বিষয়বস্তুতে চলুন

নায়ণার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুদ্রণযোগ্য সংস্করণটি আর সমর্থিত নয় এবং এতে রেন্ডারিং ত্রুটি থাকতে পারে। দয়া করে আপনার ব্রাউজারের বুকমার্কগুলি হালনাগাদ করুন এবং এর পরিবর্তে দয়া করে ব্রাউজারের মুদ্রণ করার ফাংশনটি ব্যবহার করুন।
শৈব সিদ্ধান্ত-এর চারজন নালবর- (বাম থেকে) সম্বন্দর, অপ্পর, সুন্দরার- হলেন তিনজন সুপরিচিত নায়নমার এবং চতুর্থ মনিক্কাবচাকর।

নায়ণার (বা নায়ণ্মার; তামিল: நாயன்மார், প্রতিবর্ণী. Nāyaṉmār, অনুবাদ 'শিবের শিকারী কুকুর', এবং পরবর্তীকালে ‘শৈবধর্ম শিক্ষক’)[] ছিল খ্রিস্টীয় তৃতীয় থেকে অষ্টম শতাব্দী পর্যন্ত অধুনা তামিলনাডু অঞ্চলের ৬৩ জন সন্তের একটি গোষ্ঠী। এই সন্তেরা ছিলেন হিন্দু দেবতা শিবের ভক্ত। আদি মধ্যযুগীয় দক্ষিণ ভারতে নায়ণার ও বিষ্ণু-উপাসক আল্বার সন্তেরা ভক্তি আন্দোলনকে প্রভাবিত করেছিলেন।[] সুন্দরর্ প্রথম নায়ণারদের নাম সংকলিত করেন। নম্বিয়াণ্ডার নম্বি তিরুমুরৈ সংকলনে এই তালিকাটি সম্প্রসারিত করেন এবং সুন্দরর্ ও সুন্দররের পিতামাতার নাম এই তালিকায় যুক্ত করেন।

তথ্যসূত্র

  1. Sadasivan, S. N. (২০০০)। A Social History of India। New Delhi: A.P.H. Publishing Corporation। পৃষ্ঠা 150–151। আইএসবিএন 81-7648-170-X 
  2. Ramaswamy, Vijaya (২০০৭)। Historical Dictionary of the Tamils। Scarecrow Press। পৃষ্ঠা 167। আইএসবিএন 9780810864450 

আরও পড়ুন

বহিঃসংযোগ

  • "63 Nayanmarkal"Shaivam.org