বিষয়বস্তুতে চলুন

পাও লোপেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাও লোপেস
২০১৯ সালে বেতিসের হয়ে লোপেস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম পাও লোপেস সাবাতা[]
জন্ম (1994-12-13) ১৩ ডিসেম্বর ১৯৯৪ (বয়স ২৯)
জন্ম স্থান জিরোনা, স্পেন
উচ্চতা ১.৮৯ মিটার (৬ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
রোমা
জার্সি নম্বর ১৩
যুব পর্যায়
২০০২–২০০৭ হিরোনা
২০০৭–২০১৩ এস্পানিওল
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৩–২০১৪ এস্পানিওল বি ৩৫ (০)
২০১৪–২০১৮ এস্পানিওল ৬৭ (০)
২০১৬–২০১৭টটেনহ্যাম হটস্পার (ধার) (০)
২০১৮–২০১৯ বেতিস ৩৩ (০)
২০১৯– রোমা ২৪ (০)
জাতীয় দল
২০১৬–২০১৭ স্পেন অনূর্ধ্ব-২১ (০)
২০১৮– স্পেন (০)
২০১৫– কাতালোনিয়া (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২১ জানুয়ারি ২০২০ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫ নভেম্বর ২০১৯ তারিখ অনুযায়ী সঠিক।

পাও লোপেস সাবাতা (কাতালান উচ্চারণ: [ˈpaw ˈlopəs], ইংরেজি: Pau López; জন্ম: ১৩ ডিসেম্বর ১৯৯৪; পাও লোপেস নামে সুপরিচিত) হলেন স্পেনের জিরোনায় জন্মগ্রহণকারী একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর সেরিয়ে আয় এএস রোমা এবং স্পেন জাতীয় ফুটবল দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।

২০০২–০৩ মৌসুমে, মাত্র ৭ বছর বয়সে, কাতালোনীয় ফুটবল ক্লাব হিরোনার হয়ে খেলার মাধ্যমে আজার তার যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন; অতঃপর তিনি এস্পানিওলের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে নিজের খেলার বিকাশ করেছেন। অতঃপর ২০১৩–১৪ মৌসুমে, প্রথমে স্পেনীয় ক্লাব এস্পানিওল বি-এর হয়ে এবং পরবর্তীতে ২০১৪–১৫ মৌসুমে এস্পানিওলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন, যেখানে তিনি ৪ মৌসুম অতিবাহিত করেছেন; এস্পানিওলের হয়ে তিনি ৬৭টি ম্যাচ খেলেছেন। অতঃপর তিনি ইংরেজ ক্লাব টটেনহ্যাম হটস্পার এবং স্পেনীয় ক্লাব বেতিসের হয়ে খেলেছেন। সম্প্রতি, ২০১৯–২০ মৌসুমে, তিনি ২৩.৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইতালীয় ফুটবল ক্লাব রোমায় যোগদান করেছেন।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Squads for 2016/17 Premier League confirmed"। Premier League। ১ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৬ 
  2. "Pau Lopez completes Roma move"। A.S. Roma। ৯ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৯ 
  3. "Roma confirm signing of Betis goalkeeper Lopez in €23.5m deal"Goal। ১০ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:এএস রোমা দল