২০২৩ নাইজেরিয়া আমন্ত্রণমূলক টি২০আই টুর্নামেন্ট
২০২৩ নাইজেরিয়া আমন্ত্রণমূলক টি২০আই টুর্নামেন্ট ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২৩ সালের মার্চ ও এপ্রিল মাসে নাইজেরিয়ায় অনুষ্ঠিত হয়।[১] টুর্নামেন্টের সব ম্যাচ লেগোসের তাফাওয়া বালেওয়া চত্বর ক্রিকেট ওভালে অনুষ্ঠিত হয়।[২] টুর্নামেন্টটিতে স্বাগতিক নাইজেরিয়ার সাথে অংশগ্রহণ করে ক্যামেরুন, ঘানা, রুয়ান্ডা ও সিয়েরা লিওন।[৩] প্রাথমিকভাবে গাম্বিয়ারও টুর্নামেন্টের অংশগ্রহণের কথা থাকলেও পরবর্তীতে দলটি নিজেদের নাম প্রত্যাহার করে নেয়।[৪] এটি ছিল টুর্নামেন্টটির দ্বিতীয় আসর; ২০২২ সালে অনুষ্ঠিত প্রথম আসরের ফাইনালে নাইজেরিয়াকে হারিয়ে বিজয়ী হয়েছিল রুয়ান্ডা।[৫]
তারিখ | ২৭ মার্চ ২০২৩ – ২ এপ্রিল ২০২৩ |
---|---|
তত্ত্বাবধায়ক | নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন ও ফাইনাল |
আয়োজক | নাইজেরিয়া |
বিজয়ী | নাইজেরিয়া (১ম শিরোপা) |
রানার-আপ | রুয়ান্ডা |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৫ |
খেলার সংখ্যা | ১২ |
সর্বাধিক রান সংগ্রহকারী | জিজেল ইশিমোয়ে (১২৮) |
সর্বাধিক উইকেটধারী | হেনরিয়েট ইশিমোয়ে (১০) অ্যালিস ফিলি (১০) জ্যানেট কোওয়া (১০) |
টুর্নামেন্টের ফাইনালে রুয়ান্ডাকে হারিয়ে বিজয়ী হয় নাইজেরিয়া।[৬]
দলীয় সদস্য
সম্পাদনাক্যামেরুন[৭] | ঘানা[৮] | নাইজেরিয়া[৯] | রুয়ান্ডা[১০] | সিয়েরা লিওন[১১] |
---|---|---|---|---|
|
রাউন্ড-রবিন
সম্পাদনাপয়েন্ট তালিকা
সম্পাদনাঅব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | রুয়ান্ডা | ৪ | ৪ | ০ | ০ | ০ | ৮ | +৪.৪৫৮ |
২ | নাইজেরিয়া (H) | ৪ | ৩ | ১ | ০ | ০ | ৬ | +১.৪২৪ |
৩ | সিয়েরা লিওন | ৪ | ২ | ২ | ০ | ০ | ৪ | −০.২০৯ |
৪ | ক্যামেরুন | ৪ | ১ | ৩ | ০ | ০ | ২ | −২.৩৪৫ |
৫ | ঘানা | ৪ | ০ | ৪ | ০ | ০ | ০ | −৩.৩২২ |
ফাইনালে উত্তীর্ণ
৩য় স্থান নির্ধারণীতে উত্তীর্ণ
সূচি
সম্পাদনাব
|
||
জয়নব কামারা ১৩ (২৫)
রুকায়াত আব্দুলরাসাক ২/৬ (৪ ওভার) |
লাকি পাইটি ২২* (২৪)
অ্যালিস ফিলি ২/১৫ (৪ ওভার) |
- নাইজেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৯ ওভারে খেলা হয়।
- অ্যালিস ফিলি, ইশা কুয়ে, এমা কামারা, ফাতু কামারা, ফাতু কোন্তেহ্, সেলিনা বুল ও হাসানাতু সাওয়ানেহ্ (সিয়েরা লিওন)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
সারাহ উয়েরা ৬০* (৬১)
এমানুয়েলা নিয়াবা ১/২৬ (৪ ওভার) |
এলিজাবেথ আননোর ৮ (১২)
হেনরিয়েট ইশিমোয়ে ৪/৪ (২.৩ ওভার) |
- ঘানা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- কোমলপ্রীত কৌর (ঘানা), জেওভানিস উয়াসে ও রোজিন ইরেরা (রুয়ান্ডা)-এর টি২০আই অভিষেক হয়।
- হেনরিয়েট ইশিমোয়ে প্রথম রুয়ান্ডান ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।
ব
|
||
মাদালেন সিসাকো ১৫ (২৬)
ফেভার এসেইগবে ৩/৪ (৩ ওভার) |
সালোমে সানডে ১৭* (১৭)
এদউইজ গেহোয়াদা ২/১৮ (৩ ওভার) |
- ক্যামেরুন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- আদেশোলা আদেকুনলে (নাইজেরিয়া), অলিভ রানেদুমুন, এদউইজ গেহোয়াদা ও এলসা কানা (ক্যামেরুন)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
কোমলপ্রীত কৌর ১৯* (৩৪)
অ্যালিস ফিলি ৩/৯ (৪ ওভার) |
সেলিনা বুল ১৮* (১৪)
এমানুয়েলা নিয়াবা ১/১৫ (২ ওভার) |
- ঘানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- হোসেনাতু সাওয়ানেহ্ (সিয়েরা লিওন)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
ফাতু পেস্সিমা ১২* (৩৪)
বেলিস মুরেকাতেতে ৪/১৭ (৪ ওভার) |
হেনরিয়েট ইশিমোয়ে ১৭ (১৩)
অ্যালিস ফিলি ৩/১৯ (৩.১ ওভার) |
