চন্দ্র এক্স-রশ্মি মানমন্দির
General information | |
---|---|
NSSDC ID | ১৯৯৯-০৪০বি |
সংস্থা | নাসা, স্মিথসোনিয়ান, সিএক্সসি |
প্রধান ঠিকাদার | টিআরডব্লিউ, নরথ্রপ গ্রামেন |
উৎক্ষেপণ তারিখ | ২৩শে জুলাই ১৯৯৯ |
উৎক্ষেপণ স্থান | কেনেডি স্পেস সেন্টার |
উৎক্ষেপণ বাহন | কলাম্বিয়া নভোখেয়াযান, এসটিএস-৯৩ |
মিশনের আয়ুষ্কাল | পরিকল্পিত: ৫ বছর[১] অতিবাহিত: ২৫ বছর, ৩ মাস ও ২৮ দিন |
ভর | ৪,৭৯০ কেজি (১০,৫৬০ পা) |
কক্ষপথের উচ্চতা | অনুসূর ১,৩৩,০০০ কিমি (৮৩,০০০ মা)
অপসূর ১৬,০০০ কিমি (৯,৯০০ মা) |
কক্ষপথের পর্যায়কাল | ৬৪.২ ঘণ্টা |
তরঙ্গদৈর্ঘ্য | এক্স-রশ্মি (০.১ - ১০ কিলো ইলেকট্রন ভোল্ট) |
ব্যাস | ১.২ মি (৩.৯ ফু) |
Collecting area | ১ keV তে ০.০৪ মি২ (০.৪৩ ফু২) |
অধিশ্রয়ণ দৈর্ঘ্য | ১০ মি (৩৩ ফু) |
যন্ত্রসমূহ | |
ওয়েবসাইট | chandra.harvard.edu |
চন্দ্র এক্স-রশ্মি মানমন্দির (ইংরেজি: Chandra X-ray Observatory) একটি নাসা কৃত্রিম উপগ্রহ যা ১৯৯৯ সালের ২৩ জুলাই এসটিএস-৯৩ এ করে উৎক্ষেপণ করা হয়েছিল। এর নাম রাখা হয়েছে বিখ্যাত ভারতীয়-মার্কিন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী সুব্রহ্মণ্যন চন্দ্রশেখরের নামানুসারে। উল্লেখ্য চন্দ্রশেখর শ্বেত বামনের ভর সীমা আবিষ্কারের জন্য বিখ্যাত হয়ে আছেন, যাকে চন্দ্রশেখর সীমা বলা হয়।
চন্দ্র নাসার সবচেয়ে গু��ুত্বপূর্ণ এবং সফল ৪টি মহাকাশ মানমন্দিরের মধ্যে তিন নম্বর। প্রথমটি হচ্ছে হাবল মহাকাশ দুরবিন, দ্বিতীয়টি কম্পটন গামা রশ্মি মানমন্দির এবং চতুর্থ ও শেষটি স্পিৎজার মহাকাশ দুরবিন। উৎক্ষেপণের পূর্বে চন্দ্র আক্সাফ (AXAF - Advanced X-ray Astrophysics Facility) নামে পরিচিত ছিল। আক্সাফ নির্মাণ এবং প্রাথমিক পরীক্ষণের কৃতিত্ব ক্যালিফোর্নিয়ার রিডোন্ডো বিচে অবস্থিত নরথ্রপ গ্রামেন অ্যারোস্পেস সিস্টেমস এর। আগের সকল এক্স-রশ্মি দুরবিনের তুলনায় চন্দ্র ১০০ গুণ ম্রিয়মাণ উৎস শনাক্ত করতে পারে। চন্দ্রের আয়নাগুলোর উচ্চ কৌণিক রেজল্যুশনই এর কারণ।
পৃথিবীর বায়ুমণ্ডল অধিকাংশ গুরুত্বপূর্ণ এক্স-রশ্মি আটকে দেয় বিধায় পৃথিবী থেকে এক্স-রশ্মি উৎস পর্যবেক্ষণ সুবিধাজনক নয়। এজন্যই এক্স-রশ্মির জন্য মহাকাশ মানমন্দির নির্মাণ করতে হয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- অডিও - Cain/Gay (২০১০) অ্যাস্ট্রোনমি কাস্ট - চন্দ্র এক্স-রশ্মি মানমন্দির
- নাসা চন্দ্র মিশন ওয়েবসাইট
- চন্দ্র এক্স-রশ্মি মানমন্দিরের নিয়ন্ত্রণ কেন্দ্র
- চন্দ্র মিশনের প্রোফাইল - নাসার সোলার সিস্টেম এক্সপ্লোরেশন