আলাপ:দিন-দ্যা ডে
অবয়ব
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ২ বছর পূর্বে "চলচ্চিত্রের নামের বানান" অনুচ্ছেদে
এই পাতাটি দিন-দ্যা ডে নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
চলচ্চিত্রের নামের বানান
@Masum Ibn Musa: ভাই, চলচ্চিত্রের নামের বানান সেন্সরবোর্ড সনদপত্র অনুযায়ী "দ্য" নয়, "দ্যা" সঠিক। নামের বানান কর্তৃপক্ষ ব্যতিত আমাদের দ্বারা পরিবর্তন সম্ভব নয়। সনদপত্রটি দেখুন এখানে। নাহিয়ান আলাপ ০৪:২২, ১৬ জুলাই ২০২২ (ইউটিসি)
- @Nahian: উইকিপিডিয়ার কোন সংবিধানে লেখা আছে যে, সেন্সরবোর্ড সনদপত্র অনুস্মরণ করতে হবে? নামের বানান কর্তৃপক্ষ ব্যতিত আমাদের দ্বারা পরিবর্তন সম্ভব নয়। এই কর্তৃপক্ষ কারা ? সনদ পত্রে লেখা আছে যে, এম.এ. জলিল অনন্ত। তাহলে কি কি অনন্ত জলিল এর নাম বদলে এম.এ. জলিল অনন্ত লিখতে হবে? — মাসুম ইবনে মুসা কথোপকথন ১৬:৪১, ১৭ জুলাই ২০২২ (ইউটিসি)
- @Masum Ibn Musa: অনন্ত জলিল স্বয়ং "অনন্ত জলিল" ও "এম.এ. জলিল অনন্ত" দুই নামই ব্যবহার করেন। উনি নিজেই এমন একটা গোলকধাঁধা তৈরি করে রাখলেও, এতে উনার সমস্যা না হলে আপনার তো সমস্যা হবার কথা নয়। আর অবশ্যই আপনি এই নামের বানান বদল করতে পারবেন না। কারণ সকল প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোস্টারে বাংলায় "দ্যা" লিখা ছিল, "দ্য" নয়, এটা একটা প্রমাণ যে আপনার মতামত ভুল। তাছাড়া এই নামের বানান আপনি বদল করার ক্ষমতা রাখেন না, কারণ আপনি এই কর্মের মালিক নন। কর্তৃপক্ষই হলো মালিক, আর সেই মালিক হলেন প্রযোজক বা অনন্ত জলিল। উনি উনার ফেসবুক পেইজের পোস্টেও "দ্যা" ব্যবহার করেন, "দ্য" নয়। নাহিয়ান আলাপ ১৮:৪৮, ১৭ জুলাই ২০২২ (ইউটিসি)
- আমরা কড়া আলোচনায় না যাই। যেহেতু এটি একটি শিল্পকর্ম, ফলে এখানে শিল্পকর্মের স্রষ্টা যে বানান (দিন-দ্যা ডে) ব্যবহার করেছেন, আমাদেরও তাই ব্যবহার করা উচিত, এমনকি সেই বানান ভুল হলেও। -- আফতাবুজ্জামান (আলাপ) ০১:৫২, ১৮ জুলাই ২০২২ (ইউটিসি)
- @Masum Ibn Musa: অনন্ত জলিল স্বয়ং "অনন্ত জলিল" ও "এম.এ. জলিল অনন্ত" দুই নামই ব্যবহার করেন। উনি নিজেই এমন একটা গোলকধাঁধা তৈরি করে রাখলেও, এতে উনার সমস্যা না হলে আপনার তো সমস্যা হবার কথা নয়। আর অবশ্যই আপনি এই নামের বানান বদল করতে পারবেন না। কারণ সকল প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোস্টারে বাংলায় "দ্যা" লিখা ছিল, "দ্য" নয়, এটা একটা প্রমাণ যে আপনার মতামত ভুল। তাছাড়া এই নামের বানান আপনি বদল করার ক্ষমতা রাখেন না, কারণ আপনি এই কর্মের মালিক নন। কর্তৃপক্ষই হলো মালিক, আর সেই মালিক হলেন প্রযোজক বা অনন্ত জলিল। উনি উনার ফেসবুক পেইজের পোস্টেও "দ্যা" ব্যবহার করেন, "দ্য" নয়। নাহিয়ান আলাপ ১৮:৪৮, ১৭ জুলাই ২০২২ (ইউটিসি)