মুকসুদপুর পৌরসভা বাংলাদেশের ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলাধীন একটি স্থানীয় সরকার সংস্থা। ২০০০ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভাটি বাংলাদেশের একটি ‘‘খ’’ শ্রেণীভুক্ত পৌরসভা।

মুকসুপুর পৌরসভা
Muksudpur Municipality
স্থানীয় সরকার
ইতিহাস
শুরু২০০০
নেতৃত্ব
মেয়র
আশরাফুল আলম শিমুল
সভাস্থল
মুকসুদপুর পৌরসভা কার্যালয়

অবস্থান ও আয়তন

সম্পাদনা

কুমার নদীর দক্ষিণ তীরে ভৌগলিক ভাবে গুরম্নত্বপূর্ণ প্রাচীন একটি জনপদ মুকসুদপুর। বিভিন্ন সময়ে বিভিন্ন পরিক্রমায় ২০০০ খৃষ্টাব্দের ২০ মার্চ ১৭.২ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ৯টি ওয়ার্ডের সমন্বয়ে মুকসুদপুর পৌরসভা গঠিত হয়। ২০১৭ খৃষ্টাব্দে ‘খ’ শ্রেণীতে উন্নীত  হয়। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত ১ জন মেয়র, ৯ জন ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত আসনে ৩ জন মহিলা কাউন্সিলর সমন্বয়ে গঠিত পৌর পরিষদের নেতৃত্বে মুকসুদপুর পৌরসভা পরিচালিত হয়। মুকসুদপুর পৌরসভার উত্তরে বল্লভদী ইউনিয়ন নদী দক্ষিণে ভাবড়াশুর ও খান্দারপাড়া  ইউনিয়ন, পূর্বে মহারাজপুর এবং পশ্চিমে পশারগাতি  ইউনিয়ন অবস্থিত। মুকসুদপুর পৌরসভা প্রায় ৩০,৯৫৯ জনসংখ্যার একটি ঘনবসতিপূর্ণ শহর। মুকুসদপুর পৌরসভা উপজেলা সদরে অবস্থিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরম্নত্বপূর্ণ সকল  অফিস ও স্থাপনা এবং বেসরকারী পর্যায়ের  অনেক গুরম্নত্বপূর্ণ অফিস এখানে অবস্থিত। সে কারণে পৌর এলাকা প্রশাসনিক ভাবে সবচেয়ে গুরম্নত্বপূর্ণ স্থান। তাছাড়া মুকসুদপুর উপজেলার সমগ্র সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের পীঠস্থান মুকসুদপুর পৌরসভা একটি আদর্শ শহর।আয়তন ১৭.২ বর্গ কিলোমিটার।

কৃষি ও অর্থনীতি

সম্পাদনা

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ জেলার প্রবেশদ্বারে অবস্থিত মুকসুদপুর পৌরসভা মোট ৯টি ওয়ার্ড এর সাথে পৌরসভা সদরের যোগাযোগ ব্যবস্থা ভালো। জেলা সদরের সাথে যোগযোগ অত্যন্ত চমৎকার, সড়ক পথে দূরত্ব ৬০ কিলোমিটার এবং যেতে ১ ঘণ্টা ৩০ মিনিট সময় লাগে। মুকসুদপুর হত��� প্রতিদিন বাস জেলা সদরের উদ্দেশ্যে ছেড়ে যায়। মুকসুদপুর উপজেলা থেকে গোপালগঞ্জ জেলার দুরত্ব ৬০ কিঃ মিঃ। জেলা সড়ক জেড৭০০৪ (ফরিদপুর (বদরপুর)-সালথা-সোনাপুর-মুকসুদপুর) মুকসুদপুরকে ফরিদপুর জেলার সাথে স্থলপথে সংযুক্ত করেছে।

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

দর্শনীয় ও বৈশিষ্ট্যপূর্ণ স্থান এবং স্থাপনা

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা