শূকর
শুয়োর সুইড গোত্রের মধ্যে একটি বর্গের প্রাণী।
এই নিবন্ধটিকে উইকিপিডিয়ার জন্য মানসম্পন্ন অবস্থায় আনতে এর বিষয়বস্তু পুনর্বিন্যস্ত করা প্রয়োজন। (জুন ২০২০) |
শূকর সুইড গোত্রের মধ্যে একটি বর্গের প্রাণী। শূকর এই নামটি সাধারণভাবে গৃহপালিত শূকরের ক্ষেত্রে সর্বাপেক্ষা উল্লেখ করা হয়। কিন্তু বুনো শূকর সহ কতিপয় গৃহপালিত প্রজাতি এদের মধ্যেও থাকে।
গৃহপালিত শূকর | |
---|---|
একটি গৃহপালিত শূকোরী ও তার শূকরছানা। | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণী |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | স্তন্যপায়ী |
বর্গ: | যুগ্ম ক্ষুরযুক্ত চতুষ্পদ |
পরিবার: | সুইডে |
উপপরিবার: | সুইনে |
গণ: | সাস Linnaeus, 1758 |
Species | |
Sus barbatus |
বাংলাদেশে প্রাপ্ত শূকর
সম্পাদনাবাংলাদেশে ছেড়ে দেওয়া পদ্ধতিতে যেসব শুকর পালন করা হয় সেগুলো দেশী বন্য জাতের শূকর।
নাম সমূহ
সম্পাদনাবরাহ,শুয়ার,জঙ্গলী ইত্যাদি ৷
উন্নত জাতের শূকর
সম্পাদনাএগুলো খামারে পালন করা হয়।
- উৎপত্তি - ইংল্যান্ড
- গায়ের রং - সাদা
- ওজন - ৩০০-৪৫০ কিলো (বড়, পুরুষ)
- বৈশিষ্ট্য - ঘাড়ে-গর্দানে মোটা, লম্বা এবং মাংসল। পাছার দিকটা লম্বা, পাগুলি সোজা।
- উৎপত্তি - ইংল্যান্ডের ইয়র্কশায়ারের বড় জাতের সাদা শুকরের সাথে ছোট জাতের শুকরের পাল খাইয়ে এই জাতের শুর সৃষ্টি হয়েছে।
- গায়ের রং - সাদা
- ওজন - ২৭০-৩৬০ কিলো (পূর্ণ বয়স্ক পুরুষ)
- বৈশিষ্ট্য - ঘাড়ে-গর্দানে মোটা, পেছনের দিকটা লম্বা এবং সমান। পাছার মাংস লম্বা আর গভীর। বুকটা গভীর আর পাঁজরগুলি বেশ বাঁকা।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ এনসাক্লোপিডিয়া অব ব্রিটানিকা
- ↑ "পিগ প্যারাডাইস"। ৪ সেপ্টেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০০৯।