অয়ন বন্দ্যোপাধ্যায়
বাঙালি লেখক
অয়ন বন্দ্যোপাধ্যায় একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ৷ [১] ইনার জন্ম ১৯৫৬ সালে কলকাতায় ৷ ছাত্র ছিলেন দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক বয়েজ হাই স্কুলের ৷ প্রথম ছায়াছবি করেন কিশোর বয়সে ৷ বিভুতি ভুষন মুখোপাধ্যায় রচিত ঊপন্যাস নিয়ে তরুণ মজুমদার পরিচালিত ছায়াছবি শ্রীমান পৃথ্বীরাজ ৷ এটি ব্যাপক জনপ্রিয়তা করে ৷ এর জন্য তিনি ওই বছর (1974) বি. এফ. জে. এ পুরস্কার লাভ করেন [২]৷ পরবর্তীকালে তিনি অভিনয় থেকে সবে এসে ব্যাঙ্কে চাকরি নেন ৷[৩]
তার অভিনীত কয়েকটি চলচ্চিত্র হল
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "রাস্তা থেকে আমায় জোর করে গাড়িতে তুলে সন্ধ্যাদি নিয়ে যান তরুণদার কাছে: অয়ন"। bengali.news18.com।
- ↑ "Ayan Bandyopadhyay"। in.bookmyshow।
- ↑ "তনুদা-সন্ধ্যাদির জন্যই ৫০ বছর পর দর্শক আমায় মনে রেখেছে: শ্রীমান 'অয়ন' পৃথ্বীরাজ"। thewall.in।