বীর (২০১০-এর চলচ্চিত্র)
বীর | |
---|---|
পরিচালক | অনিল শর্মা |
প্রযোজক | বিজয় গালানি |
চিত্রনাট্যকার | শৈলেশ বর্মা, শক্তিমান |
কাহিনিকার | সালমান খান |
শ্রেষ্ঠাংশে | সালমান খান জেরিন খান মিঠুন চক্রবর্তী সোহেল খান জ্যাকি শ্রফ |
সুরকার | সাজিদ-ওয়াজিদ |
চিত্রগ্রাহক | গোপাল শাহ |
সম্পাদক | আশফাক মাকরানি |
প্রযোজনা কোম্পানি | বিজয় গালানি মুভিজ |
পরিবেশক | ইরোস এন্টারটেইন্টমেন্ট |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৬৪ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹ ৪৬০ মিলিয়ন[১] |
আয় | ₹ ৫৮০ মিলিয়ন[২] |
বীর: অ্যান এপিক লাভ স্টোরি অব অ্যা ওয়ারিয়র ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় ঐতিহাসিক অ্যাকশনধর্মী চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছেন অনিল শর্মা। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয�� করেছেন সালমান খান, মিঠুন চক্রবর্তী, সোহেল খান, জ্যাকি শ্রফ এবং জেরিন খান।[৩] এটির কাহিনী নির্মাণ করেছেন সালমান খান এবং চলচ্চিত্রটি মূলত গড়ে উঠেছে ১৮২৫ সালের রাজস্থানের পিন্ডারী আন্দোলনের সময়কার দৃশ্যেসমূহ নিয়ে; যেখানে ভারত ব্রিটিশ শাসনাধীন অবস্থায় ছিল।
বীর ২০১০ সালের ২২ জানুয়ারি তারিখে বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হয়।[৪]
শ্রেষ্ঠাংশে
[সম্পাদনা]- সালমান খান - বীর প্রতাপ সিং
- জেরিন খান - রাজকুমারী যশধারা
- মিঠুন চক্রবর্তী - পৃথ্বী সিং, বীরের বাবা
- সোহেল খান - পূণ্য প্রতাপ সিং, বীরের ভাই
- জ্যাকি শ্রফ - জ্ঞানেন্দ্র সিং, মাধবগড়ের রাজা এবং যশধারার পিতা
- পুরু রাজ কুমার গজেন্দ্র সিং, মাধবগড়ের রাজকুমার, যশধারার ভাই এবং জ্ঞানেন্দ্র এর পুত্র.
- লিসা লাসার - লেডি এনজেলা ফ্রেজার, গভর্নর জেমস ফ্রেজার স্ত্রী
- টিম লরেন্স - জেমস ফ্রেজার, রাজস্থান এর রাষ্ট্রপাল
- বিয়াঙ্কা ভ্যান ব্যারেনবার্গ
- খুররম তেজরার
- গীতা সোতো
- নীনা গুপ্ত - বীরের মাতা
- আর্য বাইদ
- ভারত দাভোলকর
- বানি আনন্দ[৫]
- শাহবাজ খান - নাওনিহাল
- মিলিতজা রেডমিলোভিক
- সালী
- সারিসা গ্লিডেন - শিক্ষয়িত্রী
- রায় ব্রন্সগিস্ট রিনো[৬]
- টেইলর রাইট
- লূক গ্রোভস
- ফিওনা গ্রেস (জয়া গুপ্ত) - নিনা ফ্রান্সেস
- নিনা ফ্রান্সেস - ইংরেজি সৈনিক
- ক্লে মোর - ইংরেজি সার্জেন্ট
পুরস্কার এবং মনোনয়ন
[সম্পাদনা]- মনোনয়ন– শ্রেষ্ঠ নারী অভিষেক – জেরিন খান[৭]
সাউন্ডট্র্যাক
[সম্পাদনা]বীর | |
---|---|
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | |
মুক্তির তারিখ | ১৭ ডিসেম্বর ২০০৯ |
ঘরানা | ফিল্ম সাউন্ডট্র্যাক |
সঙ্গীত প্রকাশনী | ইরোজ মিউজিক |
চলচ্চিত্রটির গান ২০০৯ সালের ১৭ ডিসেম্বর মুক্তি দেওয়া হয়। এটির গানগুলি কম্পোজ করেছেন সাজিদ-ওয়াজিদ এবং গীতরচনা ও সুর করেছেন গুলজার।
