জন এল. হেনেসি

(জন হেনেসী থেকে পুনর্নির্দেশিত)

জন লিরয় হেনেসী একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী এবং শিক্ষাবিদ। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দশম প্রেসিডেন্ট।

জন এল হেনেসী
জন্ম১৯৫৩ (বয়স ৭০–৭১)
নাগরিকত্বআমেরিকান
মাতৃশিক্ষায়তনস্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক অ্যাট স্টোনি ব্রুক
ভিলানোভা বিশ্ববিদ্যালয়
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রকম্পিউটার স্থাপত্য
প্রতিষ্ঠানসমূহস্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়

হেনেসী ভিলানোভা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৩ সালে তড়িৎ প্রকৌশলে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করেন। তিনি স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক অ্যাট স্টোনি ব্রুক থেকে কম্পিউটার বিজ্ঞানে ১৯৭৫ সালে মাস্টার্স ও ১৯৭৭ সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। [] হেনেসী ১৯৭৭ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সিস্টেমস ল্যাবরেটরীর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের চেয়ারম্যান এবং ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডীনের দায়িত্ব পালন করেন। [] ১৯৯৭ সালে তিনি অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারির ফেলো হিসেবে নির্বাচিত হন। তিনি গুগলসিসকো সিস্টেমস এর বোর্ড সদস্য। [][] ২০১২ সালে তিনি ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স মেডেল অব অনার লাভ করেন। [][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৪ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১২ 
  2. http://investor.google.com/company/management.html
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১২ 
  4. http://news.stanford.edu/news/2011/december/hennessy-ieee-honor-120111.html
  5. http://www.ieee.org/documents/moh_rl.pdf