ঘোষ মূর্ধন্য উষ্মধ্বনি
জাত | ব্যঞ্জন |
বায়ুর সঞ্চালক | ফুসফুস |
বায়ুর অভিমুখ | বহির্গামী |
বায়ুর পথ | কেন্দ্রিক |
ঘোষতা | ঘোষ |
উচ্চারক | জিহ্বগ্র |
উচ্চারণস্থান | মূর্ধন্য |
উচ্চারণরীতি | ঊষ্ম |
ঘোষ মূর্ধন্য ঊষ্মধ্বনি একটা ব্যঞ্জনধ্বনি। এই ব্যঞ্জনধ্বনিটা বিশ্বের অনেকগুলো কথ্য ভাষায় ধ্বনিমূলক হিসাবে ব্যবহার করা হয়।
আইপিএতে [ʐ]
বর্তমান বাংলা লিপিতে এই ধ্বনির কোনও বিশেষ বর্ণ নেই।
বাংলা ভাষায়
সম্পাদনাএই ধ্বনিটি বাংলা ভাষায় ধ্বনিমূল হিসাবে ব্যবহৃত নয়, অথচ অনেকে "র" বর্ণটিকে পূরকধ্বনি হিসাবে [ʐ] বলে, বিশেষতঃ শব্দের আদিতে, যেমন রুচি/ɹutɕi/[ʐutɕi]।
অন্যান্য ভাষায়
সম্পাদনাঘোষ মূর্ধন্য ঊষ্মধ্বনিটি রুশ, পোলীয়, উবিখ, ও দ্রাবিড় ভাষাগুলোতে বেশ প্রচলিত। তাছাড়া, বাংলা ভাষাসহ ম্যান্ডারিন চীনা, কিচে, ও সুয়েডীয় ভাষায় এই ধ্বনিটি/ɹ/-এর পূরকধ্বনি হিসাবে [ʐ] উচ্চারিত হয়।