বিষয়বস্তুতে চলুন

নিউ রুলস (গান)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুদ্রণযোগ্য সংস্করণটি আর সমর্থিত নয় এবং এতে রেন্ডারিং ত্রুটি থাকতে পারে। দয়া করে আপনার ব্রাউজারের বুকমার্কগুলি হালনাগাদ করুন এবং এর পরিবর্তে দয়া করে ব্রাউজারের মুদ্রণ করার ফাংশনটি ব্যবহার করুন।
"নিউ রুলস"
ডুয়া লিপা এর একক
ডুয়া লিপা অ্যালবাম থেকে
মুক্তি২১ জুলাই ২০১৭
ফরম্যাটডিজিটাল ডাউনলোড
ধরন
  • ট্রপিক্যাল হাউজ
  • ইলেক্ট্রনিক ডান্স মিউজিক
  • ইলেক্ট্রপপ
সময়৩:৩২
লেবেলওয়ার্নার ব্রোস. রেকর্ডস
ডুয়া লিপা একক কালানুক্রম
লস্ট ইন ইওর লাইট
(২০১৭)
নিউ রুলস
(২০১৭)

নিউ রুলস হলো ইংরেজ গায়ক ডুয়া লিপার গানের অ্যালবাম ডুয়া লিপার ৬ষ্ঠ গান। এই গানটি তিনজন গীতিকার লিখেছেন। গানটি ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন দেশে মুক্তি পায়। তবে গানটি সর্বপ্রথম বের হয় যুক্তরাজ্যে। মুক্তি পাওয়ার পরে সংগীত-সমালোচকরা গানটির প্রশংসা করেন।

রচনা ও ইতিহাস

নিউ রুলস গানটি তৈরি করা হয় ডুয়া লিপা অ্যালবামের একটি গান হিসেবে। গানটি লিখেছেন তিনজন গীতিকার। এই গানটি বিভিন্ন দেশে আলাদা সময়ে বের করা হয়। গানটি সর্বপ্রথম ২১ জুলাই ২০১৭ অ্যালবামের ৬ষ্ঠ গান হিসেবে যুক্তরাজ্যে একটি রেডিও-সেন্টারে পাঠানো হয়।[][] পরে একই গান যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ২২ আগস্ট ২০১৭।[]

আরো দেখুন

তথ্যসূত্র