বিষয়বস্তুতে চলুন

ডেকামিটার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার বর্তমান সংস্করণ, যা KanikBot (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৩১, ৬ জুলাই ২০২৩ তারিখে সম্পাদিত হয়েছিল (ইংরেজি উইকিপিডিয়া ও উইকিউপাত্তের তথ্যের ভিত্তিতে বট কর্তৃক বিষয়শ্রেণী যোগ)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক।

(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
১ ডেকামিটার =
এসআই একক
১০.০০০ মি ১,০০০.০০ সেমি
ইউএস প্রথানুগ / ইম্পেরিয়াল একক
১০.৯৩৬ গজ ৩২.৮০৮ ফুট

ডেকামিটার (ইংরেজি: Decametre; প্রতীক: dam; কখনও কখনও অনানুষ্ঠানিকভাবে Dm বা dkm) হল মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক, যা দৈর্ঘের এসআই ভিত্তিক এককের দশ মিটারের সমান। একে বৈজ্ঞানিক অঙ্কপাতনে ১×১০ মি অথবা ১ E+১ মি (সূচকীয় অঙ্কপাতন), অর্থ ১×১০ মি হিসাবে লিখা যায়।

এই মাপকাঠি অধিকাংশ ক্ষেত্রেই সম্পূর্ণতার জন্য এসআই এর মধ্যে অন্তর্ভুক্ত করে: মূলত, উপসর্গ ও এককের যেকোনো সমন্বয় লেখা যেতে পারে, কিন্তু অনেক গুলো কমই ব্যবহার করা হয়। ডেকামিটারের একটি বাস্তব ব্যবহার হচ্ছে আবহবিদ্যায়, যেখানে সমুদ্রপৃষ্ঠ হইতে জিওপটেনশিয়াল উচ্চতা মাপার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও আবহাওয়াবিদরা কদাচিৎ অন্য এসআই প্রিফিক্স হেক্টপ্যাস্কেল (hPa) ব্যবহার করে থাকেন।

আরও দেখুন

[সম্পাদনা]