গওহর খান
গওহর খান | |
---|---|
জন্ম | গওহর জাফর খান |
পেশা | অভিনেত্রী, মডেল[১] |
কর্মজীবন | ২০০৩–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | জাহিদ দরবার (বি:২০২০) |
আত্মীয় | নিগার খান[১] (বোন) |
গওহর খান (এছাড়াও গওহার খান নামেও পরিচিত) একজন ভারতীয় মডেল[১][২][৩] এবং অভিনেত্রী।[১] মডেলিং হিসেবে মিডিয়াতে আগমনের পরে তিনি ২০০৯ সালের যশরাজ ফিল্মস এর রকেট সিং: সেলসম্যান অব দ্যা ইয়ার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এছাড়াও খান এ্যাকশন থ্রিলার চলচ্চিত্র গেম (২০১১), এবং প্রতিশোধমুলক নাটকীয় চলচ্চিত্র ইশাকজাদে (২০১২) অভিনয় করেন। খান ধারাবাহিকভাবে "না পেরে কাঞ্চন মালা" (শংকর দাদা এম.বি.বি.এস., ২০০৪), "নাশা নাশা" (আন: মেন এ্যাট ওয়ার্ক, ২০০৪), "পর্দা পর্দা" (ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই, ২০১০) এবং "জাল্লা ওয়াল্লা" এবং "চক্রা জায়ান" (ইশাকজাদে, ২০১২) অসাধারণ নৌপুন্য প্রদর্শন করেন।
খান ২০১৩ সালের বিগ বস ৭ বিজয়ী এবং ২০০৯ সালের ঝালাক দিকলাজা ৩ এর প্রথম রানার আপ বিজয়ী। তিনি ২০১১ সালের তার নিজের নামে রিয়ালিটি শো দ্যা খান সিস্টার এ বড় বোন নিগ���র খানকে নিয়ে সঞ্চালন করেন। এছাড়াও তিনি গানের প্রতিযোগীতামূলক আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান ইন্ডিয়ান র স্টার (২০১৪) ইয়ো ইয়ো হানি সিং উপস্থাপনার দায়িত্ব পালন করেন। চলচ্চিত্র ও ��েলিভিশনে অভিনয় ছাড়াও তিনি বলিউড মিউজিক্যাল চলচ্চিত্র জানগুরা একটি চরিত্রে অভিনয় করেন।[৪]
অভিনয় জীবন
[সম্পাদনা]চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]সাল | চলচ্চিত্র | ভূমিকা | ভাষা | নোট |
---|---|---|---|---|
২০০৪ | আন: মেন এ্যাট ওয়ার্ক | নাশা গানে বিশেষ উপস্থিতি | হিন্দি | (বিশেষ উপস্থিতি) |
২০০৪ | শংকর দাদা এম.বি.বি.এস. | "না পেরা কাঞ্চন মালা" গানে বিশেষ উপস্থিতি | তেলুগু | (বিশেষ উপস্থিতি) |
২০০৯ | রকেট সিংহ: সেলসম্যান অব দ্যা ইয়ার | কোয়েনা শেখ | হিন্দি | রণবীর কাপুর সাথে |
২০১০ | ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই | পর্দা গানে বিশেষ উপস্থিতি | হিন্দি | |
২০১১ | গেম | সামারা শ্রুফ/নাতাশা মালহোত্রা | হিন্দি | |
২০১২ | ইশাকজাদে | চাদ বিবি | হিন্দি | |
২০১৫ | ওহ ইয়ারা এঁভাই এঁভাই লুট গায়া | Gunjan Kaur | পাঞ্জাবি | জেসি গিলের বিপরীতে[৫][৬] |
২০১৫ | কেয়া কুল হ্যায় হাম ৩ | হিন্দি | [৭] | |
২০১৫ | ফিভার | লিড অভিনেত্রী হিসাবে | হিন্দি |
রিয়ালিটি শো
[সম্পাদনা]- ২০০৯ ঝালাক দিখলাজা ৩ - প্রথম রানার্স আপ
- ২০১১ দ্যা খান সিস্টার্স
- ২০১৩ বিগ বস ৭ - বিজয়ী
- ২০১৪ খাত্র কে খিলাড়ি - প্রতিযোগী
- ২০১৪ ইন্ডিয়াস র স্টার - আয়োজক
- ২০১৪ বিগ বস ৮ - অতিথি শিল্পী হিসেবে আমন্ত্রিত
মিউজিকাল
[সম্পাদনা]- ২০১০–বর্তমান জানগুরা - লসি
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]খানের জন্ম সাল সম্পর্কে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক পার্থক্য পরিলক্ষিত হয়। কোন কোন সূত্র মোতাবেক ১৯৮০[১] এবং ১৯৮৩[৮] সালকে দেখান হয়েছে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ ঙ চ Gauhar Khan Biography, Gauhar Khan Profile ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে. entertainment.oneindia.in. Retrieved on 2013-12-13.
- ↑ "Kushal wishes Gauahar on her birthday with roses" (ইংরেজি ভাষায়)।
- ↑ "Gauahar Birthday wishes" (ইংরেজি ভাষায়)।
- ↑ "Kingdom of Dreams formally opens to public"। The Times of India। সেপ্টে ১৮, ২০১০।
- ↑ "Gauahar Khan is all set to play a Punjabi kudi"।
- ↑ "Gauahar Khan on Punjabi films debut: I work for the excitement, not the money"।
- ↑ "Gauahar in 'Kyaa Kool Hain Hum 3'"।
- ↑ "Final list of 'Bigg Boss' 7 contestants"। DNA। সেপ্টে ১৬, ২০১৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- জীবিত ব্যক্তি
- ভারতীয় মঞ্চ অভিনেত্রী
- হিন্দি চলচ্চিত্র অভিনেত্রী
- তেলুগু চলচ্চিত্র অভিনেত্রী
- পাঞ্জাবি চলচ্চিত্র অভিনেত্রী
- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী
- ভারতীয় টেলিভিশন অভিনেত্রী
- ভারতীয় মিউজিক্যাল থিয়েটার অভিনেত্রী
- ঝলক দিখালা যা অংশগ্রহণকারী
- বিগ বসের (হিন্দি টিভি ধারাবাহিক) প্রতিযোগী
- ভারতীয় মুসলিম
- পুণের ব্যক্তি
- ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ির প্রতিযোগী
- ভারতীয় টেলিভিশন উপস্থাপিকা
- ২১শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- ১৯৮৩-এ জন্ম
- পুণের অভিনেত্রী
- ভারতীয় টেলিভিশন উপস্থাপক
- মুম্বইয়ের অভিনেত্রী