ক্যামেরুনীয় ফুটবল ফেডারেশন
ক্যাফ | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৫৯[১] |
সদর দপ্তর | ইয়াওনডে, ক্যামেরুন |
ফিফা অধিভুক্তি | ১৯৬২[১] |
ক্যাফ অধিভুক্তি | ১৯৬৩ |
সভাপতি | এম্বম্বো এনচুয়াহ |
সহ-সভাপতি | আবুবকর কোনাতে |
ওয়েবসাইট | fecafoot-officiel |
ক্যামেরুনীয় ফুটবল ফেডারেশন (ফরাসি: Fédération Camerounaise de Football, ইংরেজি: Cameroonian Football Federation; এছাড়াও সংক্ষেপে সিএফএফ নামে পরিচিত) হচ্ছে ক্যামেরুনের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৩ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৪ বছর পর ১৯৬৩ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ক্যামেরুনের রাজধানী ইয়াওনডেতে অবস্থিত।
এই সংস্থাটি ক্যামেরুনের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে এলিট ওয়ান, এলিট টু এবং ক্যামেরুনীয় কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ক্যামেরুনীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন এম্বম্বো এনচুয়াহ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বেঞ্জামিন বানলক।
কর্মকর্তা
[সম্পাদনা]- ২৩ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | এম্বম্বো এনচুয়াহ |
সহ-সভাপতি | আবুবকর কোনাতে |
সাধারণ সম্পাদক | বেঞ্জামিন বানলক |
কোষাধ্যক্ষ | |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | লরেন্স ফতসো |
প্রযুক্তিগত পরিচালক | জোসেফ সের্গ নোয়াহ |
ফুটসাল সমন্বয়কারী | |
জাতীয় দলের কোচ (পুরুষ) | টনি কন্সেইকাও |
জাতীয় দলের কোচ (নারী) | অ্যালেন জেওম্ফা |
রেফারি সমন্বয়কারী | ডিভাইন ইভেহে |
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ ক্যামেরুনীয় ফুটবল ফেডারেশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ ডিসেম্বর ২০১৮ তারিখে (ইংরেজি)
- ক্যাফ-এ ক্যামেরুনীয় ফুটবল ফেডারেশন (ইংরেজি)