পেইফান নদী
অবয়ব
(বেইপান নদী থেকে পুনর্নির্দেশিত)
পেইফান নদী | |
---|---|
অবস্থান | |
দেশ/রাষ্ট্র | চীন |
পেইফান নদী (চীনা: 北盘江; ফিনিন: Beipanjiang) একটি নদী যা চীনের কুয়েইচৌ ও ইউন্নান প্রদেশে অবস্থিত। এটি বৃহৎ চুচিয়াং নদীর অববাহিকার অংশ।
গতিপথ
[সম্পাদনা]পেইফান নদীটি চীনের ইউন্নান ও কুয়েইচৌ প্রদেশ দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটি কুয়াংশি প্রদেশের সীমানাতে পৌছে নানফান নদীর সাথে মিশে হুংশুই নদীটির জন্ম দিয়েছে এবং সেই নদীটি দক্ষিণ-পূর্ব দিকে চলে গেছে।
ইতিহাস
[সম্পাদনা]ইয়েলাং ও নানইউয়ে রাজ্যের পথ হিসেবে নদীটি ইতিহাসে তাৎপর্যপূর্ণ ছিল।
সেতুসমূহ
[সম্পাদনা]অনেকগুলি সেতু এই নদীকে অতিক্রান্ত হয়েছে। যেমন পেইফানচিয়াং সেতু, ছিংলুং রেলওয়ে সেতু, পেইফান নদীর কুয়াংশি মহাসড়ক সেতু, পেইফান নদীর শুইপাই রেলসেতু, পেইফান নদীর হুখুন মহাসড়ক সেতু। এই সবগুলি সেতুই বিশ্বের উচ্চতম সেতুগুলির মধ্যে পড়েছে।
চিত্র প্রদর্শনী
[সম্পাদনা]-
পেইফানচিয়াং সেতু থেকে দৃশ্যমান পেইফান নদী