রাম নারায়ণ আগরওয়াল
রাম নারায়ণ আগরওয়াল | |
---|---|
জন্ম | [১] | ২৪ জুলাই ১৯৪১
মৃত্যু | ১৫ আগস্ট ২০২৪ | (বয়স ৮৩)
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | ভারতীয় বিজ্ঞান সংস্থা ব্যাঙ্গালোর |
পরিচিতির কারণ | অগ্নি (ক্ষেপণাস্ত্র) |
সন্তান | ২ পুত্র |
পুরস্কার | পদ্মশ্রী (১৯৯০) পদ্মভূষণ (২০০০) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
প্রতিষ্ঠানসমূহ | ডিআরডিও প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা |
রাম নারায়ণ আগরওয়াল (২৪ জুলাই ১৯৪১ - ১৫ আগস্ট ২০২৪) [২] ছিলেন একজন ভারতীয় মিসাইল বিজ্ঞানী তথা মহাকাশ প্রকৌশলী, যিনি অগ্নি (ক্ষেপণাস্ত্র) সিরিজের (ভূমি থেকে ভূমি) ক্ষেপণাস্ত্রের জন্য পরিচিতি লাভ করেন।[৩] তাকে 'অগ্নি ক্ষেপণাস্ত্রের জনক' বলা হয় থাকে। [৪]
জীবনী
[সম্পাদনা]রাম নারায়ণ আগরওয়াল ব্রিটিশ ভারতের অধুনা রাজস্থানের জয়পুরের এক ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চেন্নাই-এর গিণ্ডিতে অবস্থিত 'মাদ্রাজ ইন্স্টিটিউট অফ টেকনোলজি' হতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হন[১] এবং পরে ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।[১] ১৯৮৩ খ্রিস্টাব্দে তিনি ভারতের ডিআরডিও-র সুসংহত নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির ডিরেক্টর হিসাবে যুক্ত হন এবং মাঝারি পাল্লার (ভূমি থেকে ভূমি) অগ্নি ক্ষেপণাস্ত্র তৈরিতে সফল হন। তিনি সংস্থায় অগ্নিম্যান হিসাবেই পরিচিত ছিলেন। [৫][৬]
পুরস্কার ও সম্মানা
[সম্পাদনা]- ১৯৯০ খ্রিস্টাব্দে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী
- ২০০০ খ্রিস্টাব্দে ভারত সরকারের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ [৭]
- অ্যারো সোসাইটি অফ ইন্ডিয়া থেকে ডঃ বীরেন রায় মহাকাশ বিজ্ঞান পুরস্কার (১৯৯০)
- বছরের সেরা বিজ্ঞানী পুরস্কার (১৯৯৩)
- ডিআরডিও-র প্রযুক্তি নেতৃত্ব পুরস্কার (১৯৯৮)
- বিজ্ঞানের জন্য চন্দ্রশেখর সরস্বতী জাতীয় বিশিষ্ট পুরস্কার (২০০০)
- ডিআরডিও-র লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (২০০৪)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "Renowned DRDO scientist Ram Narain Agarwal, Father of Agni Missiles, passes away"। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১৬।
- ↑ "প্রয়াত অগ্নি-ম্যান, চিরঘুমে মিসাইল বিজ্ঞানী রাম নারায়ণ আগরওয়াল"। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১৬।
- ↑ "PM promises strict N-safeguards"। The Tribune। Chandigarh। ১৮ মে ২০০৫। সংগ্রহের তারিখ ২০১২-০৩-২৬।
- ↑ "India will test-fire longest range missile: Natrajan"। ১৭ মে ২০০৫। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২৫।
- ↑ তিনি দূর পাল্লার মিসাইল তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। <ref name="ht"> পরবর্তীতে তিনি হায়দ্রাবাদের 'অ্যাডভান্সড স��স্টেম ল্যাবরেটরি' প্রতিষ্ঠাতা-ডিরেক্টর হন। দীর্ঘ বাইশ বৎসর কাজের পর ২০০৫ খ্রিস্টাব্দে অবসর গ্রহণ করেন।<ref>Chengappa, Raj (৮ আগস্ট ২০০৫)। "Charioteer Of Fire"। India Today। ২০২৪-০৭-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৩-২৬।
- ↑ "Father of Agni missiles renowned DRDO scientist Ram Narayan Agarwal passes away"। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১৬।
- ↑ "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৫। ১৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৫।