বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১২০
গীতাঞ্জলি


পশ্চিম আজি খুলিয়াছে দ্বার
সেথা হতে সবে আনে উপহার,
দিবে আর নিবে, মিলাবে মিলিবে
 যাবে না ফিরে,
এই ভারতের মহামানবের
 সাগরতীরে।


রণধারা বাহি, জয়গান গাহি
 উন্মাদ কলরবে
ভেদি মরুপথ গিরি-পৰ্বত
 যারা এসেছিল সবে,
  তারা মাের মাঝে সবাই বিরাজ
 কেহ নহে নহে দূর,
  আমার শােণিতে রয়েছে ধ্বনিতে
 তার বিচিত্র সুর।

হে রুদ্রবীণা, বাজো, বাজো, বাজো,
ঘৃণা করি দূরে আছে যারা আজো,
বন্ধ নাশিবে তারাও আসিবে
 দাড়াবে ঘিরে,-
এই ভারতের মহামানবের
 সাগরতীরে।