বলিউড হাঙ্গামা এর সঙ্গীত সমালোচক জগিন্দর তুতেজা সামগ্রিকভাবে ৫ এর মধ্যে ৩.৫ রেটিং প্রদান করেন।[৮] সুরিলী আখি ওয়ালি, সালাম আয়া এবং তালি গানগুলি বিশেষভাবে প্রশংসা অর্জন করে নেয়।[৮]
নং. | শিরোনাম | শিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "মেহেরবানিয়া" | সোনু নিগম | ০:৫৮ |
২. | "তালি" | সোনু নিগম, সুখিন্দর সিং, ওয়াজিদ, নিউম্যান পিন্টু | ৬:১০ |
৩. | "সুরিলী আখি ওয়ালে" | রাহাত ফাতেহ আলী খান, সুজান্ন ডি'মেলো | ৫:৩১ |
৪. | "কন্যা (থুমারি)" | রেখা ভরদ্বাজ, শরিব সাবরি, তশি সাবরি, শাবাব সাবরি | ৪:৩৬ |
৫. | "তালি" | সুখিন্দর সিং | ৬:০১ |
৬. | "সুরিলী আখি ওয়ালে" | রাহাত ফাতেহ আলী খান, সুনিধি চৌহান, সুজান্ন ডি'মেলো | ৫:২৩ |
৭. | "সালাম আয়া" | রুপ কুমার রাঠোর, শ্রেয়া ঘোষাল, সুজান্ন ডি'মেলো | ৪:৪৫ |
৮. | "স্প্রিট অব বীর" (ইন্সট্রুমেন্টাল) |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Budget of 'Veer' isn't Rs. 40 crores: Anil Sharma"। Indian Express। ২৮ জানুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০০৯।[অকার্যকর সংযোগ]
- ↑ Superstars’ Box Office Flops: When Aamir, SRK, Salman, Akshay Delivered Duds
- ↑ "Veer: Complete cast and crew details"। Bollywood Hungama। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১০।
- ↑ Firdaus Ashraf, Syed (৮ জানুয়ারি ২০০৯)। "'I don't want to make depressing films for my fans'"। Rediff.com। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১০।
- ↑ Subhadeep Bhattacharjee (২৩ নভেম্বর ২০০৯)। "Salman saved Bunny Anand's life"। One India.com। ২০ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১০।
- ↑ Manohar Charla. "'I Fight Veer to Win the Princess!' – Roy Bronsgeest" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ জানুয়ারি ২০১০ তারিখে, BollySpice.com, 21 January 2010
- ↑ "Nominations for Zee Cine Awards 2011"। Bollywood Hungama। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১১।
- ↑ ক খ Joginder Tutega (২১ ডিসেম্বর ২০০৯)। "Veer: Music Review"। Bollywood Hungama। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে বীর (ইংরেজি)
- হিন্দি ভাষার চলচ্চিত্র
- ২০১০-এর চলচ্চিত্র
- ভারতীয় চলচ্চিত্র
- লন্ডনে ধারণকৃত চলচ্চিত্র
- লন্ডনের পটভূমিতে চলচ্চিত্র
- ভারতের পটভূমিতে চলচ্চিত্র
- ভারতীয় ঐতিহাসিক নাট্য চলচ্চিত্র
- ২০১০-এর দশকের হিন্দি ভাষার চলচ্চিত্র
- ভারতীয় মহাকাব্যিক চলচ্চিত্র
- ভারতে ধারণকৃত চলচ্চিত্র
- রাজস্থানে ধারণকৃত চলচ্চিত্র
- ভারতীয় ঐতিহাসিক অ্যাকশন চলচ্চিত্র
- ২০১০-এর নাট্য চলচ্চিত্র