স্টুডেন্ট অব দ্য ইয়ার
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত করণ জোহার পরিচালিত হিন্দি ভাষার চলচ্চিত্র
স্টুডেন্ট অফ দ্য ইয়ার (হিন্দি: स्टुडेंट ऑफ़ द ईयर, অনুবাদ 'বর্ষসেরা ছাত্র') ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত করণ জোহর পরিচালিত ভারতীয় হাস্যরসাত্মক-নাট্য চলচ্চিত্র। ধর্ম প্রডাকশনসের ব্যানারে এবং শাহরুখ খানের রেড চিলি এন্টারটমেন্টের সহযোগিতায় এটির প্রযোজনা করেন হিরু ইয়াস জোহর।[৩] ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভট্ট, সিদ্ধার্থ মালহোত্রা ও ভারুন ধাওয়ান।
স্টুডেন্ট অফ দ্য ইয়ার | |
---|---|
পরিচালক | করণ জোহর |
প্রযোজক | হিরো ইয়াস জোহর গৌরি খান |
রচয়িতা | নিরঞ্জন আয়েঙ্গার |
চিত্রনাট্যকার | রেঞ্জিল ডি'সিলভা |
শ্রেষ্ঠাংশে | আলিয়া ভাট সিদ্ধার্থ মালহোত্রা বরুন ধাওয়ান |
সুরকার | বিশাল-শেখর |
চিত্রগ্রাহক | আয়ানানকা বোস |
সম্পাদক | দীপা ভাটিয়া |
প্রযোজনা কোম্পানি | ধর্ম প্রডাকশনস রেড চিলিজ এন্টারটেইনমেন্ট |
পরিবেশক | ধর্ম প্রডাকশনস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪৬ মিনিট[১] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹৫৯ কোটি[২] |
আয় | প্রা. ₹৯৬.৬৬ কোটি[২] |
১৯শে অক্টোবর ২০১২ সালে সারা ভারতে ১৪০০টিরও বেশি স্থানে চলচ্চিত্রটি মুক্তি দেয়া হয়। এটি ২০১২ সর্বোচ্চ আয়কৃত বলিউডের চলচ্চিত্রগুলির একটি।[৪] এর একটি সিকুয়েল, স্টুডেন্ট অব দ্য ইয়ার ২ ২০১৮ সালে মুক্ত পায়।
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- বরুন ধাওয়ান - রোহান নান্দা
- সিদ্ধার্থ মালহোত্রা - আভিমান্যু সিং
- আলিয়া ভাট - শানায়া সিংঘানিয়া
- সানা সাঈদ - তানিয়া ইসরানি
- মানসী রাছ - শ্রুতি পাঠক
- ঋষি কাপুর[৫] - ডীন যগেন্দ্র বশীশ
- রনিত রায় - কোচ শাহ
- প্রাচী শাহ - কোচ শাহের স্ত্রী
- কাজল দেবগন - বিশেষ অতিথি একটি গানে
- রাম কাপুর - আশক নান্দা
- গৌতমী কাপুর - মিসেস নান্দা
- বোমান ঈরানী - বিশেষ অতিথি
- ফারাহ খান - বিশেষ অতিথি
সংগীত
সম্পাদনাসাউন্ড ট্র্যাক
সম্পাদনাস্টুডেন্ট অব দ্য ইয়ার | |
---|---|
কর্তৃক | |
মুক্তির তারিখ | ৩১ আগস্ট ২০১২ |
দৈর্ঘ্য | ৩০:২৪ |
সঙ্গীত প্রকাশনী | সনি মিউজিক |
প্রযোজক | করন জোহার |
ছবির সংগীত পরিচালনা করেছেন বিশাল-শেখর ও গানের কথা লিখেছেন আনভিতা দত্ত।
ট্র্যাকলিস্ট | ||||
---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | গায়ক(গুলি) | দৈর্ঘ্য |
১. | "দ্য ডিসকো সং" | আনভিতা দত্ত | বেনি দায়াল, নাজিয়া হাসান ও সুনিদি চৌহান | ৫:৪২ |
২. | "ইশক ওয়ালা লাভ" | আনভিতা দত্ত | শেখর রাজভানী, সেলিম মারচান্দ ও নীতি মোহন | ৪:১৮ |
৩. | "রাধা" | আনভিতা দত্ত | শ্রেয়া ঘোষাল, উদিত নারায়ন, বিশাল-শেখর | ৫:৪১ |
৪. | "রাট্টা মার" | আনভিতা দত্ত | বিশাল ও শেফালি আলভেরিস | ৩:৩০ |
৫. | "কুক্কাড" | আনভিতা দত্ত | শহিদ মালয়া ও নিশা | ৪:৪২ |
৬. | "ভেলে" | আনভিতা দত্ত | বিশাল-শেখর | ৩:৫০ |
৭. | "মেশআপ অফ দ্য ইয়ার" | আনভিতা দত্ত | ডিজে কিরন ও অন্যান্য | ৩:০২ |
মোট দৈর্ঘ্য: | ৩০:২৪ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "STUDENT OF THE YEAR (12A) - British Board of Film Classification"। ১৬ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১২।
- ↑ ক খ [১] বক্স অফিস ইন্ডিয়া
- ↑ "Student of the Year"। বলিউড হাঙ্গামা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১২।
- ↑ Boxofficeindia.com ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ নভেম্বর ২০১২ তারিখে. Boxofficeindia.com.
- ↑ "Bollywood Inside - Rishi Kapoor is going to play Gay"।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে স্টুডেন্ট অব দ্য ইয়ার (ইংরেজি)
- বলিউড হাঙ্গামায় স্টুডেন্ট অব দ্য ইয়ার (ইংরেজি)