বিষয়বস্তুতে চলুন

পরশুরাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Parasurama থেকে পুনর্নির্দেশিত)
পরশুরাম
দেবনাগরীपरशुराम
অন্তর্ভুক্তিবিষ্ণুর অবতার
আবাসমহেন্দ্র পর্বত
গ্রহপৃথিবী
অস্ত্রপরশু
ম��তাপিতারেণুকা (মাতা)
জমদগ্নি (পিতা)
সঙ্গীধরণী

পরশুরাম (সংস্কৃত: परशुराम) বিষ্ণুর ষষ্ঠ অবতার। নামের আক্ষরিক অর্থ কুঠার হস্তে রাম। তিনি ত্রেতা যুগে এবং দ্বাপর যুগে বর্তমান ছিলেন। পরশুরামের পিতা জমদগ্নি ব্রাহ্মণ হলেও, মা রেণুকা ছিলেন ক্ষত্রিয়[] কঠোর তপস্যা করে তিনি শিবের নিকট হতে পরশু লাভ করেন এবং যুদ্ধবিদ্যা শেখেন। কথিত আছে, তিনি সমুদ্রের আগ্রাসন থেকে কোঙ্কণমালাবার অঞ্চলকে রক্ষা করেছিলেন। এই কারণে কেরল ও কোঙ্কণ উপকূলীয় অঞ্চলকে পরশুরাম ক্ষেত্র বলা হয়। পরশুরাম ছিলেন ব্রহ্মক্ষত্রিয়। তিনিই ছিলেন প্রথম যোদ্ধা ঋষি। তার মা অযোধ্যার সূর্যবংশের সন্তান ছিলেন। উল্লেখ্য, এই বংশেই রামচন্দ্রের জন্ম হয়। পরশুরাম ছিলেন শিবের উপাসক।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Leslie, Julia (২০১৪-০২-০৪)। Myth and Mythmaking: Continuous Evolution in Indian Tradition (ইংরেজি ভাষায়)। Routledge। আইএসবিএন 978-1-136-77888-9