফ তৈরির প্রধান ক্যালিগ্রাফার
- আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম - প্রতিষ্ঠাতা নোমান গ্রুপ
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন [১১]
- চেয়ারম্যানগণের তালিকা[১২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২০।
- ↑ "মাদ্রাসা - আধুনগর ইউনিয়ন - আধুনগর ইউনিয়ন"। adhunagarup.chittagong.gov.bd। ২১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - আধুনগর ইউনিয়ন - আধুনগর ইউনিয়ন"। adhunagarup.chittagong.gov.bd। ২১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "মাদ্রাসা - লোহাগাড়া উপজেলা - লোহাগাড়া উপজেলা"। lohagara.chittagong.gov.bd। ১৯ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "মসজিদ - আধুনগর ইউনিয়ন - আধুনগর ইউনিয়ন"। adhunagarup.chittagong.gov.bd। ২১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "মন্দির - আধুনগর ইউনিয়ন - আধুনগর ইউনিয়ন"। adhunagarup.chittagong.gov.bd। ২১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "খাল ও নদী - আধুনগর ইউনিয়ন - আধুনগর ইউনিয়ন"। adhunagarup.chittagong.gov.bd। ২১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "হাট বাজার - আধুনগর ইউনিয়ন - আধুনগর ইউনিয়ন"। adhunagarup.chittagong.gov.bd। ২১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "দর্শণীয় স্থান - আধুনগর ইউনিয়ন - আধুনগর ইউনিয়ন"। adhunagarup.chittagong.gov.bd। ২১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ লোহাগাড়া প্রতিনিধি (১৫ নভেম্বর ২০২১)। "কাবার গিলাফের প্রধান ক্যালিওগ্রাফার লোহাগাড়ার মুখতার পেলেন বিরল সম্মান"। দৈনিক আজাদী। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২১।
- ↑ "চট্টগ্রামে ইউপি নির্বাচন: একটি ছাড়া সব কটিতেই জয় নৌকার প্রার্থীর"। banglanews24.com। বাংলা নিউজ। ২০ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২০।
- ↑ "পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - আধুনগর ইউনিয়ন - আধুনগর ইউনিয়ন"। adhunagarup.chittagong.gov.bd। ২১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | মৌলভী ছিদ্দিক আহমদ চৌধুরী | ১৯৭১-১৯৭৩ |
০২ | নুরুল হক চৌধুরী | ১৯৭৩-১৯৮৪ |
০৩ | মৌলানা শফিক আহমদ | ১৯৮৪-১৯৯২ |
০৪ | মোহাম্মদ আইয়ুব মিয়া | ১৯৯২-১৯৯৮ |
০৫ | আবু জাফর চৌধুরী | ১৯৯৮-২০০৮ |
০৬ | সিরাজুল ইসলাম | ২০০৮-২০১৩ |
০৭ | মোহাম্মদ আইয়ুব মিয়া | ২০১৩-২০২০ |
০৮ | আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন | ২০২০-বর্তমান |
লোহাগাড়া থানা |
|
---|