অনলাইন
��র্ষণ বিরোধী পদযাত্রা থেকে পুলিশের উপর হামলার অভিযোগে মামলা
স্টাফ রিপোর্টার
(২২ ঘন্টা আগে) ১২ মার্চ ২০২৫, বুধবার, ৭:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৮ পূর্বাহ্ন

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্মের পদযাত্রা থেকে পুলিশের উপর হামলার অভিযোগে ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার ঘটনার পর রাতে রমনা থানার এসআই আবুল খায়ের বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বুধবার মামলার বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক বলেন, ১২ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে মামলায়। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলায় আসামিরা হলেন- অংঅং মারমা, সমাজতান্ত্রিক ছ���ত্রফ্রন্ট ইডেন মহিলা কলেজ শাখা সভাপতি সুমাইয়া শাহিনা, জবি ছাত্র ইউনিয়নের আদ্রিতা রায়, ছাত্র ফেডারেশনের আরমান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগরের সভাপতি আল আমিন রহমান, বাম ছাত্র সংগঠনের নেতা রিচার্ড, ছাত্র ফেডারেশনের হাসান শিকদার, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের (ঢাবি) সীমা আক্তার, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৌকত আরিফ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাঈন আহাম্মেদ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলিলের সাধারণ সম্পাদক ফাহিম আহাম্মদ চৌধুরী। এ ছাড়া ৭০ থেকে ৮০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে।
পাঠকের মতামত
পুলিশের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।
Terrorist Khuni Hasinar doshor Lucky Akter er name kothai ?
বর্তমান পুলিশ ভাইরা শেখ হাসিনার পুলিশ নয়। কাজেই যে যত বড়ই নেতা হোন না কেন অন্যায় ও অযৌক্তিক ভাবে পুলিশ কে আক্রমণ করলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। তা নাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যাবে না।