শিবগঞ্জ পৌরসভা, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি পৌরসভা
শিবগঞ্জ পৌরসভা বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার অন্তর্গত 'ক' শ্রেণির একটি পৌরসভা।[১][২]
শিবগঞ্জ পৌরসভা, চাঁপাইনবাবগঞ্জ | |
---|---|
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | চাঁপাইনবাবগঞ্জ জেলা |
উপজেলা | শিবগঞ্জ উপজেলা |
প্রতিষ্ঠা | ২২-০৮-১৯৯২[১][২] |
সরকার | |
• মেয়র | কারিবুল হক রাজিন[১] (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ২২.২১ বর্গকিমি (৮.৫৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪৫,২১৩ |
• জনঘনত্ব | ২,০০০/বর্গকিমি (৫,৩০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনাশিবগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত।
প্রশাসনিক এলাকা
সম্পাদনা- ওয়ার্ডঃ ০৯ টি[২]
- মৌজাঃ
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনা- মোট আয়তনঃ ২২.২১ বর্গ কি.মি.
- মোট জনসংখ্যাঃ ৪৫,২১৩ জন[১]
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- শিক্ষার হারঃ ৬২.৪০%[১]
- শিক্ষা প্রতিষ্ঠানঃ[১]
- বেসরকারী মহাবিদ্যালয় - ০৩ টি
- সরকারী উচ্চ বিদ্যালয় - ০১ টি
- বেসরকারী উচ্চ বিদ্যালয় - ০৩ টি *বেসরকারী নিুমাধ্যমিক বিদ্যালয় - ০২ টি *মাদ্রাসার সংখ্যা - ০৩ টি
- সরকারী প্রাথমিক বিদ্যালয় - ০৮ টি *রেজিঃ বেসরকারী প্রাথমিক বিদ্যালয় - ০৫ টি *কেজি স্কুল - ০৮ টি
- ব্র্যাক/আনন্দ স্কুলের সংখ্যা - ২৪ টি
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান মেয়রঃ জনাব মনিরুল ইসলাম(২০২১ - )[১]