কলমা ইউনিয়ন, লৌহজং

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার একটি ইউনিয়ন

কলমা ইউনিয়ন বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার অন্তর্গত লৌহজং উপজেলার একটি ইউনিয়ন

কলমা ইউনিয়ন
ইউনিয়ন
কলমা ইউনিয়ন ঢাকা বিভাগ-এ অবস্থিত
কলমা ইউনিয়ন
কলমা ইউনিয়ন
কলমা ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
কলমা ইউনিয়ন
কলমা ইউনিয়ন
বাংলাদেশে কলমা ইউনিয়ন, লৌহজংয়ের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°২৭′৫২″ উত্তর ৯০°১৯′৫৮″ পূর্ব / ২৩.৪৬৪৪৪° উত্তর ৯০.৩৩২৭৮° পূর্ব / 23.46444; 90.33278 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলামুন্সীগঞ্জ জেলা
উপজেলালৌহজং উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ইউনিয়নকলমা
আয়তন
 • মোট১২.৬২ বর্গকিমি (৪.৮৭ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১৮,৭৪৪
 • জনঘনত্ব১,৫০০/বর্গকিমি (৩,৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৮.০৫ %
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ভৌগোলিক উপাত্ত

সম্পাদনা

কলমা ইউনিয়নের আয়তন- ৩১১৯ একর। [] গ্রাম - ৯ টি, মৌজা -৯ টি। []

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী কলমা ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮৭৪৪ জন। এদের মধ্যে ৯০৪৯ জন পুরুষ এবং ৯৬৯৫ জন মহিলা। []

ইতিহাস

সম্পাদনা

১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদৌলার পতনের পর বাংলার স্বাধীনতা সূয অস্তমিত হয়। পরাস্ত ও নিহত নবাবের কিছু বিশ্বস্ত হিন্দু মুসলমান সভাসদ মুর্শিদাবাদ ছেড়ে বাংলার পূব প্রান্তে আশ্রয় নেয়। তাদেরই একজন দেওয়ান নিধিরাম। মুর্শিদাবাদের ভাগিরথী প্রবাহে বজরা ভাসিয়ে ভাটিস্রোতের অনুকূলে পূব বাংলার এই অঞ্চলে চলে আসেন। প্রমত্ত পদ্মাকে এড়িয়ে দূরে কোথাও বসতি স্থাপনের উদ্দ্যেশে সঠিক স্থান খুঁজতে খুঁজতে দেওয়ান নিধিরাম রাজনগর, রাজবাড়ী, মীরবহর, তেলীরবাগ, আকিয়াধল পেরিয়ে আরও উত্তরে এসে দেখলেন এক বিল। শাপলা শালুকের চেয়ে কলমী দামেই বিলের অধিকাংশ ছেয়ে আছে। লোকে তাই বলত 'বিল কলমী'। তা থেকেই বিল কলমা বতর্মানে 'কলমা'। তাছাড়া নিধিরাম কলমায় সুবৃহৎ দীঘি খনন করেন এবং দীঘির পশ্চিম পার্শ্বে দেবালয় নির্মাণ করেন। কাশী হতে কৃষ্ণ পাথরের কালী মুর্তি এনে সেখানে গৃহ দেবতা প্রতিষ্ঠা করেন। এ থেকেই অদ্যাবধী তা কলমা কালী বাড়ি নামে পরিচিত। []

শিক্ষা

সম্পাদনা

শিক্ষার হার - ৫৮.০৫ % []

  • মহাবিদ্যালয় বা কলেজ- ১ টি
  • প্রাথমিক বিদ্যা���য় - ৯ টি
  • মাধ্যমিক বিদ্যালয় - ১ টি
  • মাদরাসা - ৬ টি []

অর্থনীতি

সম্পাদনা

বেশিরভাগই কৃষিজীবী, আলু ও ধান এখানকার প্রধান অর্থকরী ফসল। এছাড়াও পাট, ভুট্টা, আঁখ, সরিষা, কালোজিরাও নিয়মিত উৎপাদন করা হয়। তাছাড়া প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সও এই এলাকার সমৃদ্ধির অন্যতম কারণ।

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • মিজানুর রহমান সিনহার বাড়ী
  • কলমা এল, কে উচ্চ বিদ্যালয় ও জমিদার বাড়ী
  • ধাইদা হাফিজিয়া কওমীয়া মাদ্রাসা []
  • দাসপাড়া মন্দির

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "লৌহজং উপজেলা"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৯ 
  2. "কলমা ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৯