- সিয়েরা লিওন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
মাদালেন সিসাকো ২২ (৪০)
রাশিদাতু সালিয়া ৩/১৯ (৪ ওভার) |
কোমলপ্রীত কৌর ১৫ (২৪)
মাদালেন সিসাকো ৩/১৪ (৪ ওভার) |
- ক্যামেরুন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ক্রিস্টিয়ানা নিয়ামেকে ও জাকলিন কোকাম (ঘানা)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
সালোমে সানডে ২৭* (১৮)
কেট আউআহ ২/১৮ (৪ ওভার) |
রাশিদাতু সালিয়া ২০ (২৯)
র্যাচেল স্যামসন ৪/১৮ (৪ ওভার) |
- ঘানা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
হেনরিয়েট ইশিমোয়ে ৪৩ (৩৩)
এদউইজ গেহোয়াদা ৩/২১ (৪ ওভার) |
মার্গারিত বেসালা ৬ (৪)
হেনরিয়েট ইশিমোয়ে ৫/৬ (২.৩ ওভার) |
- রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ব্রেন্ডা ওয়ালুমা (ক্যামেরুন)-এর টি২০আই অভিষেক হয়।
- হেনরিয়েট ইশিমোয়ে প্রথম রুয়ান্ডান ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।
ব
|
||
মিশেল একানি ১৪ (২০)
এমা কামারা ২/৩ (১ ওভার) |
সেলিনা বুল ২৫ (৪০)
বের্নাদেত ম্বিদা ২/১৭ (৪ ওভার) |
- ক্যামেরুন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
জিজেল ইশিমোয়ে ২৯ (৩৪)
আদেশোলা আদেকুনলে ৩/১০ (৪ ওভার) |
সালোমে সানডে ২৯ (৩৭)
জোসিয়্যান ন্য়িরানকুন্দিনেজা ৩/১৯ (৩.৪ ওভার) |
- রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় স্থান নির্ধারণী
সম্পাদনাব
|
||
বের্নাদেত ম্বিদা ৩৩ (৩৬)
জ্যানেট কোওয়া ৩/১৪ (৪ ওভার) |
ফাতমাতা পার্কিনসন ৩০* (৪৪)
অলিভ রানেদুমুন ১/১৪ (২ ওভার) |
- সিয়েরা লিওন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- সোনিতা আকেনজি (ক্যামেরুন)-এর টি২০আই অভিষেক হয়।
ফাইনাল
সম্পাদনাব
|
||
সালোমে সানডে ৪৮* (৫৮)
জোসিয়্যান ন্য়িরানকুন্দিনেজা ১/৯ (৩ ওভার) |
জিজেল ইশিমোয়ে ৩১ (৪৮)
র্যাচেল স্যামসন ৩/১৩ (৩ ওভার) |
- নাইজেরিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Nigeria Cricket to host 2nd edition of Women's T20I tournament in March 2023"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২৩।
- ↑ "Cricket Federation says preparations in top gear for international tournament"। প্রিমিয়াম টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২৩।
- ↑ "NCF to hold six-nation women's invitational T20i cricket tourney in Lagos"। দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "All set for the NCF Women's T-20 international tournament in Lagos"। নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২৩।
- ↑ "Cricket: Rwanda to defend NCF T20 women's trophy in March"। দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "Cricket: Nigeria wins Women's T20i Invitational tournament"। প্রিমিয়াম টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৩।
- ↑ @NigeriaWT20I (২৩ মার্চ ২০২৩)। "Cameroon is all set as they release their women's squad for the #NigeriaWT20i💪🏾" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- ↑ @NigeriaWT20I (২২ মার্চ ২০২৩)। "Ghana women's squad🇬🇭 🙌🏾" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- ↑ "N.C.F announce final squad list for the the women's tournament in Lagos"। নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২৩।
- ↑ "Nhamburo names squad for Nigeria Women T20 tourney"। দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৩।
- ↑ @NigeriaWT20I (২৪ মার্চ ২০২৩)। "Sierra Leone playing XIV🇸🇱🙌🏾" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।