বিষয়বস্তুতে চলুন

পাতা:তীর্থরেণু.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

কেন লিখিলে না ‘ভালবাসি নাকো আর,
মনমত ধন মিলেছে,রয়েছি সুখে।’

চঞ্চল! তুমি কেন এত নির্দ্দয়?
এমনি ক’রে কি বেদনা সঁপিতে হয়।


ভাবান্তর

ভাল রীতি তব ওহে ভালবাসা!
রয়েছ আমারে ভুলে!
তোমার লাগিয়া আমি পথ চাই,
তুমি তো এস না মূলে!
আপন ভাবিয়া নিকটে গেলাম
চ’লে গেলে পায় পায়,
কমল ভাবিয়া ধরিতে ধাইমু,
কাঁটায় বিধিলে হায়!
সাথী সমঝিয়া মুখ চাহিলাম
বিরক্ত হ’লে, বঁধু,
বেজার হইলে, বুকে চাপাইলে
পাষাণের ভার শুধু!
আশা পথ চেয়ে তবুও রহিম,
রহিনু জন্ম ধ’রে,

৯১